Alif Lam Mim

Alif Lam Mim لا إله إلا الله محمد رسول الله

� Assalamu Alaikum �

�Faith is not just a feeling, it is a journey of the heart and soul�

25/07/2025

اللھم إني أسالك حسن الخا تمه.

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ'তিমাহ।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে উত্তম মৃত্যু চাই। ♥️

14/07/2025

যারা মানুষের ওপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।
(সূরা আশ-শুরা: ৪২)

04/07/2025

"আকাশমণ্ডলী ও পৃথিবীর পূর্ব-পশ্চিম আল্লাহরই। সুতরাং তোমরা যেদিকেই ফিরে যাও, সেদিকেই আল্লাহর মুখোমুখি হবে। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ!"

📖 সূরা আল-বাকারা (২:১১৫):

28/06/2025

মৃ'ত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে ওসিয়ত করে যাবেন।

১.আমার মৃ'ত্যুর সংবাদ শুনলে "ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন" পড়বেন।

২.আমার মৃ'ত্যুকে অকাল মৃ'ত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিযিক ভোগ করে ফেলেছি।

৩.আমাকে নিয়ে বিলাপ মাতম করবেন না, জোরে জোরে কান্নাকাটি করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী এবং রাসুল (সাঃ) কতৃক নিষিদ্ধ কাজ।

৪.আমার মৃ'ত্যুতে চল্লিশা, কুল-খানি, মিলাদ করবেন না।কারণ এটা স্পষ্ট বিদ'আত।

৫.যারা আমার মৃ'ত্যুর খবর শুনবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

৬.আমার ল!শ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না।

৭.আমার লা"শকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবেন।

৮.লা"শ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন, সমাজের নয়।

৯.আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকবেন আর পড়বেন "আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু"। আমার কবরের আজ!ব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন "আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ইমান"।

১০.আমার হয়ে দান-সাদাকা করবেন। আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিবেন, সে গুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।

১১.আমার মৃ'ত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন।আপনার সময়ও অতি নিকটে।

১২. আমার ছবি কোথাও দিবেন না, আমার আইডি বা অন্য কারো কাছে আমার ছবি থাকলে তা ডিলিট করে দিবেন। বাসায় আমার ছবি থাকলে ফেলে দিবেন, দেয়ালে ঝুলিয়ে রাখবেন না।

১৩.আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন, না পারলে আমার জন্য সাদকাহে জারিয়া করবেন, তাও না পারলে আজীবন আমার জন্য দু'আ করবেন, আমি ক্ষমা করে দিব ইনশাআল্লাহ।

১৪.আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থাতেই আমার কাছে চেয়ে নিবেন, আর যদি ম"রে যাই পরিবারের কাছে চাইবেন (পরিবারের লোকেদের বলবো আপনারা তাদের পাওনা দয়া করে দিয়ে দিবেন)। আর পরিবার না দিলে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবেন, এতে আল্লাহ ও আপনাকে ক্ষমা করবেন।

১৫.আমার জন্য বেশি বেশি দুআ করবেন। আমার নামে গী'বত করবেন না। কারণ, আমি আমার স্থানে পৌঁছে গিয়েছি।

আল্লাহর কাছে আকুলতা, আল্লাহ যেন আমাদের ইমানের সহিত ক!লিম! উচ্চারণের মাধ্যমে শ"হী'দি মৃ'ত্যু দান করেন।আমিন।

— লেখা : সংগৃহীত!

26/06/2025

সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তারা, যাদের মুখের কথা ও ব্যবহারের ভয়ে অন্য মানুষ তাদেরকে সম্মান করে।
[আবু দাউদ:-৪৭১৭]

21/06/2025

রাসূল(সা.)বলেছেন:- যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করল,সে কুফরি বা শিরক করল [আবু দাউদ,হা:৩২৫১]

Eid Mubarak 🌙May our fasting, good deeds, and supplications on the first 10 Days of Dhul Hijjah and the sacrifices we ma...
06/06/2025

Eid Mubarak 🌙
May our fasting, good deeds, and supplications on the first 10 Days of Dhul Hijjah and the sacrifices we make this Eid al-Adha be accepted and rewarded by Allah's mercy. Ameen ✨

19/05/2025

রাসুল (সা:) বলেছেন:- না জেনে তোমার কারো প্রতি খারাপ ধারণা রেখো না, এটা সব চেয়ে বড়ো গুনাহ [বুখারি-৫১৪৩]

16/05/2025

রাসূল ﷺ বলেছেন:
“যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিবসে বিশ্বাস রাখে,সে যেন ভাল কথা বলে অথবা চুপ থাকে।”
[সহীহ বুখারী:৬০১৯]

25/04/2025

🔴 চারটি বিষয় মাথায় রেখে দুরুদ পড়ুন, আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ।

১) আপনি যখনি রাসূল ﷺ এর উপর দুরুদ পড়েন, সাথে সাথে একজন ফেরেশতা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে গিয়ে আপনার নাম বলে। হ্যাঁ, স্বয়ং রাসূল ﷺ কে আপনার "নাম" বলে।

২) রাসূল ﷺ এর প্রতি ১বার সালাম পাঠালে, স্বয়ং আল্লাহ, জ্বি স্বয়ং আল্লাহ, আপনার উপর ১০ বার সালাম পাঠান।

৩) অবিরত দুরুদ পড়লে আপনার সমস্ত সমস্যার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেন। এমনকি যদি আপনি ঐসব সমস্যার জন্য আলাদা করে দুআ নাও করেন।

৪) আপনি তাঁর প্রতি সালাম পাঠাচ্ছেন, যিনি শুধুমাত্র আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার রক্তাত্ত হয়েছিলেন। যার সামনে তাঁর প্রিয় সাহাবীদের হত্যা করা হয়েছিল।

~সাইফুল ইসলামের লেখা।

# صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ عَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدُ

اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى الِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيده

একবার দুরুদ পড়লে ১০ টি নেকি, ১০ টি গুনাহ মাফ, ১০ টি মর্যাদা বৃদ্ধি পাবে।

একবার দুরুদ পড়া মানেই- আপনি রাসূল ﷺ এবং ইব্রাহিম আ এর জন্য এবং উনাদের পরিবারের রহমত বারাকাহর জন্য দোয়া করছেন।

আপনি কারো জন্য দোয়া করলে একই দোয়া ফিরিশতারা ও আপনার জন্য করবেন- অর্থাৎ আপনার ও আপনার পরিবারের রহমত ও বারাকাহর জন্য ফিরিশতারা দোয়া করবেন।

যে যতবেশি দুরুদ পাঠ করবে, কিয়ামতের দিন রাসূল ﷺ এর তত নিকটে থাকতে পারবেন।

📌 আজকে রাত থেকে আগামীকাল জুমার দিন মাগরিব পর্যন্ত - যতবেশি পারেন দুরুদে ইব্রাহিম পড়তে থাকুন।

27/03/2025

‎‫اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي‬‎

“আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী।”

হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। ক্ষমা করতে পছন্দ করেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন।

(তিরমিযি, ৩৫১৩)

20/03/2025

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান
রমজানের শেষ ১০ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম এক(টাকা) দান করুন,যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে,তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস সাওয়াব পাবেন।

২. প্রতিদিন ২ রাকাত নফল সালাত আদায় করুন,যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে,তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকাত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন ৩ বার সূরা ইখলাস পাঠ করুন,যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে,তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম কূলআন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন , এ কথা গুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন,যারা আপনার কথা শুনে আমল করবে,আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইন্নাশাআল্লাহ্।কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহআলাইহি ওয়া সাল্লাম বলেছেন,ভালো কাজের পথপদর্শককারী আমলকারীর সমপরিমাণ সওয়াব পাবেন কিন্তু আমলকারীর সমপরিমাণ সওয়াবে কোনো ঘাটতি হবে না।(মুসলীম ২৬৭৪)

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তওফিক দান করুক।
"আমিন"

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Alif Lam Mim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share