AMZAD ভাই

  • Home
  • AMZAD ভাই

AMZAD ভাই বিশ্বাস অর্জন করার জন্য তোমাকেও বিশ্বস্ত হতে হবে।
(1)

অবশেষে ৪৫০ টাকার বানানো ফরমাল প্যান্ট হাতে পেলাম, একদম পারফেক্ট হয়েছে।
02/07/2025

অবশেষে ৪৫০ টাকার বানানো ফরমাল প্যান্ট হাতে পেলাম, একদম পারফেক্ট হয়েছে।

প্রথমবার Rafsan the ChotoBhai এর BLU খেয়ে কেমন যানি লাগতাছে
30/06/2025

প্রথমবার Rafsan the ChotoBhai এর BLU খেয়ে কেমন যানি লাগতাছে

27/06/2025

বাংলাদেশের জাতীয় ব্লেন্ডার আনবক্সিং

পাবলিক ফ্লাইওভার এখানেও ব্যবসা করে সংসার চালাচ্ছে
27/06/2025

পাবলিক ফ্লাইওভার এখানেও ব্যবসা করে সংসার চালাচ্ছে

24/06/2025

৪৫০ টাকায় ফরমাল প্যান্ট ভাবা যায়, তাও আবার উনারা বানিয়ে দিবে, শুধুমাত্র আপনি কাপড় চয়েস করবেন এবং আপনার মাপ দিয়ে আসবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তাদের দোকান কোথায়। আর যদি তাও না বুঝতে পারেন তাহলে কমেন্ট করুন রিপ্লে দিয়ে দেব।

বর্তমান সময়ে ৪৫০ টাকায় বানানো প্যান্ট ভাবা যায়। অরজিনাল এক্সপোর্ট কোয়ালিটির কাপড় দিয়ে তারা প্যান্ট তৈরি করে দিচ্ছে। ...
24/06/2025

বর্তমান সময়ে ৪৫০ টাকায় বানানো প্যান্ট ভাবা যায়। অরজিনাল এক্সপোর্ট কোয়ালিটির কাপড় দিয়ে তারা প্যান্ট তৈরি করে দিচ্ছে। আপনি শুধু আপনার মাপ দিয়ে যাবেন। বিস্তারিত ভিডিও আসতাছে।

22/06/2025

দুধে পানি দিছে কিনা পরীক্ষা করলাম ২১০ টাকা দিয়ে

অন্যান্য দেশ নিজের দেশকে শত্রুপক্ষের হাত থেকে রক্ষার জন্য তারা আত্মরক্ষা মূলক মিসাইল তৈরি করে। আর আমাদের দেশ সভাপতি আর স...
16/06/2025

অন্যান্য দেশ নিজের দেশকে শত্রুপক্ষের হাত থেকে রক্ষার জন্য তারা আত্মরক্ষা মূলক মিসাইল তৈরি করে। আর আমাদের দেশ সভাপতি আর সহ-সভাপতি নিয়ে গ্যাঞ্জাম লাগায়।

লিজেন্ডদের চোখ ফাঁকি দেওয়া মুশকিল
15/06/2025

লিজেন্ডদের চোখ ফাঁকি দেওয়া মুশকিল

বাসের জানলা দিয়ে চোখে পড়লো আরেকটি বাসের উপর কিন্তু যে বাসটি দেখলাম বাসের নাম (Imam 10:35) কৌতুহল বসত ভাবলাম ১০:৩৫ এটা আব...
14/06/2025

বাসের জানলা দিয়ে চোখে পড়লো আরেকটি বাসের উপর কিন্তু যে বাসটি দেখলাম বাসের নাম (Imam 10:35) কৌতুহল বসত ভাবলাম ১০:৩৫ এটা আবার কি? তখন বুঝলাম ইমাম অর্থ নেতা আর এখানে ১০:৩৫ আমার মতে বোঝানো হয়েছে, আল কুরআনের ১০ নাম্বার সূরা ৩৫ নম্বর আয়াত। তো দেরি না করেই মোবাইলের অ্যাপস কোরআন থেকে সূরা এবং আয়াতটা বের করলাম, ১০ নম্বর সূরা ইউনুস আর ৩৫ নম্বর আয়াতে লেখা আছে

বল, ‘তোমরা যাহাদেরকে শরীক কর তাহাদের মধ্যে কি এমন কেহ আছে, যে সত্যের পথ নির্দেশ করে ?’ বল, আল্লাহ্‌ই সত্যের পথ নির্দেশ করেন। যিনি সত্যের পথ নির্দেশ করেন তিনি আনুগত্যের অধিকতর হক্‌দার, না যাহাকে পথ না দেখাইলে পথ পায় না - সে ? তোমাদের কী হইয়াছে ? তোমরা কীভাবে সিদ্ধান্ত করিয়া থাক ?’

সূরা নম্বর: ১০ আয়াত নম্বর: ৩৫

যেহেতু ইমাম অর্থ নেতা আর এখানে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ (সাঃ) কে এই আয়াতটা বলতে বলছেন কাদেরকে যারা আল্লাহর সাথে শরীক করে। আমি বিশ্লেষণ করে এটা বাহির করলাম আপনাদের মতে কি এটা হবে?

আপনি নরম তুলতুলে বিছানায় ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। মনে করলেন একটি ঘুমের ঔষধ খেয়ে নেই...
14/06/2025

আপনি নরম তুলতুলে বিছানায় ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। মনে করলেন একটি ঘুমের ঔষধ খেয়ে নেই। তারপরও ঘুম আসছে না, এদিকে এসির বাতাসে রুমটা ঠান্ডা হয়ে গেছে অনেক। কম্বলটা টেনে দিয়ে বালিশে মাথা দিয়ে একটু কি ভেবেছেন কখনো ঘুম হচ্ছে কত বড় একটি আল্লাহর নেয়ামত। ছবিটাতে দুইজন ব্যক্তি গাড়ির ছাদে ঘুমাচ্ছে, তাদের না আছে আরামদায়ক বিছানা, না আছে এসি রুম। আছে শুধু চোখে প্রচুর ঘুম।

মসজিদ নির্মাণ কাজলোকেশন: পুরাবাড়ি গাজীপুর
13/06/2025

মসজিদ নির্মাণ কাজ
লোকেশন: পুরাবাড়ি গাজীপুর

Address


Alerts

Be the first to know and let us send you an email when AMZAD ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AMZAD ভাই:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share