10/06/2025
সিনেমা হলে যাব, না কি Chorki-তে দেখে ফেলব? 🤔
ঈদুল ফিতরে চারটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল। দুর্ভাগ্যবশত, সেগুলোর একটি দেখা হয়নি তখন। এখন দেখছি সেই ছবিগুলো Chorki-তে চলে এসেছে, ১৩২ টাকা সাবস্ক্রিপশন করলেই সব একসাথে দেখা যাচ্ছে!
এদিকে, ঈদুল আযহায় মুক্তি পেয়েছে "তাণ্ডব" — নতুন, আকর্ষণীয় আর আলোচনার শীর্ষে থাকা ছবি।
এখন মনের মধ্যে একটা দ্বন্দ্ব—আমি কি হলে গিয়ে তাণ্ডব দেখব, নাকি Chorki-তে সাবস্ক্রিপশন নিয়ে ঈদুল ফিতরের যেই ছবিটা দেখা হয়নি, সেটা এখনই দেখে ফেলব?
একটা বিষয় সত্যিই ভাবায়—Chorki যদি একটু দেরিতে ছবিগুলো দিত, ধরা যাক ঈদের ৭ দিন পর, তাহলে তো হলে গিয়ে সিনেমা দেখার আগ্রহ আরও বাড়ত।
এভাবে একসাথে সব ছবি অনলাইনে এসে গেলে অনেক দর্শক চিন্তা করে, "হলে গিয়ে সময়-টাকা খরচ না করে ঘরে বসেই দেখি না কেন?"
আমার মতো অনেকেই হয়তো এমন সিদ্ধান্তের সামনে পড়ে।
একদিকে নতুন ছবি "তাণ্ডব", আরেকদিকে পুরোনো কিন্তু দেখা হয়নি এমন একটি দুর্দান্ত ছবি এখন হাতের মুঠোয়।
📌 দর্শক হিসেবে আমাদের এই অনুভূতিগুলো কি প্রযোজক বা প্ল্যাটফর্মগুলো বোঝে?
📌 হলে দর্শক ধরে রাখতে কি একটু সময় ব্যবধান রাখা যায় না ওটিটি রিলিজে?
আমি শুধু ভাবছি, যেই ছবিটা ঈদে হলে গিয়ে দেখা হয়নি, সেটা এখন Chorki-তে দেখলে—"তাণ্ডব" ছবির দর্শক সংখ্যা থেকে কি একজন কমে গেল না?
আপনি হলে যাবেন, নাকি ঘরে বসে Chorki-তে দেখবেন?
আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।
#বাংলা_সিনেমা #ঈদের_ছবি #তাণ্ডব #দর্শকের_ভালোবাসা #মনেহয়জেদ