Mahadi Bin Siyam

Mahadi Bin Siyam Siyam

কুমিল্লা জেলায় একটি মাদ্রাসার টয়লেট থেকে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর...
07/11/2024

কুমিল্লা জেলায় একটি মাদ্রাসার টয়লেট থেকে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাদ্রাসা ছাত্রের নাম তাওহীদ হোসেন (১২)। সে চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায় গ্রামের খোরশেদ আলমের একমাত্র ছেলে। তাওহীদ মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় মাদ্রাসার টয়লেটের ভেন্টিলেটরের সাথে তাওহীদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় মাদ্রাসার এক ছাত্র। পরে, মাদ্রাসা কর্তৃপক্ষ এসে পুলিশকে জানালে পুলিশ এসে ঘটনাস্থল থে‌কে মরদেহ উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থে‌কে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে.

আমরা জাতি হিসেবে কতোটা নির্লজ্জ 😭😭লোকটাকে সহযোগিতা না করেমোবাইলে ছবি ও ভিডিও করা নিয়ে ব্যাস্থ😡😡ঢাকা থেকে দেওয়ানগঞ্জ গামী...
25/10/2024

আমরা জাতি হিসেবে কতোটা নির্লজ্জ 😭😭
লোকটাকে সহযোগিতা না করে
মোবাইলে ছবি ও ভিডিও করা নিয়ে ব্যাস্থ😡😡

ঢাকা থেকে দেওয়ানগঞ্জ গামী কমিউটার ট্রেনে জামালপুর স্ট্যাশনে এইমাত্র একজন যাত্রী ট্রেনের নিচে পরে একটি হাত হারিয়ে ফেলেছে..!🥹

আল্লাহ অসেস রহমতে ছেলেটির জীবন বেঁচে গেছে।🤲🏻🖤copy post

13/10/2024

🥀এটা হল সত্যি কারে ভালোবাসা 💕

রক্তের চাপ আর সহ্য করতে পারছি না।আমরা সংঘাত চাই না শান্তি চাই।আঘাত করার আগে একবার ভাবুন, এরা এদেশেরই মানুষ, এরা আমাদেরই ...
18/07/2024

রক্তের চাপ আর সহ্য করতে পারছি না।
আমরা সংঘাত চাই না শান্তি চাই।
আঘাত করার আগে একবার ভাবুন, এরা এদেশেরই মানুষ, এরা আমাদেরই ভাই বোন আমাদেরই সন্তান।

অনেকেই বলছে এই মুহুর্তেমাদ্রাসার ছাত্রদের খুব প্রয়োজন।হ্যা ভাই! আমরাও জানি,আমরা অবশ্যই আসবো। হাল ছাড়ছি না আমরা।মুরব্বীদে...
17/07/2024

অনেকেই বলছে এই মুহুর্তে
মাদ্রাসার ছাত্রদের খুব প্রয়োজন।
হ্যা ভাই! আমরাও জানি,আমরা অবশ্যই আসবো। হাল ছাড়ছি না আমরা।
মুরব্বীদের অনুমতির অপেক্ষাই আছি
অনুমতি পাওয়ার সাথে সাথে মাথায়
কাফন বেধে জীবন দেওয়ার জন্য রাজঁপথে ঝাপিয়ে পরবো, ইনশাআল্লাহ।👊

মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্দ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন...
21/06/2024

মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্দ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর।
জুম্মা মোবারক

20/06/2024

কেউ কষ্ট করে নিজের জন্যে,
কেউ কষ্ট করে বন্ধুর জন্যে,
কেউ কষ্ট করে মনের মানুষের জন্যে,
তবে সব কষ্টের একটি আশা,
যার নাম নিঃস্বার্থ ভালোবাসা ।

20/06/2024

মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে”
“ভাবি শুধু তোমাকে সব সময় অনুভবে”
“স্বপ্ন দেখি তোমাকে চোখের প্রতি পলকে”
“আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে ।

20/06/2024

মন খারাপ হলে আমাকে জড়িয়ে ধরে কান্না করে নিও।
আমি হব তোমার মানব বালিশ।

Address

Ghazipur
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahadi Bin Siyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share