CNB News

CNB News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CNB News, Vill:alim para. union:pirujali, Gazipur.
(6)

আসসালামু আলাইকুম, সুদী দর্শক বর্তমান রাষ্ট্রের পরিস্থিতি, এবং আগামী নির্বাচনে। জনগণ কি ভাবছে এই বিষয়ে, এই পেইজ থেকে, জরিপ কার্য পরিচালনা করা হয়,এই সকল বিষয়ে জানতে, চোখ রাখুন সিএনবি নিউজ পেইজে, ধন্যবাদ ও শুভকামনা সবার জন্য।

21/09/2025
20/09/2025
19/09/2025
18/09/2025
18/09/2025

বাংলাদেশের কোন দলটি টি সুদের টাকা দিয়ে চলে।জানলে কমেন্টে লিখুন।

17/09/2025
16/09/2025
> রাজনীতিজামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সাক্ষাৎবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌ...
15/09/2025

> রাজনীতি
জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের শিল্প মালিকদের একটি প্রতিনিধি দল। রোববার (১৪ সেপ্টেম্বর) বসুন্ধরার অস্থায়ী কার্যালয়ে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশের শিল্প বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও পরিবেশ ছাড়াও সমসাময়িক চ্যালেঞ্জ, বিশেষ করে শ্রম আইন ২০২৫ নিয়ে আলোচনা হয়। এ সময় শিল্প মালিকরা দেশের সব শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখতে ও সার্বিক সহযোগিতায় সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

জবাবে দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন জামায়াত আমির। একই সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে আসায় শিল্প মালিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডা. শফিকুর রহমান।

শিল্প মালিকদের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএর পরিচালক সাইফুল্লাহ মানছুর, বিজিএমইএর ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া, জনসংযোগ ও প্রচার কমিটি চেয়ারম্যান মাসুদ কবির।

এছাড়াও জামায়াতের শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম ও বিশিষ্ট চিকিৎসক ডা. খালিদুজ্জামান সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

কাতার ইস্যুতে ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হওয়ার পরামর্শ ট্রাম্পেরপ্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ নেতাদের হত্যার উদ্দেশ্যে ক...
15/09/2025

কাতার ইস্যুতে ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হওয়ার পরামর্শ ট্রাম্পের
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭
নেতাদের হত্যার উদ্দেশ্যে কাতারের দোহায় ইসরায়েলি হামলার জেরে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। এ হামলা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এবার কাতার ইস্যুতে তেল আবিবকে আরও সতর্ক হতে পরামর্শ দিয়েছেন তিনি।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রোববার (১৪ সেপ্টেম্বর) নিউ জার্সির মোরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কাতার ঘিরে ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে।

ট্রাম্পের কাছে এক সাংবাদিক জানতে চান গত সপ্তাহে কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কোনো বার্তা আছে কি না, জবাবে তিনি বলেন,
আমার বার্তা হলো, তাদের খুব, খুব সতর্ক হতে হবে। হামাসের ব্যাপারে কিছু করতে হবে ঠিকই, তবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র।

গত শুক্রবার নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজ করেছেন ট্রাম্প। ওই সময় কাতারের প্রধানমন্ত্রীকে চমৎকার মানুষ বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে আকাশসীমা লঙ্ঘন করে দোহায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাতে কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও মুসলিম বিশ্ব। কাতারের প্রতি বৃহত্তর সমর্থনের অংশ হিসেবে রোববার দোহায় শুরু হয়েছে আরব-মুসলিম বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলন।

সম্মেলনে আরব রাষ্ট্রগুলো ‘বর্বর’ ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আইনগত পদক্ষেপ নেবে তা সমর্থন করেছে। কাতারের প্রধানমন্ত্রী বলেন, এই আক্রমণের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

করার সময় এসেছে। ইসরায়েলকে অবশ্যই জানতে হবে যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ক্রমাগত গণহত্যা যুদ্ধ, যার লক্ষ্য তাদের মাতৃভূমির বাইরে জোরপূর্বক স্থানান্তর করা, যত মিথ্যা যুক্তিই দেওয়া হোক না কেন, সফল হবে না।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি সরকার একের পর এক প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছে, ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলের জনগণের, যার মধ্যে তাদের নিজস্ব জনগণও রয়েছে, মুখোমুখি যুদ্ধের পরিধি আরও বিস্তৃত করছে এবং এটি একটি গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে।

> রাজনীতিজামায়াত ইস্যুতে জাহেদকে যেসব প্রশ্ন করলেন.প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১: ৪১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৫৬...
15/09/2025

> রাজনীতি
জামায়াত ইস্যুতে জাহেদকে যেসব প্রশ্ন করলেন.
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১: ৪১
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৫৬

সম্প্রতি একটি টক শো-তে হাইকোর্টের আইনজীবী শিশির মনিরকে ডা. জাহেদ উর রহমান প্রশ্ন করেন, “জামায়াতে ইসলামীতে কোনো অমুসলিম কি আমির হতে পারবে?” এই প্রশ্নের সূত্র ধরে, পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক স্ট্যাটাসে ডা. জাহেদের উদ্দেশে কিছু পাল্টা প্রশ্ন করেন।

পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

ডাক্তার জাহেদ একটু উত্তর দিক। বিএনপিতে জিয়া পরিবারের বাইরে আর কেউ চেয়ারপারসন হতে পারবে? একজন আলেম কি সিপিবির প্রেসিডেন্ট হইতে পারবে?

সেই হিসাবে তো জামায়াত অনেক বেশী ইনক্লুসিভ। জামায়তে ইসলামীর আমির একজন হিন্দুকে হইতে বলাই তো হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের জন্যই অপমানজনক। একটা ইসলামী দলের আমির কেমনে একজন হিন্দুকে হইতে হবে? আশ্চর্যজনক।

বিএনপি বা সিপিবি–এগুলো আইডিওলজিকালি ধর্মনিরপেক্ষ/জাতীয়তাবাদী/বামপন্থী দল, যেখানে নেতৃত্বে theoretically যেকোনো যোগ্য ব্যক্তি আসতে পারে। কিন্তু বাস্তবে পরিবারতন্ত্র বা পার্টির কাঠামোগত জড়তা সেইটা হইতে দেয় না।

অন্যদিকে জামায়াত আইডিওলজিকালি ইসলামিক পার্টি। এখানে হিন্দু আমির হওয়ার দাবি করা মানে পার্টির ঘোষিত সনদের বিরুদ্ধে যাওয়া। তাই এটাকে inclusiveness-এর মাপকাঠি করা আসলে ভুল তুলনা।

ইনক্লুসিভনেস মানে হচ্ছে—ভিতরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভিন্নমত বা বহুত্ববাদ কতটা জায়গা পাচ্ছে।

বিএনপি বা সিপিবির ক্ষেত্রে নেতৃত্ব পরিবারকেন্দ্রিক বা নির্দিষ্ট ব্লক দিয়ে নিয়ন্ত্রিত।

বিএনপিতে জিয়া পরিবারের বাইরে কাউকে চেয়ারপারসন বানানো সম্ভব হয়নি—এমনকি অস্থায়ী পরিস্থিতিতেও যেমন, খালেদা জিয়া জেলে থাকাকালে তারেক রহমানের হাতেই লিডারশীপ থেকেছে।

যদি জামায়াতকে হিন্দু আমির না দিতে পারার কারণে ‘এক্সক্লুসিভ’ বলা হয়, তবে বিএনপিকেও প্রশ্ন করতে হবে: মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে কেন কোনো হিন্দু বা বৌদ্ধকে কখনো দেশের প্রেসিডেন্ট বা দলের চেয়ারপারসন করা হয়নি?

একটা ইসলামি দলের আমির হিন্দু না হতে পারাটা আদর্শগতভাবে যৌক্তিক। কিন্তু তথাকথিত সেক্যুলার জাতীয়তাবাদী বা বাম দলগুলোর নেতৃত্বে কেন পারিবারিক রাজতন্ত্র কায়েম থাকবে? সেটাই আসল প্রশ্ন।

সিলেটের ডিসির কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালতসিলেট ব্যুরোপ্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২: ০৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ...
15/09/2025

সিলেটের ডিসির কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত
সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২: ০৭
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ২৮

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সারওয়ার আলম ও এডিসি (শিক্ষা ও আইসিটি) নুরের জামানকে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন আদালত।

গত ১১ সেপ্টেম্বর মামলা রুজুর পর শুনানি শেষে সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) তাদের প্রতি এ নোটিশ জারি করেন বলে বাদীর আইনজীবী এ এইচ ইরশাদুল হক আমার দেশকে জানিয়েছেন।

তিনি জানান, স্কুলের সিনিয়র শিক্ষক আবেদা হক সিলেটের ডিসি ও স্কুলের গভর্নিং বডির সভাপতি এবং এডিসির (শিক্ষা ও আইসিটি) বিরুদ্ধে গত ৯ সেপ্টেম্বর ‘এখতিয়ার বহির্ভূত ও বেআইনি সাময়িক বরখাস্ত আদেশের বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ (সদর আদালতে) মামলা দায়ের করেছেন।

মামলার আর্জিতে বাদী এ বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রার্থনা করেন।

খাজাঞ্চিবাড়ি স্কুলের সিনিয়র শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিনকে গত ৯ সেপ্টেম্বর সার্ভিস রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী বরখাস্ত করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এর বিরুদ্ধে গত ১১ সেপ্টেম্বর আদালতে স্বত্ব মোকদ্দমা (নম্বর-৪২৬/২৫) দাখিল করেন আবেদা হক। মোকদ্দমার পরিপ্রেক্ষিতে আদালত ডিসি ও এডিসিকে কারণ দর্শানো নোটিশ করেন।

Address

Vill:alim Para. Union:pirujali
Gazipur
1703

Alerts

Be the first to know and let us send you an email when CNB News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CNB News:

Share