
10/04/2025
টাকা চাই না দোয়া চাই --আমার গ্রামের সকলের উদ্দেশ্যে আমার কিছু কথা, মানুষ মানুষের জন্য এটাই সত্য তাই আমরা (২০+)ভাই নিয়ত করেছি নিজে ভালো থাকবো অন্যদেরকে ভালো রাখতে চেষ্টা করব আমি জানি ইতিমধ্যে কিছু মানুষ আমাদের সমালোচনা করছে আমাদের ঐক্য আমাদের মনোবল ভাঙ্গার চেষ্টা হচ্ছে তাদেরকেই বলতে চাই আসুন আপনিও আমাদের সাথে শরিক হন আমরা মানুষের জন্য কিছু করতে চাই অথবা যদি আপনার ইচ্ছে না হয় তাহলে নিরব থাকাই ভালো আমরা আপনাদের কারো কাছেই এক টাকাও চাইবো না তবে আপনাদের সার্বিক সহায়তা এবং দোয়া কামনা করছি যদি আপনারা আমাদেরকে দোয়া এবং সার্বিক সহায়তা করেন ইনশাআল্লাহ আমরাও কিছু করে দেখাতে পারব একটা কথাই মনে রাখবেন আমাদের ধারায় যদি একজন মানুষও উপকৃত হয় এটাই হবে আমাদের সফলতা আপনি যে সমাজে বসবাস করেন সেই সমাজের প্রতি আপনার কিছু দায়বদ্ধতা আছে আর এটাকেই অনুসরণ করার চেষ্টা করছি আমি মনে করি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লাই এরকম উদ্যোগ গ্রহণ করা উচিত,, আপনাদের দোয়া কামনা করছি,