Lam-iya Akter Oishi

Lam-iya Akter Oishi اسلام عليكم و رحمة الله و بركة 💌 📌
Alhamdulillah for everything

22/07/2025
21/07/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “আগুনে পোড়া ব্যক্তি শহীদ ” (আবু দাউদ: ৩১১১)

এক মূহুর্তের ভরসা নাই ... (আর মাত্র ১০ মিনিট পর স্কুল ছুটি হয়ে যাবে)ফেরা হলো না বাড়ি 🥹!! কতো স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয...
21/07/2025

এক মূহুর্তের ভরসা নাই ... (আর মাত্র ১০ মিনিট পর স্কুল ছুটি হয়ে যাবে)ফেরা হলো না বাড়ি 🥹!! কতো স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে..!! সন্তান কে খাওয়ানো হলো না নিজ হাতে রান্না করে আনা খাবার..!! কে জানতো এটাই শেষ দেখা , পরিবারের সাথে ,, বন্ধুদের সাথে
ইয়া আল্লাহ সবাইকে হেফাজত করুন 🕋☝️
মৃত্যু ব্যক্তিদের জান্নাতুল ফেরদৌস দান করুন..!!

১৯৬৬ সালে তৈরি করা বিমান,যার উৎপাদন বন্ধ হয়ে গেছে ২০১৩ সালে।যেটা এখন সারা বিশ্বে ফ্লাইং কফিন হিসেবে স্বীকৃত, এই টাইপ এক...
21/07/2025

১৯৬৬ সালে তৈরি করা বিমান,যার উৎপাদন বন্ধ হয়ে গেছে ২০১৩ সালে।
যেটা এখন সারা বিশ্বে ফ্লাইং কফিন হিসেবে স্বীকৃত, এই টাইপ একটা ফাইটার প্লেন এখন বাংলাদেশের মেইন ফাইটার।
এইগুলা নিয়ে বিমান বাহিনী দুইদিন পর পর ভিডিও বের করে নিজেদের শক্তিমত্তা দেখায়।
ঢাকার মত একটা জনবহুল শহরে তারা এই বিমান নিয়ে প্রশিক্ষণ নেয়, হাউ সেলুকাস!
এই বিমান নিয়া যুদ্ধ করতে গেলে শত্রুর ধ্বংস করা লাগবে নাহ্,নিজেই নিজেরে ধ্বংস করে দিবে।
হাজার হাজার কোটি টাকা দিয়ে আর্মি কনভেনশন হল বানায়,বিমান বাহিনী কোয়ার্টার বানায় কিন্তু MRCA এর বাজেট হয় না!

এই দেশে আপনি আপনার ঘরেও নিরাপদ না,সামরিক বাহিনী আপনারে কি নিরাপত্তা দিবে।....!??

উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়েছে। অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা গভীর...
21/07/2025

উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়েছে। অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

আমরা মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি সবাইকে হেফাজতে রাখুন।

20/07/2025

শুকরিয়া আদায় করা বন্ধ করো না,
তুমি যা পেয়েছো তার আশায় বহু মানুষ তাকিয়ে আছে!🖤

20/07/2025

Assalamualaikum 🤍 🖤

হে আল্লাহ...আমার অন্তরের সব না বলা কথা...তুমি জানো, তুমি বোঝো।তুমি জানো, আমি তাকে চাই...চাই গভীর থেকে, চাই নির্মলভাবে।কো...
19/07/2025

হে আল্লাহ...

আমার অন্তরের সব না বলা কথা...
তুমি জানো, তুমি বোঝো।

তুমি জানো, আমি তাকে চাই...
চাই গভীর থেকে, চাই নির্মলভাবে।
কোনো অহংকার নয়, কোনো পাপ নয়...
শুধু একটুকু হালাল প্রশান্তি চাই।

আমি তোমার বান্দি…
তোমার ইচ্ছার বাইরে আমার কোনো চাওয়া নেই।

তাই আমি বলি…
যদি সে-ই আমার হক হয়,
তবে তুমি নিজেই তাকে আমার তাকদিরে লিখে দাও।

হালাল করে দাও আমার হৃদয়ের এই স্বপ্নকে,
বরকত দাও যদি সে আমার ক্বদরে লেখা থাকে।

আর যদি সে আমার হক না হয়...
তবে আমায় ভুলিয়ে দাও,
ভুলিয়ে দিও সুন্দর কোনো সবরের পথে।
নয় তো...
তাকে আমার দো‘আর ফলস্বরূপ,
তোমার রহমতে—
আমার জন্য হালাল করে দাও।

আমি তোমার উপরই ভরসা করি…
তুমি যাকে দাও, সে হারায় না।
আর যাকে তুমি ফিরিয়ে নাও...
তার বদলে তুমি এমন কিছু দাও,
যা হয়তো আমি কল্পনাও করিনি...
তবু আমার জন্য সবচেয়ে ভালো।

"তোমার চাওয়ার সাথে মিলিয়ে দাও আমার চাওয়া, হে আল্লাহ… যেন চাওয়া কখনো গুনাহ না হয়, বরং তোমার নৈকট্যের সেতু হয়।"

Address

Gazipur

Website

https://www.facebook.com/profile.php?id=6156212

Alerts

Be the first to know and let us send you an email when Lam-iya Akter Oishi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share