
15/09/2025
জীবনটা একটা রাস্তার মতো—বাঁকে বাঁকে চ্যালেঞ্জ, কিন্তু প্রতিটা মোড়ে লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা। নিজের স্বপ্নকে যদি কেউ গুরুত্ব না দেয়, তবে সেই স্বপ্ন কখনো সত্যি হয় না। আজ যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে পৌঁছাতে পেরেছি শুধু একটাই বিশ্বাস নিয়ে —আমি পারবো। জীবনে বড় কিছু করতে হলে আগে ছোট জায়গা থেকে শুরু করতে জানতে হবে। তাই থেমে যেও না, শুরু করো... কারণ আজকের এই ছোট্ট পথটাই হয়তো তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে।
নিজের জীবনটাকে ভালোবাসো, নিজের স্বপ্নটাকে বিশ্বাস করো। সাফল্য তখনই আসবে, যখন তুমি নিজেই নিজের পাশে দাঁড়াবে।