মমিন ভাই

মমিন ভাই আমার ইউটিউব চ্যানেলঃ
https://www.youtube.com/
(5)

জীবনটা একটা রাস্তার মতো—বাঁকে বাঁকে চ্যালেঞ্জ, কিন্তু প্রতিটা মোড়ে লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা। নিজের স্বপ্নকে যদি কেউ গ...
15/09/2025

জীবনটা একটা রাস্তার মতো—বাঁকে বাঁকে চ্যালেঞ্জ, কিন্তু প্রতিটা মোড়ে লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা। নিজের স্বপ্নকে যদি কেউ গুরুত্ব না দেয়, তবে সেই স্বপ্ন কখনো সত্যি হয় না। আজ যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে পৌঁছাতে পেরেছি শুধু একটাই বিশ্বাস নিয়ে —আমি পারবো। জীবনে বড় কিছু করতে হলে আগে ছোট জায়গা থেকে শুরু করতে জানতে হবে। তাই থেমে যেও না, শুরু করো... কারণ আজকের এই ছোট্ট পথটাই হয়তো তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে।

নিজের জীবনটাকে ভালোবাসো, নিজের স্বপ্নটাকে বিশ্বাস করো। সাফল্য তখনই আসবে, যখন তুমি নিজেই নিজের পাশে দাঁড়াবে।

09/09/2025

বাড়ি বানানোর আগে শুধু জমি আর ডিজাইন নয়—সবার আগে খোঁজ নিন, প্রতিবেশী কেমন! কারণ ভালো প্রতিবেশী হলে জীবন হবে স্বস্তিময় আর খারাপ প্রতিবেশী হলে তার যন্ত্রণা কবর পর্যন্ত তাড়িয়ে বেড়াবে। কি বলেন আপনারা?

06/09/2025

শুভ সকাল! ☀️
আপনার দিনটা হোক সুন্দর, শান্তিময় আর সাফল্যে ভরপুর।

জীবনের সত্যিকারের সৌন্দর্য শহরের কংক্রিটে নয়, লুকিয়ে আছে এমন সবুজে ঘেরা নির্জন প্রকৃতিতে। এই ছোট্ট ব্রিজটা যেন দুই প্র...
04/09/2025

জীবনের সত্যিকারের সৌন্দর্য শহরের কংক্রিটে নয়, লুকিয়ে আছে এমন সবুজে ঘেরা নির্জন প্রকৃতিতে। এই ছোট্ট ব্রিজটা যেন দুই প্রান্তের মাঝে শুধু রাস্তা নয়, একপ্রান্তে কর্মময় জীবনের ব্যস্ততা আর অন্যপ্রান্তে শান্তির ঠিকানা। সবুজ গাছ, শান্ত নদী আর পাখির কুজন—সবকিছু মিলিয়ে মন যেন আপনাআপনি নিরবতা খুঁজে পায়। মাঝেমাঝে এমন নির্জন প্রকৃতিতে নিজেকে হারিয়ে ফেলাই তো জীবনের আসল খোঁজ!

#প্রকৃতি_পিপাসু #নিরবতা_ভালোবাসি #গ্রামের_প্রকৃতি েকে_বাঁচা

Address

Kashimpur
Gazipur
1346

Website

Alerts

Be the first to know and let us send you an email when মমিন ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category