11/10/2025
আসসালামু ওয়ালাইকুম। কেমন আছেন সবাই???
চলে এলাম সহজ পদ্ধতিতে চিকেন মোমো তৈরীর রেসিপি নিয়ে। 😊
চিকেন মোমো রেসিপি :
চিকেন প্রিপেয়ার্ড: একটি চিকেন ব্রেস্ট পিসকে সিদ্ধ করে নিতে হবে।
এরপর পিসটাকে হাত দিয়ে ছাড়িয়ে
টুকরো টুকরো করে নিতে হবে। এবার সয়াবিন তেলে এক কাপ পিঁয়াজ এবং দুটি কাঁচা মরিচ কুচি হালকা ব্রাউন করে তার মধ্যে আদা-রসুন বাটা এক চামচ দিয়ে নাড়তে থাকি। এবার চিকেন গুলো দিয়ে দেই এবং সেই সাথে সয়া সস এক চা চামচ, টমেটো সস এক চা চামচ, কালো গোল মরিচের গুড়া হাফ চা চামচ, ম্যাগি ম্যাজিক মাসালা এক প্যাকেট এবং হাফ চা চামচ লবন দিয়ে কিছুক্ষণ নাড়াচারা করে নামিয়ে নিবো। বেশি ভাজা যাবে না। অনেকেই কাঁচা চিকেনের পুর দেয় কিন্তু আমার সেটা পছন্দ না তাই এভাবেই পুর তৈরী করি আমি।
আটার ডো তৈরী: গরম পানি দিয়ে এক কাপ আটা, এক টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার ও সামান্য লবন দিয়ে স্মুথ একটা ডো তৈরী করি এবং ছোট ছোট লেচি কেটে ছোট ছোট রুটি তৈরী করি। এবার সেই রুটিতে চিকেনের পুর দিয়ে মোমোর শেপ দেই।
স্টিম: স্টিমে ওয়েল ব্রাশ করে তারমধ্যে মোমো গুলোকে সেট করি। রাইসকুকার বা কোন পাত্রে চুলায় গরম পানি করে নেই ১০ মিনিট এরপর স্টিমটাকে ভালোমতো ঢাকনা দিয়ে সেই কুকারে বা পাত্রে বসিয়ে দেই, যেভাবে ভিডিওতে দেখানো আছে। ২০ মিনিট স্টিম করার পরই তৈরী হয়ে যাবে স্টিমড চিকেন মোমো।
স্পাইসি সস তৈরী: এক টবিল চামচ টমেটো সস, এক টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ গুড়া মরিচ, ১ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ লবন ও এক চা চামচ চিনি এক সাথে মিশিয়ে নিলেই তৈরী শর্টকাট স্পাইসি সস। খেতেও দারুণ।
ট্রায় করলে অবশ্যই জানাবেন...💙
゚ ゚