
21/01/2025
আমি চাঁদ পুরের চাঁদ হয়ে,
জামালপুর এর জামালের দিকে হাত বাড়িয়ে ছিলাম,
ভেবে ছিলাম রাজবাড়ির রাজা হয়ে।
রানী গঞ্জের রানী বানাবে আমাকে ।
মৌলোভী বাজার থেকে মৌলভী ডেকে,
মুন্সী গঞ্জের মুন্সী দের সাক্ষী রেখে।
শরিয়ত পুরের শরিয়ত মোতাবেক
রংপুরের রং দিয়ে ঘোড়াশাল থেকে ঘোড়া এনে, আমাকে তুমি বিয়ে করবা। কিন্তু না
তুমি চালাকচরের চালাক হয়ে
মির্জাপুরের মীরজাফরের মতো পালিয়ে গেলে!
কামডা কি ঠিক করলা হুম?🤨