EMON HASAN 3.0

EMON HASAN 3.0 Assalamualaikum

Welcome to our page. If you like the video, please follow our page, thank you, support and share EMON HASAN 3.0 . Hope everyone is well.

I invite you to visit my page. If you support, you will receive support, InshaAllah.

05/06/2025

বর্তমান নির্বাচন কমিশনের কাছে আশা করবো, তারা তাদের সম্মান নিজেরা রক্ষা করবেন। তারা যদি তাদের সম্মান রক্ষা করে চলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সংগত অবস্থানে থেকে সকল প্রকার সহযোগিতা তাদেরকে দিবে। কিন্তু এখানে যদি কোন ব্যতিক্রম আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই সে দায়িত্ব আমরা পালন করবো, আমরা চুপ থাকবো না।

ডা. শফিকুর রহমান
আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী

মরু উত্তাপের মাঝেও আল্লাহর দরবারে হাজিরা দিতে পবিত্র কাবার পানে ১৩ লক্ষ হজযাত্রী। আজ থেকে শুরু হচ্ছে হজ।                ...
04/06/2025

মরু উত্তাপের মাঝেও আল্লাহর দরবারে হাজিরা দিতে পবিত্র কাবার পানে ১৩ লক্ষ হজযাত্রী। আজ থেকে শুরু হচ্ছে হজ।

আমরা জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই : ডা. শফিকুর রহমান
02/06/2025

আমরা জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই : ডা. শফিকুর রহমান

01/06/2025

অবশেষে আজ জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেয়েছে।
১৯৭১ সালে জামায়াতে ইসলামী দেশ ভাগের বিরুদ্ধে ছিল এটা যেমন সত্য, তারচেয়ে বড় সত্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই জামায়াতসহ ইসলামি দলগুলোর শক্তিশালী অবস্থানে থাকা দরকার।

জামায়াত তথা ইসলামি দলগুলো যদি শক্তিশালী অবস্থানে না থাকে তাহলে ভারতের দালালরা এদেশকে সিকিম বানিয়ে ফেলবে। আমাদের মূল শক্তি ইসলাম এবং বাংলাদেশী জাতীয়তাবাদ। কিন্তু বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা যতো দুর্বল হচ্ছে, জাতীয়তাবাদী শক্তিও ততই বামদিকে হেলে পড়ছে। এই হেলেদুলে চলতে থাকা বিএনপিকে সঠিক পথে রাখতে হলেও জামায়াতের মতো একটি দল অবশ্যই দরকার।
অভিনন্দন জামায়াতে ইসলামী।

01/06/2025

রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যে ব্যক্তি অহংকার, গনিমতের সম্পদ আত্মসাৎ ও ঋণ-এই তিন বিষয় থেকে মুক্ত অবস্থায় মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে।
-সুনানে তিরমিজি: ১৫৭২

31/05/2025

জুলাই অভ্যুত্থানের 'পথশিশু'দের নিয়ে একটা গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেই গবেষণায় যা যা এসেছে:
* ছাত্রজনতার এই অভ্যুত্থানে শ'হীদ হয় ১৬৮ পথশিশু। মোট শহীদের ১২ শতাংশ।
* আহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি।
* চোখে আঘাতপ্রাপ্ত ৫০৬ জনের মধ্যে ৬০ জন শিশু। যারমধ্যে উভয় চোখ হারানো একজন ৯ বছরের পথশিশু।
* আন্দোলনের সময় কারওয়ান বাজারে ৪৩ পথশিশুকে আটকে রাখা হয়। তাদের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে।
* অভ্যুত্থানের সময় ঢাকার ৬২ শতাংশ পথশিশু আশ্রয়স্থল হারায়; ইউনিসেফ সীমান্ত এলাকায় অভিভাবকহীন শিশুদের সংখ্যা ২০০ শতাংশ বৃদ্ধি পাওয়ার তথ্য দেয় এবং এইচআরডাব্লিউ স্যাটেলাইট থেকে পাওয়া চিত্রে পুলিশি অভিযানের পরে অনেক আশ্রয়স্থল পরিত্যক্ত অবস্থায় দেখা গেছে।
* আন্দোলন চলাকালীন পথশিশুরা চরম সহিংসতা ও বিশৃঙ্খলার মুখোমুখি হয়। ৭২ শতাংশ শিশু সহিংসতার ফলে আক্রমণের শিকার হয়েছে, কেউ সরাসরি আঘাত পেয়েছে, আবার কেউ নির্মম দৃশ্য প্রত্যক্ষ করেছে। প্রায় অর্ধেক, অর্থাৎ ৪৮ শতাংশ পথশিশু সরাসরি আহত হয়েছে; যার মধ্যে মাথায় আঘাত, ছররা গুলির আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা ঘটেছে; ১৩ শতাংশ শিশুর গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে। অতিরিক্ত ২৬ শতাংশ শিশু শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত না হলেও, বন্ধু বা পরিচিতদের মারধর ও আটক হতে দেখেছে।
* ৫৬ শতাংশ পথশিশু সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করে। ৩৪ শতাংশ ব্যক্তি উদ্যোগে বা সংহতি থেকে অংশগ্রহণ করে।
* কারফিউ-এর কারণে ৫৪ শতাংশ শিশু খাদ্য, পানি বা আশ্রয়ের জন্য সংগ্রাম করেছে এবং ৬০ শতাংশ শিশুর আয় ব্যবস্থাও ব্যাহত হয়েছে। এইসব কষ্টের মধ্যেও কেউ কেউ বন্ধু, পরিচিত ব্যক্তিবর্গ ও কমিউনিটির সহায়তায় কিছুটা সামলে উঠতে পেরেছে। তবে মানসিক ক্ষতি ছিল গভীর। ৬১ শতাংশ শিশু মানসিক আঘাত, ভয় ও আতঙ্কের কথা জানিয়েছে; প্রায় অর্ধেক শিশুই দুঃস্বপ্ন বা মানসিকভাবে ভেঙে পড়ার অভিজ্ঞতা ভাগ করেছে এবং ৭৫ শতাংশ এর বেশি শিশু এখনও চাপ, দুঃখ ও উদ্বেগ নিয়ে বেঁচে আছে। প্রত্যক্ষ ও পরোক্ষ সহিংসতা থেকে সৃষ্ট ট্রমা ছিল ব্যাপক।
* এই পথশিশুরা ৫ই আগস্টের পর ৩৩ শতাংশ ভিক্ষাবৃত্তি, ২৩ শতাংশ আবর্জনা বা বোতল কুড়িয়ে জীবন চালায় এবং অনেকে রেলস্টেশন কিংবা রাস্তার পাশে ঘুমায়।
একমাত্রা সোসাইটি ও লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) এ গবেষণা পরিচালনা করে।
তথ্যসূত্র: সমকাল

আজ আমি একটা বিবাহ পড়ালাম, যেটা হয়তো এই যুগে কল্পনা করাও কঠিন।আমি নিজ হাতে এক বাবার মেয়ের বিয়ে পড়িয়ে দিলাম—দেনমোহর ...
07/05/2025

আজ আমি একটা বিবাহ পড়ালাম, যেটা হয়তো এই যুগে কল্পনা করাও কঠিন।
আমি নিজ হাতে এক বাবার মেয়ের বিয়ে পড়িয়ে দিলাম—দেনমোহর ছিল মাত্র ৫ হাজার টাকা।

হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন।
এই বাবা প্রমাণ করলেন, বিয়ে মানে লাখ টাকার দেনমোহর, সোনা-গয়না বা হোটেল সাজিয়ে শো-অফ না।
বিয়ে মানে হলো দায়িত্ব, সম্মান আর সহজ-সরল একটি বন্ধন গড়ে তোলা—যেখানে ধর্ম, বিশ্বাস আর পরস্পরের সম্মতি মুখ্য।

এই সমাজে যখন বিয়েকে এক বিলাসবহুল আয়োজন বানিয়ে ফেলা হয়েছে,
তখন এই বাবা দেখিয়ে দিলেন কীভাবে ইসলামের আদর্শে, সহজভাবে একটা ঘর শুরু করা যায়।

সালাম সেই বাবাকে, যিনি সমাজের চোখ নয়—আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিলেন।
আসুন, আমরা এরকম সহজ আর হালাল পথকে উৎসাহিত করি।
#কপি #পোসট

কই আপনারা...?যাদের থেকে হিমো-গ্লো-বিন জানতে চাইলে রেগে যান....পারবেন কি...?এই ব্লা-ড গুলো যাদের শরীর থেকে নেওয়া হয়েছে তা...
05/05/2025

কই আপনারা...?
যাদের থেকে হিমো-গ্লো-বিন জানতে চাইলে রেগে যান....

পারবেন কি...?
এই ব্লা-ড গুলো যাদের শরীর থেকে নেওয়া হয়েছে তাদের শরীরে ফেরত দিতে?

হিমো-গ্লোবিন না জানালে কোন সিজার ও অপারেশন এর রোগীর জন্য ব্লা-ড ডোনার নিয়ে যাওয়া হবে নাহ। তার কারণেই ব্লা-ড গুলো দেখলে একজন স্বেচ্ছাসেবীর কলিজার ভিতর কেমন লাগে তা আপনারা বুঝতে পারেন না।

ভাই অনেক ক-ষ্ট করতে হয় আমাদের এই ব্লাড গুলা মেনেজ করতে। কোনো এক ভাই বা বোনের দেওয়া ব্লা-ড এইভাবে কেনো আপনারা ন-ষ্ট করছেন একটু কি বুক কা-পে না, ভাই?..
শ্রীপুর ব্লাড ব্যাংক.

কি ফুল ভালোবাসার প্রতীক..?🖤🥀🌼
29/04/2025

কি ফুল ভালোবাসার প্রতীক..?🖤🥀🌼

19/04/2025

I got 10 reactions and comments on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when EMON HASAN 3.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share