
26/07/2025
জীবন যেমনই হোক,আমি জানি আমার থাকার দরকার আছে। ভালো-মন্দ, সুখ-দুঃখ সব কিছুতেই আমি থাকতে চাই তোমার পাশে।
চুপচাপ, নিঃশব্দে—কিন্তু মন থেকে, খুব আপন হয়ে।
কারণ তুমি শুধু আমার প্রিয় মানুষ না, তুমি আমার ঘর। এই বসে থাকা, এই কাঁধে মাথা রাখা—এটাই আমার শান্তি।
চাই না বেশি কিছু, শুধু সারাজীবন এভাবেই পাশে থাকতে চাই।