KOEL & KINK

KOEL & KINK সকল ধরনের পোষা প্রাণী ভালোবাসি।কোয়েল পাখি সহ সকল প্রকার পশু পাখি লালন -পালন ও চিকিৎসা সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে ফলো এবং লাইক করে পাশে থাকুন।

বেগুন চাষের বিস্তারিত নির্দেশিকা:১. মাটি ও পরিবেশ:বেগুন চাষের জন্য উর্বর, জৈব পদার্থ সমৃদ্ধ দোঁআশ বা বেলে দোঁআশ মাটি সবচ...
27/04/2025

বেগুন চাষের বিস্তারিত নির্দেশিকা:
১. মাটি ও পরিবেশ:

বেগুন চাষের জন্য উর্বর, জৈব পদার্থ সমৃদ্ধ দোঁআশ বা বেলে দোঁআশ মাটি সবচেয়ে ভালো।

মাটির pH মান ৫.৫ - ৭.০ এর মধ্যে হওয়া উচিত।

প্রচুর রোদ এবং উষ্ণ পরিবেশ বেগুন চাষের জন্য আদর্শ। তাপমাত্রা ২৫-৩০ ডিগ্রি সেলসিয়াস উপযুক্ত।

২. জাত নির্বাচন:

স্থানীয় চাহিদা ও আবহাওয়া অনুযায়ী জাত বাছাই করা দরকার। কিছু জনপ্রিয় জাত হলো — কনকিনী, নয়নতারা, সোনালী, কৃষ্ণা, ব্রি বেগুন-৪ ইত্যাদি।

৩. বীজ বপন:

বেগুন সাধারণত চারা করে লাগানো হয়।

প্রথমে নার্সারিতে বীজ বপন করতে হবে।

২৫-৩০ দিনের চারা জমিতে রোপণ করা হয়।

৪. জমি প্রস্তুতি:

২-৩ বার চাষ ও মই দিয়ে জমি ভালোভাবে ভেঙে নরম করে নিতে হবে।

পর্যাপ্ত জৈব সার (কম্পোস্ট/গোবর) মাটিতে মেশাতে হবে।

বেড তৈরি করে নির্দিষ্ট দূরত্বে গাছ লাগাতে হয় (সাধারণত ৬০ সেমি × ৭৫ সেমি দূরত্বে)।

৫. সার ব্যবস্থাপনা:

গোবর সার: ১৫-২০ টন/হেক্টর।

ইউরিয়া, টিএসপি, এমওপি যথাযথ পরিমাণে প্রয়োগ করতে হয় (মাটির পরীক্ষার ভিত্তিতে)।

প্রয়োজনে টপড্রেসিং (উপরি সার প্রয়োগ) করা হয়।

৬. সেচ ও নিষ্কাশন:

নিয়মিত সেচ দিতে হবে বিশেষ করে শুষ্ক মৌসুমে।

অতিরিক্ত জল যাতে জমে না থাকে, সেই ব্যবস্থাও রাখতে হবে।

৭. রোগ ও পোকা দমন:

ঢলে পড়া রোগ, লিফ স্পট, ফল ছিদ্রকারী পোকা ইত্যাদির আক্রমণ হতে পারে।

জৈব কীটনাশক বা IPM (Integrated Pest Management) পদ্ধতি অনুসরণ করা ভালো।

নিয়মিত গাছ পরিদর্শন করে প্রয়োজন মতো ব্যবস্থা নিতে হবে।

৮. ফল সংগ্রহ:

ফুল ফোটার ১৫-২০ দিনের মধ্যে ফল সংগ্রহ উপযোগী হয়।

ফল মাঝারি আকারের হওয়া মাত্রই সংগ্রহ করা উচিত, নাহলে বেগুন শক্ত হয়ে যায়।

৯. উৎপাদন:

জাতভেদে একর প্রতি ১০-১৫ টন পর্যন্ত উৎপাদন হতে পারে।

কাপাসিয়া, গাজীপুরের মধ্যে কারো বীজ ডিম অথবা খাওয়ার ডিম লাগলে যোগাযোগ করতে পারেন।
11/03/2025

কাপাসিয়া, গাজীপুরের মধ্যে কারো বীজ ডিম অথবা খাওয়ার ডিম লাগলে যোগাযোগ করতে পারেন।

❤️❤️মাশাআল্লাহ❤️❤️🐦🐦🐦🪺🪺🪺🪺
04/01/2025

❤️❤️মাশাআল্লাহ❤️❤️🐦🐦🐦🪺🪺🪺🪺

30/12/2024

আসুন পারিবারিক পুষ্টির চাহিদা মিটাতে ছোট আকারের খামার করি।
এতে করে মনও ভালো থাকবে।

কৃমির কোর্স করার পর পাখিকে🐦🐦 এই লিভার টনিক দিন।পাখি🐦🐦 ভালো থাকবে❤️❤️
26/12/2024

কৃমির কোর্স করার পর পাখিকে🐦🐦 এই লিভার টনিক দিন।পাখি🐦🐦 ভালো থাকবে❤️❤️

কোয়েল পাখিকে দুই মাস পরপর কৃমির কোর্স করান। এতে পাখি সুস্থ থাকবে এবং দীর্ঘদিন পর্যন্ত ডিম দিবে ইনশাআল্লাহ।
25/12/2024

কোয়েল পাখিকে দুই মাস পরপর কৃমির কোর্স করান। এতে পাখি সুস্থ থাকবে এবং দীর্ঘদিন পর্যন্ত ডিম দিবে ইনশাআল্লাহ।

ছোট্ট পাখির 🐦🐦🐦বিশাল ডিম🪺🪺🪺
24/12/2024

ছোট্ট পাখির 🐦🐦🐦বিশাল ডিম🪺🪺🪺

যাদের পাখি ঠোকাঠুকি করে তারা পাখিকে ক্যালসিয়াম খাওয়ান।তাছাড়া ডিম পাড়া পাখিকে ১৫ দিন পরপর ক্যালসিয়াম দিন।
23/12/2024

যাদের পাখি ঠোকাঠুকি করে তারা পাখিকে ক্যালসিয়াম খাওয়ান।তাছাড়া ডিম পাড়া পাখিকে ১৫ দিন পরপর ক্যালসিয়াম দিন।

❤️❤️❤️আলহামদুলিল্লাহ ❤️❤️❤️আজকের সংগ্রহ  🐦🐦🐦🪺🪺🪺
22/12/2024

❤️❤️❤️আলহামদুলিল্লাহ ❤️❤️❤️
আজকের সংগ্রহ 🐦🐦🐦🪺🪺🪺

Address

Fulbaria
Gazipur
1730

Website

Alerts

Be the first to know and let us send you an email when KOEL & KINK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share