Love is nothing just felling

Love is nothing just felling Love is blind

22/09/2024
তোমাকে ভালোবেসে মার খেয়ে মানসিক ভারসাম্য হারালাম, তোমাকে হারিয়ে পাগল হয়ে কত পথে -প্রান্তরে  ঘুরলাম।অতঃপর চোরের আখ্যা নিয়...
19/09/2024

তোমাকে ভালোবেসে মার খেয়ে মানসিক ভারসাম্য হারালাম,

তোমাকে হারিয়ে পাগল হয়ে কত পথে -প্রান্তরে ঘুরলাম।
অতঃপর চোরের আখ্যা নিয়ে আজ জীবনই দিয়ে দিলাম!!এই ভালোবাসার কী নাম দেবো বলো প্রিয় ??😪😪

ভাত খাওয়ানোরর সময় তোফাজ্জলকে জিজ্ঞেস করা হয়, খাবার কেমন হয়েছে? তোফাজ্জল মাথা নেড়ে বলেন, ভালো।💔
19/09/2024

ভাত খাওয়ানোরর সময় তোফাজ্জলকে জিজ্ঞেস করা হয়, খাবার কেমন হয়েছে? তোফাজ্জল মাথা নেড়ে বলেন, ভালো।💔

যদি দেখার ইচ্ছে হয়🫠 তোমার নিঠুর মনে লয় 😇 তেঁতুল গাছের নিচে আইসো রাত ১২টার সময় 🙂
03/09/2024

যদি দেখার ইচ্ছে হয়🫠 তোমার নিঠুর মনে লয় 😇 তেঁতুল গাছের নিচে আইসো রাত ১২টার সময় 🙂

ডঃ মো ইউনুস স্যারঢাকা এয়ারপোর্টে ১। সকলের জন্য ফ্রি টেলিফোন ।২। সকলের জন্য ফ্রি ওয়াইফাই।৩। হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভি...
01/09/2024

ডঃ মো ইউনুস স্যার
ঢাকা এয়ারপোর্টে
১। সকলের জন্য ফ্রি টেলিফোন ।
২। সকলের জন্য ফ্রি ওয়াইফাই।
৩। হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস।
৪।দ্রুত ল্যাগেজ প্রদান।
৫। সকলের জন্য ভালো ব্যবহার।
৬। ল্যাগেজ ভাঙ্গলে বা কোনো কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।

আমি যখন ২০২২ সালে দুবাইতে বেড়াতে যাই দুবাই এয়ার পোর্টে এই সকল সুবিধা বিদ্যমান ছিল। অনেক creative । একই সাথে ডঃ মো ইউনুস স্যার এর সাথে দেখা হয় । দুবাই এয়ারপোর্টে পেসেঞ্জাররা যেখানে হেঁটে যায় সেখানে ডঃ মো ইউনুস স্যারকে এয়ার পোর্টে ভিতরে কর্তৃপক্ষ ইলেকট্রনিক গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল। উনার জন্য একট্রা ব্যাবস্থা। তখন থেকেই উনাকে বিশ্ব অতিরিক্ত সম্মান করেছে। কিন্তু তত্কালীন বাংলাদেশ কর্তৃপক্ষ যথাযথ সম্মান করে নাই।

ঢাকা এয়ার পোর্টের যাত্রীদের জন্য শুভকামনা।

কতটা অমানবিক হইলে একটা মানুষ এই রকম ভয়াবহ বন্যায়-না একটা শব্দ উচ্চারণ, না ফটোশুট, না টিস্যু দিয়ে নাক মুছা , না শোডাউন, ন...
25/08/2024

কতটা অমানবিক হইলে একটা মানুষ এই রকম ভয়াবহ বন্যায়-
না একটা শব্দ উচ্চারণ, না ফটোশুট, না টিস্যু দিয়ে নাক মুছা , না শোডাউন, না বন্যা কবলিত এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করে নিজের ফোনে ভিডিও ধারন এবং তার অনুসারীরা মানবতার মা দেখে আসছে বন্যা কবলিত এলাকা।
হুট করে এসে বললেন তোমাদের জন্য ১'হাজার কোটি টাকা ফান্ড ব্যবস্থা করলাম।
আজব!!
😒 কেমনডা লাগে, এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম???🥰🥰🥰

I've just reached 600 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
23/08/2024

I've just reached 600 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

22/08/2024

ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় নিম্নোক্ত অপারেটরগুলো কিছু ফ্রি মিনিট-ইন্টারনেট ঘোষণা দিয়েছে,,

📱রবি/এয়ারটেল-২০ মিনিট ও ২৫০ এমবি পেতে
ডায়াল: *২১২*১ #

📱বাংলালিংক-১০ মিনিট ও ৫০০ এমবি পেতে
ডায়াল: *১২১*৯০০*৩ #...(ফেনী,নোয়াখালী ও কুমিল্লা শুধু)

📱গ্রামীনফোন-১০ মিনিট ও ৫০০ এমবি পেতে
ডায়াল: *১২১*৫০৫০ #

📺সূত্র: যমুনা টিভি

যারা বলে ভারত বাংলাদেশ ভাই ভাই; তাদের জন্মের ঠিক নাই...!
22/08/2024

যারা বলে ভারত বাংলাদেশ ভাই ভাই;
তাদের জন্মের ঠিক নাই...!

- পুরনো ক্যালেন্ডারের মতো অহেতুক ঝুলে আছি পৃথিবীর দেয়ালে।🦋💔
17/08/2024

- পুরনো ক্যালেন্ডারের মতো অহেতুক ঝুলে আছি পৃথিবীর দেয়ালে।🦋💔

এই কাজটা কি তার জন্য বাধ্যতামূলক ছিল? আসলে বাঙালি একটা আবেগি জাতি
12/08/2024

এই কাজটা কি তার জন্য বাধ্যতামূলক ছিল?
আসলে বাঙালি একটা আবেগি জাতি

07/08/2024

বলছি পারমাণবিক কেন্দ্রটা ভাঙার আগে একটু পড়াশোনা করে যাস বাবা।
দুম করে আবার এক কেজি ইউরেনিয়াম তুলে বাড়ি আনিস না।
🥹

07/08/2024

বলছি পারমাণবিক কেন্দ্রটা ভাঙার আগে একটু পড়াশোনা করে যাস বাবা।
দুম করে আবার এক কেজি ইউরেনিয়াম তুলে বাড়ি আনিস না।

18/07/2024

ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার যদি সাহস না থাকে তাহলে সে কুলাংগার

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Love is nothing just felling posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share