31/10/2025
অফিসের একটা অতি জরুরী কাজে আদাবর যেতে হলো কিছুদিন আগে।
(যার কাজ উনি অসুস্থ তাই)
বেশি তাড়াহুড়ো থাকায় পাঠাও থেকে বাইক ভাড়া করা হলো, যথারীতি বাইক আসলো।
বাইকের ব্যাকসিটটা উঁচু, প্যান্ট একটু টাইট হওয়ায় ঠিকঠাক বসতে পারতেছি না। বাইকার ভাই বাইক থামিয়ে পেছনে ফিরে বললেন, আমাকে শক্ত করে ধরে বসেন....
আমি বললাম, সরি ভাই, আমি প্রেমিকা ছাড়া কাউকে শক্ত করে ধরি না!
বাইকার কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘনিশ্বাস ফেলে বললেন, আমিও!
এরপর আর কথা না বাড়িয়ে গন্তব্যের উদ্দেশ্যে।
ছেলে হয়ে আরেকটা ছেলেকে শক্ত করে ধরার মতো ন্যাক্কারজনক ঘটনা আর নাই!!