ঝড়া পাতা

ঝড়া পাতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকল বিনেদোন মূলক পোস্ট গুলো পেতে পেইজটি লাইক এণ্ড ফলো দিতে পাশে থাইকেন.

দীর্ঘ জীবনমানে কেবল আয়ুর দৈর্ঘ্য নয়,বরং শোক, ক্ষতি আর স্মৃতির এক দীর্ঘ সফর।জীবনের পথে যতদূর এগোই, তত বেশি আপনজনদের ফেল...
15/07/2025

দীর্ঘ জীবন
মানে কেবল আয়ুর দৈর্ঘ্য নয়,
বরং শোক, ক্ষতি আর স্মৃতির এক দীর্ঘ সফর।
জীবনের পথে যতদূর এগোই, তত বেশি আপনজনদের ফেলে আসি পিছনে।
একদিন যাদের সাথে হেসে কেঁদেছি,
যাদের স্পর্শে জীবনের মানে খুঁজে পেয়েছিলাম—
তারা একে একে চলে যায় অন্য কোথাও,
অথচ স্মৃতির ভেতর তারা রয়ে যায় অমলিন।

প্রতিটি জন্মদিন নতুন আলো নয়,
কখনো কখনো তা কেবল আরও একধাপ কাছাকাছি নিয়ে যায় শেষ বিদায়ের।
আর দীর্ঘতর জীবনের মানে দাঁড়ায়—
আরও শূন্যতা, আরও 'হয়ে যাওয়া'র গল্প,
আরও কবরের পাশে দাঁড়িয়ে না বলা কিছু কথা।

তবু জীবন চলে।
চোখের কোণে অশ্রু লুকিয়ে রেখে
আমরা বেঁচে থাকি, হেঁটে যাই, হাসার ভান করি।
কারণ শোকের সঙ্গেই যে জীবনকে ভালোবাসতে শেখা যায়।
আর এটাই দীর্ঘ জীবনের নির্মম, কিন্তু গভীরতম শিক্ষা।

আপনারা কম খরচে ঘুরাঘুরি করতে চান তাদের জন্যে ভালো একটা এজেন্সি। চাইলে যোগাযোগ করতে পারেন.... 👇
15/07/2025

আপনারা কম খরচে ঘুরাঘুরি করতে চান তাদের জন্যে ভালো একটা এজেন্সি। চাইলে যোগাযোগ করতে পারেন.... 👇

টাঙ্গুয়ার হাওর (রিলেক্স) ভ্রমণ মাত্র ২,৫৯৯/- টাকায় (২রাত ১দিন)

🗣️কোন প্রকার হিডেন চার্জ নেই.....(অর্থাত কোন চার্জ লাগবে না।সমস্ত কিছু আমরা বহন করব)

✅১৪ তারিখ রোজ (সোমবার) রাতে ঢাকা এবং গাজীপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করব ইনশাল্লাহ।
আমরা যাব ট্রেনে,কারন ট্রেনের জার্নি আরাম দায়ক এবং নিরাপদ বাসের থেকে🤙

যা যা থাকছে আমাদের ইভেন্টে:
১) গাজীপুর এবং ঢাকা থেকে যাওয়া এবং আসার জন্য ট্রেনর টিকেট সেবা।টাংগুয়া হাওর পর্যন্ত যাওয়া আসার সম্পূর্ণ খরচ।
২) সকাল এবং দুপুরের খাবার।
৩) প্রিমিয়াম হাউজ বোট
৪) দক্ষ গাইড সেবা।

#যা_যা_থাকছে_নাঃ👇
🚫লোকাল ট্রান্সপোর্ট খরচ।

🤜ফুড মেন্যু:
সকাল: ভুনা খিচুরি এবং ডিম+(সালাদ)
দুপুর: সাদা ভাত,মুরগি,হাওরের মাছ+(সালাদ)
স্ন্যাকস:চা+বিস্কিট

--------------------------------------------------

যা যা আমরা দেখব:
⛰️ টাঙ্গুয়ার হাওর।
⛰️ ওয়াচ টাওয়ার।
⛰️ নীলাদ্রি লেক।
⛰️ জাদুকাটা নদী।
⛰️ শিমুল বাগান
⛰️ মেঘালয়ের সুবিশাল পাহাড়।

বিস্তারিত ট্যুর প্ল্যানঃ
# যাত্রার দিন ১৪ তারিখ (সোমবার) রাত ১০:১৫ ঘটিকায় ঢাকা রেলস্টেশন এবং ১১:০৫ ঘটিকায় গাজীপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করব ইনশাল্লাহ
বিদ্র:(ট্রেনের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে স্টেশনে থাকতে হবে)
# ১৫ তারিখ (মঙ্গলবার) খুব সকালে পৌছিয়ে আমরা গাড়ি থেকে নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে নিবো,এরপর আমরা আমাদের রিজার্ভ ট্রলারে করে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে যাবো এবং সেখানে গিয়ে নিজেদের মতো হাওরের পানিতে দাপাদাপি আনন্দ-ফুর্তি করবো,তারপর টেকেরঘাট গিয়ে দুপুরের খাবার খেয়ে নিবো,এরপর আমরা নীলাদ্রি লেকের অপরুপ সৌন্দর্য উপভোগ করবো।
সবশেষে আমরা আমাদের নির্ধারিত ট্রলারে ফিরে আসবো এবং শহরের উদ্দেশ্যে রওনা হবো,সেখান থেকে আমরা রাত ৮:০০ টার ট্রেনে আমাদের গন্তভ্যের উদ্দেশ্য রওনা করব
# সব কিছু ঠিক থাকলে আনুমানিক ২:০০ ঘটিকার মধ্যেই আমরা ঢাকা থাকবো ইনশা-আল্লাহ!

বিশেষ দ্রষ্টব্য:

🚫মৌখিক বুকিং গ্রহণ যোগ্য নয়
✅ বুকিং মানি ১০০০ টাকা
✅ বুকিং মানি অফেরতযোগ্য
✅ যেকোন সিদ্ধান্ত কতৃপক্ষের নিকট সংরক্ষিত।

বিকাশ/নগদ- 01954504735

⭕ বুকিং করার শেষ তারিখ: সিট খালি থাকা সাপেক্ষে।

বিস্তারিত জানতে ও বুকিং করতে যোগাযোগ
( রায়হান,ইমরান )
☎️+8801942068116(What's app)
📞+8801989007179

🚩পরিশেষে সকলের প্রতি আহ্বান,
আমরা আমাদের দেশটাকে গুরব এবং পরিস্কার রাখার চেষ্টা করব।যেখানে সেখানে ময়লা ফেলব না।

"অল্প টাকায় গুরব বেশ"
"দেখবো ঘুরে বাংলাদেশ"

Explore To 64 এর সাথে আপনার ভ্রমণ হোক নিরাপদ ও আনন্দদায়ক।

কিসের টেনশন.?  যার রব আছে            তার সব আছে.!
06/07/2025

কিসের টেনশন.? যার রব আছে
তার সব আছে.!

আজ অনুভূতিরাও বড্ড ক্লান্ত , প্রকাশ করতেকরতে মন- মস্তিষ্ক দুইটাই নীরব হয়ে গেছে! ❤️‍🩹
01/07/2025

আজ অনুভূতিরাও বড্ড ক্লান্ত , প্রকাশ করতে
করতে মন- মস্তিষ্ক দুইটাই নীরব হয়ে গেছে! ❤️‍🩹

23/06/2025

জীবনের প্রথমবারের মতো ভালোবাসা কি
সেটা অনুভব করেছিলাম....❤️

22/06/2025

তোমাকে না সত্যি সত্যি ভালো লাগছিল।
বিয়ে করার স্বপ্ন সত্যি দেখছিলাম...❤️‍🩹🥀

21/06/2025

তোমার সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে রাত হয়ে যাবে...❤️😍

কিছু মিথ্যা এতোটাই সুন্দর হয় যে, মানুষ তাতেই ডুবে থাকতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সত্যের আলোয় সব মিথ্যা প্রকাশ পায়.!😊🥀...
20/06/2025

কিছু মিথ্যা এতোটাই সুন্দর হয় যে, মানুষ তাতেই ডুবে থাকতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সত্যের আলোয় সব মিথ্যা প্রকাশ পায়.!😊🥀😔

সবাইকে নিজের মতো ভাবা বোকামী!মানুষকে বুঝতে হয়, তারপর বিশ্বাস করতে হয়!
20/06/2025

সবাইকে নিজের মতো ভাবা বোকামী!
মানুষকে বুঝতে হয়, তারপর বিশ্বাস করতে হয়!

20/06/2025

বাস্তার কাছে ভালোবাসা হেরে যায়..!💔🥀🥺

19/06/2025

আমাদের বিচ্ছেদে ঘৃণা থাকবে না...❤️‍🩹🥀🥺

মোবাইলের গ্যালারি থেকে কিছু মুহূর্ত ডিলিট করছিলাম,ফোনও বার বার জিগ্গেস করছিল,are you sure?একটা মেশিনও তারstorage-এ থাকা ...
17/06/2025

মোবাইলের গ্যালারি থেকে কিছু মুহূর্ত ডিলিট করছিলাম,ফোনও বার বার জিগ্গেস করছিল,are you sure?একটা মেশিনও তারstorage-এ থাকা imageএর সাথে সম্পর্ক শেষ করার আগে confirmationচাইছে!
আর আমরা মানুষগুলো,কোন সম্পর্ক শেষ করার আগে confirmationতো দূরের কথাinformationদেওয়ার
সৌজন্য দেখাতে পারি না!

Address

Kapasiya
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when ঝড়া পাতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঝড়া পাতা:

Share

Category