Bheramara News24

Bheramara News24 Bheramaranews24.com is news channel for the people's by the people's, it's all there own responsibility of publicity of news in this page,

ট্রান্সজেন্ডার নাকি থার্ডজেন্ডার আমারা কি ভালো করে সবাই দেখেছি? নাকি না দেখেই হুজুকে কাদা গোলা করছি। থার্ডজেন্ডার আল্লাহ...
25/01/2024

ট্রান্সজেন্ডার নাকি থার্ডজেন্ডার আমারা কি ভালো করে সবাই দেখেছি? নাকি না দেখেই হুজুকে কাদা গোলা করছি। থার্ডজেন্ডার আল্লাহর সৃষ্টি, ওনারা সমাজের অংশ। শুরু থেকে বিষয়টা আমরা বুঝতে পারিনি বলেই আমরা এখনো হিজড়া দেখলে ভয় পাই আমাদের সন্তানেরাও ভয় পায়।

আমাদের বিরূপ আচরণের কারণে থার্ড জেন্ডার (হিজড়া জনগোষ্ঠীর) সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্ন জগতের বসবাস করে।

আমাদের এলাকায় আমরা নিজ চোখে দেখছি কিছু হিজড়া মানবেতর জীবন। বাবা মা ভাই বোন গাড়ি বাড়ি সবই আছে কিন্তু ওদের জায়গা হয় না।

হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে যাতে বিরূপ আচরণ না করা হয়, সে বিষয়ে আমাদের সকলের সচেতন হওয়া উচিত। এবং আমি যতটুকু দেখেছি-পাঠ্যবইে ঠিক ততটুকুই দেওয়া আছে।

আমার কাছে মনে হয়েছে একদল মানুষ ধর্ম ও সমকামিতা এই দুটো বিষয জোর করে ঢুকিয়ে দিয়ে শুধু শুধু ধর্মপ্রাণ মানুষদের কে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছেন। আপনারা যারা সচেতন আশা করি ব্যাপারটাকে দেখে করে তারপর কথা বলবেন।

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Bheramara News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bheramara News24:

Share