12/03/2025
১২ তম রোজার দোয়া....
★
আল্লাহুম্মা যাইয়্যিননি ফিহি বিসসিতরি ওয়াল আ’ফাফি; ওয়াসতুরনি ফিহি বিলিবাসিল কুনুয়ি’ ওয়াল কাফাফি; ওয়াহমিলনি ফিহি আ’লাল আ’দলি ওয়াল আংসাফ; ওয়া আমিননি ফিহি মিন কুল্লি মা আখাফ; বিআ’সমাতিকা ইয়া ই’সমাতাল খা-ইফিন।
অর্থ: হে আল্লাহ! এদিনে আমাকে আত্মিক পবিত্রতার অলঙ্কারে ভূষিত করো। অল্পে তুষ্টি ও পরিতৃপ্তির পোশাকে আবৃত্ত করো। ন্যায় ও ইনসাফে আমাকে সুসজ্জিত করো। তোমার পবিত্রতার উসিলায় আমাকে ভীতিকর সবকিছু থেকে নিরাপদে রাখো। হে খোদা ভীরুদের রক্ষাকারী।