Justice for Truth & Peace

Justice for Truth & Peace শান্তির বার্তাকে কেন্দ্র করে, ন্যায়কে সর্বোচ্চ মুল্যবোধ হিসেবে ধরে রেখে, সকল ধর্ম ও মানবজাতিকে সম্মান জানায় - Justice for Truth & Peace
(6)

We create short videos that speak your heart. From bold attitude clips to heart-touching emotional status, our content is perfect for expressing your mood.

🎯 What We Upload:
– Attitude Status Videos
– Bangla Emotional Shorts
– Shayari & Bengali Quotes
– Trending Caption Reels
– Sad & Love Status Shorts

Perfect for sharing on WhatsApp, Facebook, Instagram Reels & TikTok. Language: Bangla (with a touch of English)
New shorts & reels uploaded daily. Subscribe and stay updated!

29/08/2025

নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করি না 🥱

"Take a risk to be a rich"
24/08/2025

"Take a risk to be a rich"

27/07/2025

২০১৩ সালের ৫ মে হাসিনা বলেছিল: ওরা গায়ে রং মেখে শুয়েছিল
মিডিয়া ব্ল্যাকআউট ছিল উদ্দেশ্যপ্রণোদিত — যাতে কেউ দেখতে না পায় আসলে কী ঘটছে
#৫মে #শাপলাচত্বর #ব্ল্যাকআউট

ওয়াশিংটন না ঢাকা?তেরা মেরা রিশতা কিয়া, লা ই*লাহা ইল্লা*ল্লাহ্.. জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসের বিরুদ্ধে বিক্ষোভ সমা...
25/07/2025

ওয়াশিংটন না ঢাকা?
তেরা মেরা রিশতা কিয়া, লা ই*লাহা ইল্লা*ল্লাহ্..

জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চলছে শাপলা চত্ত্বরে।

ইন্তিফাদা বাংলাদেশ।

কথা সংগৃহীত

23/07/2025
✅উপকারিতা:> মানুষ খুন করতে ভয় পায়> নিহতের পরিবার ন্যায়বিচার পায়> সমাজে ভয়-ভীতি কমে যায়> শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়
22/07/2025

✅উপকারিতা:
> মানুষ খুন করতে ভয় পায়

> নিহতের পরিবার ন্যায়বিচার পায়

> সমাজে ভয়-ভীতি কমে যায়

> শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়

> ইসলামি রাষ্ট্রে সুদের জায়গায় দান ও যাকাত চালু থাকে।> গরিবদের হক আদায় করা হয়।> ধনী-গরিবের মধ্যে পার্থক্য কমে আসে এবং সম...
22/07/2025

> ইসলামি রাষ্ট্রে সুদের জায়গায় দান ও যাকাত চালু থাকে।

> গরিবদের হক আদায় করা হয়।

> ধনী-গরিবের মধ্যে পার্থক্য কমে আসে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়।

#ও #এবং #করা

🔴 শরিয়াহ আইন চালু হলে > ইসলামি রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকতে পারবে > তাদের ধর্ম পালনের অধিকার থাকবে> রাষ্ট্র ত...
22/07/2025

🔴 শরিয়াহ আইন চালু হলে
> ইসলামি রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকতে পারবে
> তাদের ধর্ম পালনের অধিকার থাকবে
> রাষ্ট্র তাদের নিরাপত্তা দেবে

22/07/2025

সড়কে উল্টে গেল মাইলস্টোন কলেজ শিক্ষার্থীর মরদেহবাহী ফ্রিজিং ভ্যান!

12/07/2025

বুধবার রাস্তায় প্রকাশ্যে এক ব্যক্তিকে ইট-পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়, মসজিদের ইমামকে কুপিয়ে দেওয়া হয়, আর একটি শিশুকে ধর্ষণ করা হয়।
এসব ঘটনা আলাদা কোনো দুর্ঘটনা নয়—এগুলো একটি ভয়াবহ পরিকল্পিত অন্ধকারের ইঙ্গিত দেয়।

আমাদের রাষ্ট্রে এখন রাজনৈতিক গোলযোগ চলছে। কেউ যেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে দিচ্ছে—একটি দলের ভাবমূর্তি নষ্ট করে আরেকটি পক্ষ যেন ফায়দা লুটতে চায়।
( যেমন জঙ্গলে খাবার নিয়ে বাঘ ও সিংহের লড়াই চলছে হুট করে যেন শিয়াল মামায় খাবার নিয়ে গিয়ে খেয়ে ফেললো। আর সিংহ আর বাঘ লড়াই করতে করতে মারা গেলো )

মানুষ খুন হচ্ছে, ধর্ষিত হচ্ছে, মসজিদের ইমাম পর্যন্ত হামলার শিকার হচ্ছেন— অনেকেই এসব উসকে দিচ্ছে, যেন সহিংসতা ছড়িয়ে দিয়ে পুরো দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়া যায়।

👉 পুলিশ, প্রশাসন, আদালত—সবাই যেন নীরব। অনেক মিডিয়া সত্য আড়াল করে, অনেকে পক্ষপাতমূলক প্রচার চালায়।

এভাবে চলতে থাকলে এই সোনার বাংলা সত্যিই অচিরেই ছাই হয়ে যাবে।

আমরা হয়তো এখনো সব হত্যাকাণ্ড বা সহিংসতার পেছনের প্রকৃত সত্য জানি না।
কিন্তু এটুকু পরিষ্কার—এই দেশকে বাঁচাতে হলে রাষ্ট্রের সব স্তরকে সৎভাবে কাজ করতে হবে।
প্রশাসন, পুলিশ ও বিচারব্যবস্থাকে এখনই নিরপেক্ষতা ও ন্যায়ের পথে ফিরতে হবে।

আমাদের সচেতন হতে হবে

⛔ আমরা অতীতেও দেখেছি— প্রশাসন,
পুলিশ, আদালত টাকার কাছে নতি স্বীকার করেছে।
তারা দলীয় স্বার্থ বা ঘুষের বিনিময়ে সত্যকে চাপা দিয়েছে।
এই ভয়ংকর অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।
রাষ্ট্র যদি বারবার জনগণের আস্থা হারায়, তবে জনগণ একদিন তার জবাব দেবে।
সুতরাং এখনি সচেতন হওয়া উচিৎ

বি: দ্র: আমি কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে একপাক্ষিকভাবে কিছু বলিনি। আমি শুধু বলতে চেয়েছি, এখনো আমাদের দেশের উচ্চমহলে কিছু অসৎ লোক রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করছে

07/04/2025

ফেরাউনকে যখন মূসা (আঃ) এর আগমন বার্তা দেয়া হয় তখন ভয়ে সে লাখ লাখ শিশু - বাচ্চাদের হ'ত্যা করেছিলো।কিন্তু আল্লাহ তার ঘরেই মূসা (আঃ) কে লালিত পালিত করেছিলেন। ফেরাউন ঠেকাতে পারেনি তার আগমনকে
হযরত ইসা (আঃ) এর সময়ও ততকালীন সম্রাটকে ইসা (আঃ) এর আগমন সম্পর্কে জানানো হয়েছিলো এবং সেও হাজার হাজার শিশু - বাচ্চা হ'ত্যা করেছিলো এরপরেও ইসা (আঃ) এর আগমন ঠেকাতে পারেনি!
ই'সরা'য়েলর নে'তানি'য়াহু একই কাজ করছে শিশু এবং বাচ্চাদের হ'ত্যা করে ইমাম মাহদির আগমন ঠেকাতে! কিন্তু এটা যে আল্লাহর পরিকল্পনা 🙂
ইতিহাস পূনঃত্থাপন হচ্ছে, নিজের ইমানকে শক্ত করুন। দাজ্জাল আগমনের জন্য তারা " Third Temple " তৈরি করবে এবং দাজ্জালের ৪০ দিন পৃথিবী শাষণের পরেই ইমাম মাহদির আগমন ঘটবে! এর আগে পর্যন্ত আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। সময় খুবই কম, আমি আবারও বলছি নিজের ইমানকে শক্ত করুন!
~ ইশতিয়াক আহমদ

Address

Kamarjury Road
Gazipur
1704

Website

Alerts

Be the first to know and let us send you an email when Justice for Truth & Peace posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share