Sk Habib

Sk Habib “বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে,
আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে॥ I am SK.Habib this is my real Pege follow me and support me Thank you so much ❤️

Permanently closed.
20/02/2025

দীর্ঘ সময় সম্পর্কে থাকার পর বেটার অপশন পেয়ে মানুষ টাকে ছেড়ে দিচ্ছেন।
মানুষ টা আপনার জন্য কান্না করে বালিস ভেজাচ্ছে, আপনার শত শত অবহেলা পাওয়ার পরও পাগলা কুকুরের মতো আপনার পিছনে ছুটতেছে কি ভাবছেন মানুষটা খুব বোকা,, মানুষ টা বোকা নয় মানুষ টা বিশ্বাসী মানুষ টা আপনার আপনি টাতে আসক্ত ।
আর তাকে ঠকিয়ে নিজেকে কি ভাবতেছেন অনেক বড় চালাক আপনি।
একটা কথা মনে রাখবেন সব ভালোবাসায় কিন্তু ভালোবাসা থাকে না।

দেখবেন জীবনের কোনো এক পর্যায়ে বেটার মনে করে যার কাছে গেছেন তার কাছে মাথা গোঁজার ঠাঁই খুঁজে পাচ্ছেন না।
আপনি যেরকম করে ঐ মানুষ টাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে এই মানুষটির কাছে এসেছেন সেম একোই ভাবে এই মানুষটি আপনাকে ভেঙ্গে চুরমার করে দিবে।
না পারবেন সইতে না পারবেন কইতে ।
শুধু সময়ের অপেক্ষা পার্থক্য শুধু একটাই আজ আর কাল।

তুমি তো আমায় একদিনে ভাঙ্গোনি,রোজ একটু একটু করে যত্ন করে ভেঙ্গেছো।কি ভাবছো আমি খুব বোকা তাই না,এতো যত্ন করে অবহেলার পরও,...
02/12/2024

তুমি তো আমায় একদিনে ভাঙ্গোনি,
রোজ একটু একটু করে যত্ন করে ভেঙ্গেছো।
কি ভাবছো আমি খুব বোকা তাই না,
এতো যত্ন করে অবহেলার পরও,
মানুষটা ছূটছে তোমার পিছে একটু কথা বলার জন্য।
এটুকু বোকা তো ভাবতেই পারো,
তা না হলে কি নিজের আত্নসম্মান ইগো ভুলে,
পাগলের মতো ছুটতাম তোমার পিছে।
তবে এটা মানতেই হবে ,
তুমি নিখুঁত মাপের অনেক বড় জাত অভিনেতা।
তবে আফসোস ছলনাময়ী বা বেঈমানদের জন্য কোনো নোবেল পুরস্কার নেই।
যদি বেইমানির বা ছিলনা ময়ির জন্য যদি কোনো স্বর্নপদক বা নোবেল পুরস্কার থাকতো,
তবে বিশ্বাস করো সবার আগে তুমি পাইতা সেটা।।
আমি তোমার হয়ে সবার কাছে বলতাম তোমার নিখুঁত অভিনয়ের কথা।
দেখতা সবার আগে তুমি বেইমানির জন্য নোবেল পুরস্কার পাইতা ,আর ছলনা ময়ীর জন্য পাইতা স্বর্নপদক।
তুমি অনেক বড় মাপের অভিনেতা,
আর তুমি ভাবো আমি বড় বোকা।
_____Sk Habib_____

  থেকে বড় ছেলেকে বাসায় নিয়ে যাচ্ছি
26/09/2024

থেকে বড় ছেলেকে বাসায় নিয়ে যাচ্ছি

26/09/2024

আমি, কার সমালোচনা, করব,
যার দিকে তাকাই,
সেই আমার চেয়ে উত্তম

Address

Kaliakair
Gazipur
1750

Alerts

Be the first to know and let us send you an email when Sk Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sk Habib:

Share