25/06/2025
ওর নাম রাজু।
ছোটবেলা থেকেই সবকিছুতে পিছিয়ে ছিল,
বাবাকে হারিয়েছিল এক অকাল মৃত্যুতে।
মায়ের একটাই চাওয়া— রাজুকে ঠিকঠাক বড় করা।
কিন্তু সংসারের অভাবে পড়াশোনা বাঁচানো কঠিন ছিল।
রাজু বাড়ির ছোট ছোট কাজকর্ম করে পড়াশোনার টাকা জোগাত।
বই কিনত মায়ের হাতের বানানো মুড়ি বিক্রি করে।
বন্ধুরা খেলাধুলায় ব্যস্ত,
রাজু ব্যস্ত ছিল জীবনের সাথে লড়াইয়ে।
অনেক রাত জেগে পড়াশোনা করত,
অনেক দিন ভাত খাইত না,
শুধু একটা স্বপ্ন ছিল— মায়ের মুখে হাসি ফোটানো।
আজ রাজু কলেজে পড়ে,
তার চোখে মায়ের জন্য ভালোবাসা আর কৃতজ্ঞতা মিশে আছে।
সে বলে—
“মা আমার জীবনের সবচেয়ে বড় জয়,
তার জন্য যতই হোক সংগ্রাম, আমি হারবো না।”
“একটা ছেলের চোখের আর্দ্রতা তার মায়ের হাসির সুর।”