Jahin's Special

Jahin's Special We Never Compromise The Quality Of Our Product.

12/07/2025

জানেন কি? আঙ্গুর গাছ শুধু ফলই দেয় না,
এর পাতাও ভীষণ উপকারী –
আর এই সৌন্দর্য? একেবারে চোখ জুড়ানো!

#আঙ্গুর
#আঙ্গুরগাছ
#ফলচাষ
#ছাদবাগান
#জৈবচাষ
#দেশীয়ফল
#সবুজজগত
#প্রাকৃতিকছোঁয়া
#নিজেরহাতে
#গ্রিনভাইবস

"আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন,আমাদের পরিবার ও ঈমানের হেফাজত করুন।"آمين يا رب العالمين(আমীন, হে জগতের পালনকর্তা)
11/07/2025

"আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন,
আমাদের পরিবার ও ঈমানের হেফাজত করুন।"

آمين يا رب العالمين
(আমীন, হে জগতের পালনকর্তা)

এক স্নিগ্ধ বর্ষার দুপুর। চারদিকে শুধু সবুজ আর শান্তি।বৃষ্টিভেজা প্রকৃতি, ভেজা পাতা আর মেঘলা আকাশ — এক কথায় অসাধারণ।চোখ জ...
09/07/2025

এক স্নিগ্ধ বর্ষার দুপুর। চারদিকে শুধু সবুজ আর শান্তি।
বৃষ্টিভেজা প্রকৃতি, ভেজা পাতা আর মেঘলা আকাশ — এক কথায় অসাধারণ।
চোখ জুড়ানো সবুজ আর মেঘলা দিনের শান্ত পরিবেশ।
প্রকৃতির বুকে এক টুকরো শান্তি।

A soft rainy afternoon. Only green and peace around.
Rainy nature, wet leaves and cloudy skies — in one word, awesome.
Eye-soothing green and the calm environment of a cloudy day.
A piece of peace in the heart of nature.

তরকারিতে ঘ্রাণ নাই, মুখে যেন মান নাই,তাবা লেবু পড়ল মুখে — স্বাদের উঠল তান ভাই!ভুনা, ইলিশ, ডিমের ঝোল —লেবুর ঘ্রাণেই জমে স...
07/07/2025

তরকারিতে ঘ্রাণ নাই, মুখে যেন মান নাই,
তাবা লেবু পড়ল মুখে — স্বাদের উঠল তান ভাই!

ভুনা, ইলিশ, ডিমের ঝোল —
লেবুর ঘ্রাণেই জমে সব গোল!
দেশি লেবু, রসে কম —
তবু ঝাঁজে আছে গ্রামের স্বাদ! 😍

#তাবা_লেবু

#দেশি_লেবু

#মায়ের_রান্না
#গ্রামের_ঘ্রাণ
#দেশি_রান্না


"এটা শুধু বার্গার না… এটা ভালোবাসা এক কামড়েই! 💛🍔মুখে দিলেই গলে যাবে স্বাদের ঝর্ণা — Jahin's Special Burger!Diet? কাল থেক...
05/07/2025

"এটা শুধু বার্গার না… এটা ভালোবাসা এক কামড়েই! 💛🍔
মুখে দিলেই গলে যাবে স্বাদের ঝর্ণা — Jahin's Special Burger!
Diet? কাল থেকে! আজ বরং একটু 'Craving Deserves The Best'!"

ওর নাম রাজু।ছোটবেলা থেকেই সবকিছুতে পিছিয়ে ছিল,বাবাকে হারিয়েছিল এক অকাল মৃত্যুতে।মায়ের একটাই চাওয়া— রাজুকে ঠিকঠাক বড় করা।...
25/06/2025

ওর নাম রাজু।
ছোটবেলা থেকেই সবকিছুতে পিছিয়ে ছিল,
বাবাকে হারিয়েছিল এক অকাল মৃত্যুতে।

মায়ের একটাই চাওয়া— রাজুকে ঠিকঠাক বড় করা।
কিন্তু সংসারের অভাবে পড়াশোনা বাঁচানো কঠিন ছিল।

রাজু বাড়ির ছোট ছোট কাজকর্ম করে পড়াশোনার টাকা জোগাত।
বই কিনত মায়ের হাতের বানানো মুড়ি বিক্রি করে।

বন্ধুরা খেলাধুলায় ব্যস্ত,
রাজু ব্যস্ত ছিল জীবনের সাথে লড়াইয়ে।

অনেক রাত জেগে পড়াশোনা করত,
অনেক দিন ভাত খাইত না,

শুধু একটা স্বপ্ন ছিল— মায়ের মুখে হাসি ফোটানো।
আজ রাজু কলেজে পড়ে,
তার চোখে মায়ের জন্য ভালোবাসা আর কৃতজ্ঞতা মিশে আছে।

সে বলে—

“মা আমার জীবনের সবচেয়ে বড় জয়,
তার জন্য যতই হোক সংগ্রাম, আমি হারবো না।”

“একটা ছেলের চোখের আর্দ্রতা তার মায়ের হাসির সুর।”

🌼🍄 ছোট্ট এক টুকরো রঙিন কল্পনা..."ইচ্ছেগুলোকে রঙ তুলিতে আঁকি,ছোট্ট একটা শিল্পখণ্ডে স্বপ্ন বসাই।এই মাশরুমটা শুধু শোপিস না—...
02/06/2025

🌼🍄 ছোট্ট এক টুকরো রঙিন কল্পনা...
"ইচ্ছেগুলোকে রঙ তুলিতে আঁকি,
ছোট্ট একটা শিল্পখণ্ডে স্বপ্ন বসাই।
এই মাশরুমটা শুধু শোপিস না—
এটা আমার ভালোবাসার রঙ!"

🖌️ হস্তনির্মিত, হাতে আঁকা ছোট্ট একটা মাশরুম—
যেটা বানাতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম রঙের দুনিয়ায়।

#রঙিনজগত

18/09/2024

চিকেন ফ্রাইড রাইসে রেসেপি😋😋😋 ゚viralシ

ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার। একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাড়াতেই এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু...
23/06/2024

ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার।
একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাড়াতেই
এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন। মালেক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন। বয়স্ক শ্রোতা বললেন, আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি, আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন? এবং ওয়াজ করার জন্য এখানে এলেন?

মালেক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। তারপর বললেন- ঠিক বলেছেন, আমিই সেই ব্যক্তি। শুনুন তাহলে আমার কাহিনী: এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানীকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে। বাসায় ঢুকলাম।ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে। আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম।

আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো, টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পরে ভেঙ্গে গেল। অবুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগল। ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলোনা আমার। পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম। বোতলটা টেবিলে রাখলাম। হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল। তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেল। বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পরলাম। স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে। এতো বড় সাপ আমি জীবনেও দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ আমাকে বলল, আমি খুব দূর্বল এবং ক্ষুধার্ত। এই সাপের সাথে আমি পারবনা। তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও। পাহাড়ে গিয়ে দেখি দাউদাউ আগুন জ্বলছে।আর পিছনে এগিয়ে আসছে সেই সাপ। বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর একটা বাগান। বাচ্চারা খেলছে। গেইটে দারোয়ান।

দারোয়ান বলল: বাচ্চারা দেখতো এই লোকটিকে? একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। তার মাঝে আমার মেয়েটাও আছে।
মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পর দিয়ে সাপটিকে দূরে ফেলে দিলো। অমনেই সাপ চলে গেল। আমি অবাক হয়ে বললাম: মা তুমি এতো ছোট! আর এতো বড় সাপ তোমায় ভয় পায়?
মেয়ে বলল: আমি জান্নাতি মেয়ে। জাহান্নামের সাপ আমায় ভয় পায়। বাবা! ঐ সাপকে তুমি চিনতে পেরেছো?
আমি বললাম: না মা। আমার মেয়ে বলল: বাবা! এতো তোমার নফস। নফসকে তুমি এতো বেশি খাবার দিয়েছ যে সে আজ এতো বড় এতো শক্তিশালী হয়েছে। সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তারিয়ে নিয়ে এসেছে।

মেয়েকে বললাম: পথে এক দূর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে?
মেয়ে বলল: তাকেও চিননি? সে তোমার রুহ। তাকে তো কোন দিনও খেতে দাওনি তুমি। সে না খেয়ে এতোই দূর্বল হয়ে পরেছে যে, কোন রকম বেচে আছে।

আমার ঘুম ভেঙ্গে গেল। সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি। চোখ বন্ধ করলেই সেই ভয়াল রুপটি দেখতে পাই আর দেখি রুহকে। আহা! কতো দূর্বল হাটতে পারেনা। ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দীনার।

তাই আসুন, নিজের নফসকে হেফাজত করি। নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম। মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তওফিক দান করুক।"" আমিন।

খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে গরুর গোস্ত
26/05/2024

খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে গরুর গোস্ত

01/04/2024
05/03/2024

সবাই ভাবছে ফেসবুক আইডি হেক হয়েছে😆কিন্তু জাহিনের বাবা ভাবছে,
আমি তার আইডির পাসওয়ার্ড চেঞ্জ করছি।🫣🫣

Address

Gazipura

Alerts

Be the first to know and let us send you an email when Jahin's Special posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share