
21/07/2025
আজকের এই ঘটনাটাকে যারা দুর্ঘটনা বলছেন আমি কোনভাবেই তাদের সাথে একমত হতে পারছি না এই জিনিসটা কারো না কারো কাজে গাফেলতির ফল আর আজকের এই ঘটনায় আমরা অনেক নিষ্পাপ শিশুদেরকে হারিয়েছি অনেকের অবস্থা এখনো আশঙ্কাজনক অনেক ছোট ছোট বাচ্চা আবার জীবনের শেষ প্রহর গুনছে আর আজকের এই ঘটনাটার যদি সঠিক তদন্ত না হয় তাহলে এমন ঘটনা আবারও ঘটবে তাই এই ব্যাপারটার সঠিক তদন্ত হওয়া উচিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজটা যেই জায়গায় অবস্থিত সেই জায়গাটা এয়ারপোর্ট থেকে খুব একটা দূরে না আর এই জায়গায় বহুতল ভবন কিংবা বাসস্থান থাকা কতটুকু যুক্তি এটা একটি ভাবার মত বিষয় আর যেই বিমানটা স্কুলের উপর পড়েছে সেই বিমান টা নিশ্চয়ই কোন যান্ত্রিক ত্রুটির কারণে পরেছে সেই যান্ত্রিক ত্রুটির জন্য দায়ীকে সেটা অবশ্যই খুঁজে বের করা উচিত আর যদি এই বিষয়গুলোতে আলোকপাত না করা হয় এমন ঘটনা বারবার ঘটবে আর বারবার আমরা চোখের জলে গাল ভেজাবো