শায়খে চরমোনাই আল্লামা মুফতি ফয়জুল করিম সমর্থক গ্রুপ

  • Home
  • Bangladesh
  • Gazipura
  • শায়খে চরমোনাই আল্লামা মুফতি ফয়জুল করিম সমর্থক গ্রুপ

শায়খে চরমোনাই আল্লামা মুফতি ফয়জুল করিম সমর্থক গ্রুপ ভণ্ডামি প্রকাশ।

ছেলেটা এনাল ওয়ার্ট নিয়ে হাসপাতালে ভর্তি। বয়স আর কত হবে,এই ২২-২৩ বছর।এনাল ওয়ার্ট কি যারা জানেন না তাদের জন্য বলি,এটা পায়খ...
27/04/2025

ছেলেটা এনাল ওয়ার্ট নিয়ে হাসপাতালে ভর্তি। বয়স আর কত হবে,এই ২২-২৩ বছর।

এনাল ওয়ার্ট কি যারা জানেন না তাদের জন্য বলি,এটা পায়খানার রাস্তায় ফুলকপির মতো দেখতে একটা গ্রোথ বা টিউমার। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণে এই রোগ হয়। মেডিকেল সাইন্স বলে,সবার এই রোগ হয় না। পায়ুপথকে যারা মিলনের মাধ্যম হিসেবে ব্যবহার করে, তাদের এই রোগ হয়।

তাই সন্দেহ থেকেই ছেলেটার হিস্ট্রি নেয়া শুরু হয়। কি করে না করে ইত্যাদি! প্রথমে ইতস্তত করলেও চিকিৎসার খাতিরে সে স্বীকার করে যে,সে একজন গে! তাদের চারজনের একটা গ্রুপ আছে। তারা পরস্পর এই পায়ুপথে মিলিত হয়। এই ছেলে গুলোর একজনের পেনিসে একটা গোটা আছে! (সম্ভবত হিউম্যান প্যাপিলোমা থেকেই হবে)। পরবর্তীতে জানা গেল ছেলেটা HIV পজিটিভ। স্বভাবতই তার সকল পার্টনার HIV পজিটিভই হবে।

ছেলেটার বাসা ঢাকার পাশের এক জেলায়। প্রাইভেসির খাতিরেই এলাকার নামটা গোপন রাখলাম। সাময়িক আলাপনে যা দেখলাম, ছেলেটার বাবা একজন দাড়ি-টুপি ওয়ালা সহজ-সরল আধাশিক্ষিত মানুষ,মাও তাই। কিন্তু ছেলের এই বিষয়ে তারা জানতেন না,এখনো জানেন না। রিপোর্ট দেখে শুধু জেনেছেন ছেলে HIV পজিটিভ।

মাঝে একটা পোস্ট ভাইরাল হয়েছিল রমনা পার্ক ও এই এলজিটিভিদের দৌরাত্য নিয়ে। একটা জেলা শহরের যদি এই অবস্থা হয়,তবে ঢাকা বা বিভাগীয় শহর গুলোর কি অবস্থা!!!

এসব এলজিটিভিদের বিষয়ে পোস্ট দেয়ার কারণে আগেও আমার কয়েকজন এলজিটিভিদের সাথে কথা হয়েছে। আমি তাদের কাউন্সেলিং করার চেষ্টা করেছি। তবে দুঃখজনক বিষয়,এদের অধিকাংশ মানুষের মধ্যেই আমি কোনো অনুশোচনা দেখতে পাই নি।

নীরবে নিভৃতে এই এলজিটিভির বিষ আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে। কথায়,গানে,নাটকে,সিনেমায় আমরা এদের স্বীকৃতি দিচ্ছি। এসব দেখে বড় হতে থাকা আমাদের আগামী প্রজন্ম ভাবছে, আরে এটা তো স্বাভাবিক ঘটনা,ভূল কিছু নয়!! ধীরে ধীরে গড়ে উঠছে কওমে লুতের মতো একটা প্রজন্ম।

কেউ এই বিষের বিষাক্ততা থেকে মুক্ত নয়। তাই আজই নিজের পরিবারে খোজ নিন। ছেলের মাঝে মেয়েলিপনা বা এর উল্টোটা দেখতে পেলে খতিয়ে দেখুন। প্রয়োজনে ডাক্তারের শরনাপন্ন হোন। নিজের সন্তানকে ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের মধ্যে গড়ে তুলুন।

মনে রাখবেন- সময় গেলে কিন্তু সাধন হবে না.......💔

Dr. Nazmush Shakib Bappi
SSMCM

28/03/2025

একেবারে ঠাসঠাস ধপাস জবাব!

এক নযরে বদর।
19/03/2025

এক নযরে বদর।

06/02/2025

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির নিচে আয়নাঘর!

টঙ্গী ইজতেমা ময়দান থেকে দুই পকেটমার আটক
03/02/2025

টঙ্গী ইজতেমা ময়দান থেকে দুই পকেটমার আটক

৩৪ দিন আগে নিখোঁজ হওয়া আমার ছোট ভাই আঃ রহিম আজ সকাল ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে এভাবেই শুয়ে ছিল।একভাই সকাল ৯ ট...
21/01/2025

৩৪ দিন আগে নিখোঁজ হওয়া আমার ছোট ভাই আঃ রহিম আজ সকাল ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে এভাবেই শুয়ে ছিল।

একভাই সকাল ৯ টায় লাইভ ভিডিও করেছিল।
লাইভটি আমার রাত ১০ টা ৩০ মিনিটে দৃষ্টিগোচর হয়।
অতঃপর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি স্যার টিম নিয়ে স্টেশনে পৌঁছালে তাকে গিয়ে স্টেশনে খুঁজে পাননি।

কেউ যদি হসপিটালে নিয়ে থাকেন অথবা সন্ধ্যার পর অন্য কোনো স্টেশনে দেখে থাকেন।
দয়াকরে জানাবেন। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। দয়াকরে পোষ্টটি শেয়ার করবেন।

যোগাযোগ: 01770964010(কপি পোস্ট)

15/12/2024

মাহফিলে গেলাম। এলাকার নাম বললে আমারই ইজ্জত থাকে না। এড়িয়ে গেলাম। সকালে এসে দরস করতে হয় বলে সাধারণত প্রাইভেট ছাড়া যেতে চাই না। গেলাম আ'দত মতই। নসিহত ফরমাইলাম। আমি সেকেন্ড বক্তা। সেকেন্ড হওয়ার আলাদা স্বাদ আছে। মাহফিলের মূল জমায়েতটা তখন হয়। অবশ্য প্রধানের তিনভাগের একভাগ হাদিয়াও সেকেন্ড বক্তা পায় না যদি না চুক্তি করে। আমার মত যারা আছে আর কি!

কণ্ঠ নাই। তবুও সুর দেওয়ার চেষ্টা করি। কাকের সুর আর কি! তবে নস বেশি বলার চেষ্টা করি। যৎসামান্য চিল্লাচিল্লিও করি। যাই হোক, আমার মতো আমি আলোচনা করলাম। স্টেজে যাওয়ার সময় দুই তিনজন ইস্তেকবাল করে নিয়ে গেলেও স্টেজ থেকে নেমে আসার সময় কোনো সঙ্গী নাই। যুবক হিসাবে কারো ধরাধরি করে নেওয়ার দরকার নাই। জাতি ধরাধরির বরকত থেইক্কা বঞ্চিত হইলো আর কি!🥴

এসে রুমে বসে থাকলাম। প্রধান বক্তা মাশাআল্লাহ, বয়ান করছেন। বয়ান চলছে তো চলছে! আমার কাছে মাছি আসতেও এবার ভুলে গেছে। কারো লেঞ্জার হদিস না পেয়ে বিসমিল্লাহ বইলা গাড়িতে উইঠা গন্তব্যে রওয়ানা করলাম। তাদের কাছে আমার নম্বর থাকার পরও একটা ফোনও দেয়নি। হয়তো ভেবেছে, বেচে গেলাম! দুই দিন পরে ফোন দিয়ে বললাম, আমি গরিব মানুষ। নিজের খরচে ওয়াজ করার সাধ্য নাই। ভাড়াটা পাঠায়া দিয়েন। হয়তো আয়োজনগণ বিকাশ করেছেন, কিন্তু এক বছর হলেও আমার গাড়ি ভাড়া ৪৫০০ টাকা এখনো আসেনি। আলহামদুলিল্লাহ।

আত্মমর্যাদাবোধের কারণে আমি আর দ্বিতীয়বার ফোনই দিইনি। সে হিসাবে নম্রভদ্র প্রিয় ভাই মাওলানা উবাইদুর রহমান হুযাইফী শান্তনা লাভ করতে পারে। পাঁচশ টাকার মহাদৌলত তো অর্জন করেছে। 😄

স্বামী রাগ করার পর সকালে স্ত্রীর তৈরি নাস্তা!বউয়ের একটু চালাক না হলে হয় না! 🤗
07/11/2024

স্বামী রাগ করার পর সকালে স্ত্রীর তৈরি নাস্তা!

বউয়ের একটু চালাক না হলে হয় না! 🤗

আলহামদুলিল্লাহ।তুরস্কে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের মুয়াজ মাহমুদ।
01/11/2024

আলহামদুলিল্লাহ।
তুরস্কে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের মুয়াজ মাহমুদ।

ময়মনসিংহ, শেরপুর রোডে ইমাদপুরে দুই বাসের মুখামুখি ভয়াবহ সং*ঘর্ষ!
17/10/2024

ময়মনসিংহ, শেরপুর রোডে ইমাদপুরে দুই বাসের মুখামুখি ভয়াবহ সং*ঘর্ষ!

ঢাকা থেকে আসার পথে সোহাগ গাড়ীটি এই মাত্র নরসিংদী নারায়ণপুর এক্সিডেন করেছে। বার বার যাত্রীরা ড্রাইভারকে বলছিল, প্রয়োজনে এ...
13/10/2024

ঢাকা থেকে আসার পথে সোহাগ গাড়ীটি এই মাত্র নরসিংদী নারায়ণপুর এক্সিডেন করেছে। বার বার যাত্রীরা ড্রাইভারকে বলছিল, প্রয়োজনে এক ঘন্টা পরে যাব। তারপরও সাবধানে চালান। কিন্তু হতভাগা ড্রাইভার শুনল না। বেশ কিছু যাত্রী আহত হয়েছে।

আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। আমিন।

 #আপন দুই ভাইবোন বাইক দিয়ে যাচ্ছিলো ভালুকা বাস স্টেন্ড ব্রিজ পারি দেওয়ার সময় ট্রাক ওভারটেক করতে গিয়ে বাইকে লাগিয়ে দ...
12/10/2024

#আপন দুই ভাইবোন বাইক দিয়ে যাচ্ছিলো ভালুকা বাস স্টেন্ড ব্রিজ পারি দেওয়ার সময় ট্রাক ওভারটেক করতে গিয়ে বাইকে লাগিয়ে দেই, মূহর্তেই ছিটকে পরে চাকার নিচে বোন পিষ্ট হয়ে ঘঠনা স্থলেই মারা যায়, ভাগ্যক্রমে ভাই বেচে যায়।
আল্লাহ পাক বোনটিকে জান্নাতুল ফেরদৌস দান করুণ #আমিন

Address

গাজিপুর
Gazipura
12345

Website

Alerts

Be the first to know and let us send you an email when শায়খে চরমোনাই আল্লামা মুফতি ফয়জুল করিম সমর্থক গ্রুপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category