
28/12/2023
শরীর থেকে ধুলোবালি মুছে যাওয়ার পর আচমকা চেয়ে দ্যাখি বড় হয়ে গেছি,বড় হওয়ারও তাড়া ছিল ভীষণ।
বড় হয়ে দেখি অনেক কিছুই ভুলে গেছি জীবনের,
ভুলে গেছি ভেতর থেকে হাসি কান্না - ভুল করে আসে না অবুঝ হাসির বন্যা।ভুলে গেছি হৈচৈ,
ভুলে গেছি বেলা ডুবার সময় ঘরে ফেরা,বালিশে মাথা রেখে দেখি পুরো জীবন শৈশবের স্মৃতিতে ঘেরা।
স্মৃতিকে বলতে পারি না এই দাঁড়া! আমি একটু ঘুরে আসি,স্মৃতিকে বলতে পারি না এই দাঁড়া! আমি একটু খেলে আসি মুক্ত স্বাধীন।বড় হতে হতে দেখি শৈশব ছাড়া গোটা জীবন পরাধীন।আমি এখন থমকে রই চায়ের কাপে হাত রেখে,আমি এখন শান্ত হই চায়ের কাপে ঝড় তুলে।
আমি এখনো দিগন্তে ছুটি ধুলাবালির খুঁজ করে!