Lam-iya Akter Oishi

Lam-iya Akter Oishi اسلام عليكم و رحمة الله و بركة 💌 📌
Alhamdulillah for everything

তিনটা জিনিস শরীরকে অসুস্থ করে :(১) কথা বেশি বলা,(২) অধিক নিদ্রা ও বিশ্রাম,(৩) অতিরিক্ত পানাহার করা।চারটা জিনিস শরীরকে ধ্...
21/09/2025

তিনটা জিনিস শরীরকে অসুস্থ করে :
(১) কথা বেশি বলা,
(২) অধিক নিদ্রা ও বিশ্রাম,
(৩) অতিরিক্ত পানাহার করা।

চারটা জিনিস শরীরকে ধ্বংস করে :
(১) দুঃশ্চিন্তা ও পেরেশানি,
(২) দুঃখ ও হতাশা,
(৩) ক্ষুধা,
(৪) অনর্থক অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকা।

চারটা জিনিস চেহারাকে মলিন করে এবং আনন্দ ও সম্মান কেড়ে নেয় :
(১) মিথ্যা,
(২) ঔদ্ধত্য ও অহংকার,
(৩) ইলমি বিষয় ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা,
(৪) লজ্জাহীনতা ও অশ্লীলতা।

চারটা জিনিস আনন্দ ও সম্মান ফিরিয়ে আনে :
(১) তাক্বওয়া,
(২) সত্যবাদীতা,
(৩) দানশীলতা,
(৪) আত্মসম্মান রক্ষা।

চারটা জিনিস রিযিক বৃদ্ধি করে :
(১) রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা,
(২) সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমানে আল্লাহর যিকির করা,
(৩) নিয়মিত দান করা,
(৪) দিনের শুরু ও শেষে আল্লাহর যিকির করা।

চারটা জিনিস রিযিক কমিয়ে দেয় :
(১) (ফজরের পরে) সকাল বেলা ঘুমিয়ে থাকা,
(২) সালাতে ত্রুটি বা কম করা,
(৩) অলসতা,
(৪) প্রতারণা ও বিশ্বাসঘাতকতা।

— ইমাম হাফিজ ইবনুল কাইয়িম (রহিমাহুল্লাহ)
[সূত্র : যাদ আল-মায়াদ; চিকিৎসা অধ্যায় : ৪/৩৭৮]

18/09/2025

😎 ゚viralシfypシ゚viralシalシ

যখন বলি 🙂 সেলফি তুলি.. লে সেলফির অবস্থা
14/09/2025

যখন বলি 🙂 সেলফি তুলি.. লে সেলফির অবস্থা

It's more beautiful 😻❤️ ゚viralシfypシ゚viralシalシ
14/09/2025

It's more beautiful 😻❤️
゚viralシfypシ゚viralシalシ

🤍🫰🏻💓🥰 কার কার ভালো লাগে..!!
29/08/2025

🤍🫰🏻💓🥰 কার কার ভালো লাগে..!!

আপনার অবস্থান ভালো দেখাবেন সবাই আপনাকে তোলা তোর করবে ..!! ゚viralシfypシ゚viralシalシ
25/08/2025

আপনার অবস্থান ভালো দেখাবেন সবাই আপনাকে তোলা তোর করবে ..!!
゚viralシfypシ゚viralシalシ

Having a caring partner is the biggest blessing of life 🤍✨
22/08/2025

Having a caring partner is the biggest blessing of life 🤍✨

19/08/2025

Alo Ms:🌸 নারীর পোশাকের নিচের অংশ (ইرخاء الذيل) লম্বা রাখা—সুন্নত ও হায়ার নিদর্শন 🌸
অনেকের মনে প্রশ্ন: রাস্তায় তো নাপাক জিনিস থাকে—তাহলে লম্বা জামা/আবায়ার প্রান্ত নাপাক হয়ে যাবে না?
রাসূলুল্লাহ ﷺ এ ব্যাপারে পরিষ্কার নির্দেশ দিয়েছেন—
🔹 উম্মে সালামা (রাঃ) বলেন: “আমি তো নারী; আমার পোশাক লম্বা থাকে, নোংরা জায়গায় হাঁটি।”
নবী ﷺ বললেন: “তার পরের (পিছনের) অংশই—যা পরে পরিষ্কার মাটির সাথে লাগে—তাকে পবিত্র করে দেয়।”
(আবু দাউদ ৩৮৩; তিরমিযি ১৪৩; ইবনে মাজাহ ৫৩১; আহমদ ২৬৪৮৮ — আলবানী রহ. সহিহ বলেছেন)
🔹 আবু হুরায়রা (রাঃ) থেকে: লোকেরা বলল—মসজিদে যেতে চাই, পথে নাপাক লাগে!
নবী ﷺ বললেন: “পৃথিবীর এক অংশ (পরিষ্কার মাটি) অন্য অংশকে (যেখানে নাপাক লেগেছিল) পবিত্র করে দেয়।”
(ইবনে মাজাহ ৫৩২)
✅ সংক্ষেপে বোঝা যাক
নারীর জন্য পোশাকের নিচের অংশ একটু লম্বা রাখা সুন্নত—এটা হায়া, ইজ্জত ও পর্দার সৌন্দর্য।
পথে শুকনা নোংরা ধূলা-মাটি লাগলেও পরের অংশে পরিষ্কার মাটির ঘর্ষণে পবিত্র হয়ে যায়—ইনশাআল্লাহ।
যদি ভেজা নাপাকি সরাসরি লেগে থাকে (যেমন: ভিজা নোংরা, তাজা ময়লা) এবং চিহ্ন/গন্ধ থাকে—তাহলে ধুয়ে নেয়া উত্তম।
উদ্দেশ্য—পোশাককে বেহায়া না করা; ধূলা নিয়ে উপহাস নয়, বরং এটাই লজ্জাশীলতার ধূলা ✨
💚 আমল টিপস: হাঁটার সময় পোশাক টেনে ধরে মাটি টানাটানি না করা; পরিষ্কার পথ বেছে চলা; প্রয়োজনে বাসায় এসে নিচের প্রান্ত ধুয়ে নেয়া—এটাই সুন্নাহর সাথে সাবধানতার সুন্দর সমন্বয়।
#ইসলাম #হাদিস #সুন্নত #পর্দা #হায়া #পবিত্রতা #নারীর_পরিচ্ছদ #ইখ্খা_উয্_যযীল 🌿
— ইসলামিক পোস্ট পেতে পেজটি ফলো করুন 📌

Address

Gazipura

Website

https://www.facebook.com/profile.php?id=6156212

Alerts

Be the first to know and let us send you an email when Lam-iya Akter Oishi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share