Elections Commission Office Gazipur Sadar

Elections Commission Office Gazipur Sadar You can get all Information In this page only give a message.

27/05/2024

💕💕 নিজেকে পরিবর্তন করার কিছু নিয়ম 💕💕
১: মিথ্যা কথা না বলা
২:আযান এর উত্তর দেওয়া
৩:আযান এর সাথে সাথে নামাজ পড়া
৪: বেশি বেশি কোরআন পড়া
৫: সকলের সাথে ভালো ব্যবহার করা
৬:সকল কে ইসলামের দাওয়াত দেওয়া
৭:সব সময় আল্লাহ তায়ালার ভয় মনের ভিতর জাগতিক রাখা
৮: বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা
৯:যে কাজ করলে আপনার গুনাহ হবে সেই কাজ না করা
১০:সব সময় আল্লাহ কে খুশি করার চেষ্টা করা
ইনশাআল্লাহ এই কাজ গুলো আমার আপনার জীবন পরিবর্তন করতে পারবে

18/01/2023
18/01/2023

যত দোষ এনআইডি ঘোষ।
কেন জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন?

১।পাসপোর্ট সংশোধন করতে পারছিনা।
২। শিক্ষা সনদ সংশোধন করতে পারছিনা।
৩।সার্ভিস বুক সংশোধন করতে পারিনা।
৪। জন্মসনদ সংশোধন করতে পারিনা।
৫।দলিল ঠিক করতে পারিনা।
তাহারা কিছুই করতে পারেন না, তাই জনসাধারনের জন্য সর্বদা উন্মুক্ত অফিস নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রখানা ঠিক করতে তাদের আসার দ্বার কখনোই বন্ধ হয়না।

এখন ভোটার প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। প্রত্যেক ব্যক্তি ভোটার হওয়ার সময় প্রয়োজনীয় প্রত্যেকটি কাগজপত্রাদি দিয়ে ভোটার হন এবং এসব তথ্য, পূরনকৃত নিবন্ধন ফরম ০২ সবকিছুই সার্ভারে লিপিবদ্ধ থাকে। এমন কি এখন নিজের তথ্য নিজেই অনলাইনে পূরন করেন। ভোটার হওয়ার সাথে সাথে প্রুফ কপি হাতে পান। এখন সংশোধনের কারন সঠিক কি না সহজেই ধরা যায়।ভোটার হওয়ার পর ভিন্ন তথ্য দিয়ে পাসপোর্ট করে,সেই পাসপোর্ট দিয়ে এনআইডি সংশোধন করতে গিয়ে আমার ছোট্ট চাকুরি জীবনে পাসপোর্ট নিয়ে যা পেয়েছি, তার মাত্র গুটিকয়েক বিষয়।

১। বয়স কম, বিদেশ যাবে। বয়স বাড়িয়ে জন্মসনদ করেছেন,ভোটার হয়েছেন, বিদেশ গিয়েছেন।বিদেশে গতি হয়নি বা হয়েছে। টাকা পয়সাও হয়েছে এবার বেশ কিছু বছর/মাস পর দেশে এসে বয়স বাড়ানো ভুল বুঝতে পেরে আবার দৌড় জাতীয় পরিচয় পত্রে বয়স পরিবর্তন/সংশোধন করতে আসছেন।এখন এদের ভাষ্য বড় ভাই এর আমি বড়!

২।বয়স্ক পুরুষ/মহিলা বিদেশ যাবেন। বয়স কম হলে যাওয়া যাবে,ভিসা পেতে সুবিধা। এখন করণীয় কি এনআইডির দোষ থাক না থাক, এনআইডি তে বয়স সংশোধনের জন্য আবেদন কর।

৩।গলা কাটা পাসপোর্ট এর ব্যক্তিগনের এতদিন পড়ে মনে পরলো, গলা কাটা হয়ে এনআইডি হয়ে গিয়েছি, এখন এনআইডির মাথা কাটতে আবেদন কর।

৪। বউ এর আদরে ডাকা নাম, স্বামী তার পাসপোর্টে উল্লেখ করেছেন, বিদেশে নেওয়ার কাগজ রেডি করার সময় মনে পড়লো বউ এর তো এই নাম তার পাসপোর্ট ছাড়া আর কোথাও নেই। বউ মাস্টার্স পাস সনদ থাকলেও এখন সব ভূয়া। বাপ মার আকিকা দিয়ে রাখা নাম বেঠিক, তার পাসপোর্ট অনুসারেই আদুরে নামই ঠিক, দৌড় দাও এনআইডি অফিসে , নন্দ ঘোষ এর কাছে।

৫। ভাই /বোন/মামা/চাচা অমুক দেশের সিটিজেন। তাদের কাগজপত্র রেডির সময় কোন খোজ নাই,এনআইডি দেখেনা। এখন রেডির পর জাতীয় পরিচয়পত্রের সাথে নামধাম মিলেনা। দোষ কার এনআইডির।

৬। পাসপোর্ট করতে গিয়ে ভুল হয়ে গেছে এখন উপায়, সংশোধন করবো কি? পাসপোর্ট না এনআইডি ঘোষ।।( তাদের ভাষ্য মতে পাসপোর্ট ঠিক করতে অনেকককক টাকা লাগে,জানি না সত্য কিনা)

৭। অমুক তথ্য দিয়ে বিদেশ গিয়েছি। দেশে এসে এনআইডি করেছি ভিন্ন তথ্য দিয়ে। দেশে গতি হলো না। এবার আবার বিদেশ যাই। আবার পাসপোর্ট নিয়ে একদল হাজির। এনআইডি না উনাকে নাকি বিব্রত করা হচ্ছে, কেন উনাকে অফুরন্ত চাহিদা মোতাবেক তথ্য সংশোধন করা হচ্ছেনা।

৮। সুইট একদল মানুষ। চাকুরী থেকে ১৯৯৫/১৯৯৬/১৯৯৭ বা এরপর বা অাগের সালের দিকে পেনশনে গিয়ে বিদেশ চলে গিয়েছেন,বয়স কমিয়ে পাসপোর্ট করে।মাঝে দেশে পাসপোর্ট এর মতো এনআইডি করেছেন। এখন আবার দেশে থিতু হতে গিয়ে দেখেন এখন তো নতুন মেডিকেল ভাতা পাওয়া যায়। কিন্তু পেনশন বই এর সাথে এই সুইট জাতির এনআইডি মিলে না। দোষ কার এনআইডি ঘোষের। কেন ১/২ টা এনআইডি হয়না!

৯।উনার শিক্ষা সনদ আছে, জাতীয় পরিচয়পত্রধারী। চাকুরি হয়নি বা করবেন না, পাসপোর্ট করে সুবিধা মত তথ্য, বয়স কম/বেশি করে বিদেশ গিয়েছেন। এবার দেশে ঘুরতে/বিয়ে করতে এসেছেন। পাসপোর্টের মেয়াদ শেষ। মেয়াদ বাড়াতে জাতীয় পরিচয় পত্র এবার লাগবে। এখন দোষ তো এনআইডি ঘোষের। আবেদন কর। পর্যাপ্ত তথ্য উপাত্ত এমন কি শিক্ষাসনদ (এসএসসি থেকে মাস্টার্স) যাই থাক (সার্ভারে সব থাকে,এনআইডি করার সময় দেয়া জন্মসনদ ও)এবার উনি গন্ড মূর্খ। বাকি সব তথ্য মিথ্যা, এক পাসপোর্ট ই ঠিক।

১০। বুদ্ধিমান জাতি ভাই পাসপোর্ট করার সময় বউ এর নাম যা দিয়েছিলো সে বউ মরেছে বা চলে গেছে যাই হোক, ২য় বউ ঘরে তুলেছে। এবার বউ এর বিদেশ যাওয়ার সুযোগে তার পাসপোর্টে নতুন বউ এর নাম দিবে? নাকি অন্য কিছুকরবে? কি আর এনআইডি ঘোষের কাছে অাসবে।নতুন বউ এর জাতীয় পরিচয়পত্রে নাম টা পুরান বউ এর মত করে দিলেই তো ল্যাটা চুকে যায়।

এক পাসপোর্টধারীদের জাতীয় পরিচয় পত্রের সমস্যা নিয়ে মহাকাব্য লেখা যাবে।

মূলত বিদেশ যাওয়ার উদ্দেশ্যে জন্মসনদ দিয়ে তথ্য পরিবর্তন করে পাসপোর্ট করে,আবার দেশের সুবিধা নিতে শিক্ষাসনদ,নতুন জন্মসনদ দিয়া ভোটার হন,এতে উনারাই বিপদে পড়েন। গলাকাটা পাসপোর্টের কুফল এখনো বয়ে বেড়াচ্ছেন অনেকে। আমি মানুষ একজন তথ্য একরুপ হবে যখন মগজে না আসবে,হাজারটা ধান্দা মাথা থেকে না যাবে কোন জায়গার সুফল পাওয়া কঠিন। যারা সঠিক তারা আবার সহজে সংশোধন করা ফেলেন। তাই আরোও অনেকে অাসেন কিন্তু এবার নন্দ ঘোষের অনেক বদনাম ভোটার কালীন সব তথ্য উপাত্ত যখন সামনে উপস্হাপন করা হয়,কেন হবেনা ব্যাখ্যা পান তখন বদনাম টা আবার একটু বেড়ে যায়।

Welcome to Gazipur Election Commission Office.
08/10/2022

Welcome to Gazipur Election Commission Office.

06/09/2022

Local business

06/09/2022

You can get all Information In this page only give a message.

Address

Gazipura
1700

Alerts

Be the first to know and let us send you an email when Elections Commission Office Gazipur Sadar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share