Shuvo Mridha

Shuvo Mridha তোমাকে হারিয়ে
মন মিশেছে শব্দের সঙ্গে
শব্দ রা খেলা করে তোমার প্রেম গঞ্জে

28/06/2023

আমার এই পেজ টায় সমস্যা হয়েছে তাই নতুন একটা খুলেছি

Shuvo Mridha👈 এটায় লাইক আর ফলো দিয়ে পাসে থাকুন ভালোবাসা নিয়ে🖤🖤😔😔

23/06/2023

~জুমার দিন~
শুভ মূর্ধা

বাতাসে ভেসে আসছে আযান,
মুয়াজ্জিন করছে সালাতের আহ্বান।
তিন ফরজে গোসল করে,
হইও মসজিদ গামী।

পাক পাঞ্জাতন স্মরণ করে,
দুনিয়ার মায়া ত্যাগ করিয়া"
নামাজ পড়িও আল্লাহর ধ্যানে।

আমি পাপী গুনাগার,
পাপে ভরা জীবন আমার!
তুমি খোদা রহমান,
আমারে খোদা ত্বরায় নিও"
তোমার নামের মহিমায়।

Shuvo Mridha

23/06/2023

জুম্মা মানেই অন্যরকম একটা শান্তি 🙂
গরীবের ঘরে ঈদের দিন 🖤
সমাজে সকলের সাথে সাক্ষাতের দিন 🫂
মহরমকে মনে করার দিন 🖤
পৃথিবী ধ্বংস হবে স্বর্ণের দিন 🙂
দোয়া কবুল হওয়ার দিন 🤲
জুম্মা মোবারক জুম্মার দিন 🕋

Shuvo Mridha

22/06/2023

~তুমি ক্যামনে আমার মাঝে থাকো~
শুভ মূর্ধা

বিড়ি টানি ধোয়া উইড়া যায়,
বিড়ির ধোয়ার লগে "
তোমার দেয়া কষ্ট উইড়া যায় না!

বৃষ্টি আইলেই ভিজি
বৃষ্টির জলে চোখের জল লুকাই
কিন্তু মনের কষ্ট বৃষ্টি ধুইয়া দিতে পারেনা

ফুল বাগানে যাই,
রংবেরঙের ফুলে হারাই।
নিজেরে নিলাম করিতে পারিনা,
তোমার শূন্যতায় আকরাইয়া ধরে।

আমি আমার মাঝে পূর্ণ নাই,
সবকিছুতেই একখান শূন্যতা।
এই শূন্যতা কিছুতে কমে না,
তুমি যে ক্যান আমার হইলা না।

কত তারার মাঝে,
চাঁদ একাই হাসে।
জোসনা ছড়ায় সবার মাঝে,
আমি যে ক্যান পারি না!

Shuvo Mridha

21/06/2023

~তুমি নেই~
শুভ মূর্ধা

আবহাওয়া শীতল,
গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
তুমি নেই!

বৃষ্টি ভেজা পথ,
ল্যাম্পপোস্টের জলে বাতি।
আমি একলা হাটি,
তুমি নেই।

হারিয়েছি প্রেমের কুল,
তুমি অন্য কারো ফুল।
আমার কুঞ্জে,
তুমি নেই!

তুমি অন্য কারো মায়া,
আমার আকাশে কালো মেঘের ছায়া।
বৃষ্টিতে ভিজি চোখের জলে হাসি,
তুমি নেই!

Shuvo Mridha

20/06/2023

~আল্লা রহিম রহমান~
শুভ মূর্ধা

আমার মনের ঘরে দাও প্রভাতের কিরণ,
ছড়িয়ে দাও আলো।
জ্বালাও তোমার নামের প্রদীপ,
হৃদয়ে দিনের দোয়ার খোলো।

খোদা তুমি রহিম রহমান,
আমি পাপী গুনাগার।
মোরে সত্য পথ করো দান,
যে পথে গিয়াছে তোমার প্রিয়জন।

তুমি দয়াল কাদের গুনি,
আমি তোমার নাম ভরসা করি।
তুমি বিনে পরকালে,
আমার কেহ নাই।

Shuvo Mridha
বি:দ্র: আল্লাহ নামে লেখা খুব সহজ কাজ নয়। অনেক দিন ধরেই ভাবছি আল্লাহর নামে কিছু লাইন লেখবো কিন্তু পেরে উঠছিলাম না।আজ লিখতে পেরে খুব ভালো লাগতেছে 🖤🙂

19/06/2023

সুখ বলতে বুঝি পরিবারে সবার মুখে হাসি🌼
আর প্রিয় মানুষ পাসে থাকা 🖤

Shuvo Mridha

18/06/2023

~বন্ধের প্রেমে মন দুলেছে~
শুভ মূর্ধা

বনে বনে ফুল ফুটেছে,
ফুলের সুবাসে মন মেতেছে।
দক্ষিণা বাতাসে ঢেউ তুলেছে,
বন্ধের প্রেমে মন দুলেছে।

নীল আসমানে পংখি উড়ে যায়,
বন্ধের রূপে মন হারাই।
এলো মেলো গান গেয়ে যাই,
সোনা বন্ধুর সঙ্গে।

বন্ধে পরেছে ঝুমকা নামের দুল,
নুপুর বাজে পায়ে ঝুম ঝুম ঝুম।
আমি হারাই হারাই প্রেমানন্দে,
পরান বন্ধের রঙ্গে ঢঙ্গে।

Shuvo Mridha

18/06/2023

~তুমি আছো বলে~
শুভ মূর্ধা

তুমি আছো বলেই বেচে আছি,
তোমার নিকটে যেতে না পারি!
দূর হতে তো দেখতে পারি।

আমার কবিতার ছন্দে,
তুমি অন্য কারো, তাতে কি!
তুমি সুখে কছো এতেই আমি খুসি।

মৃত্যু কে জরিয়ে নিলে,
হেরে যেতাম আমি।
বেচে থেকে খোদার নিটক,
তোমার সুখের দোয়া চায়তে পারি।

তুমি আছো বলেই দুঃখের নদি স্রোতে
সুখের তরীতে ভাসি

18/06/2023

শত মানুষের ভীড়ে তুমি আমার সেরা মানুষ 🖤

Shuvo Mridha

17/06/2023

মন খারাপের হাজার কারন লাগে না
তোমার শূন্যতাই যথেষ্ট....🖤😔

Shuvo Mridha

17/06/2023

মনটা কেবল তোমাতেই আবদ্ধ 🙂
তোমায় চায় এই মন সর্বক্ষণ 🖤

Shuvo Mridha

Address

Goalundo

Telephone

+8801586080551

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shuvo Mridha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shuvo Mridha:

Share