গোবিপ্রবি সাংবাদিক ফোরাম

গোবিপ্রবি সাংবাদিক ফোরাম গোবিপ্রবি ক্যাম্পাসের সাংবাদিক সংগঠন

28/10/2025

আজ ২৮/১০/২০২৫। আজ লিফটে একটা দূর্ঘটনা ঘটেছে। যদিও এটা প্রথম নয়।আমাদের ১১ টায় ক্লাশ ছিল। জানতে চাইলাম লিফট বন্ধ কেন? কারণ লিফট গ্রাউন্ড জিরো। শিক্ষার্থী সহ সকলের ভোগান্তি। ৯ তলায় সিড়ি দিয়ে ঊঠা আজকে ও প্রায়ই, কারন এটাই " লিফট"। আমি আজ লিফটে ছিলামনা। কম ব্যাবহার করি। আগে দুবার আটকা পড়েছি। আমি এই লিফটের ভেতর মারা পড়ব সে ভয় মনে গেঁথে গেছে।আজকের ঘটনার তদন্ত হতে হবে। কেউ না বলুক আমি বলব। না হলে আমি একা দাঁড়াব। লিফট নয় এ গোবিপ্রবি এর মৃত্যু কফিন।
শিক্ষার্থীদের জীবন অপেক্ষা আমার চাকুরির মূল্য বেশি নয়। একজন শিক্ষকের চাকরি যাবে, বেঁচে যাবে অনেক প্রাণ। দিক আমাকে সোকজ, সতর্কিকরণ চিঠি, চাকুরী থেকে বিদায় দিক সমস্যা নাই।

-নাজমুল হক শাহিন স্যার

GSTU Science Club এর আয়োজনে2nd GSTU National Science Fest 2025:"Halogen" এর পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে।
25/10/2025

GSTU Science Club এর আয়োজনে
2nd GSTU National Science Fest 2025:"Halogen" এর পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের জন্...
23/10/2025

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে৷ সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ১৭ (সতেরো) জনকে মনোনীত করা হয়েছে৷

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর, ২০২৫ খ্রি.) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক আবদুর রহিম কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (২২ অক্টোবর, ২০২৫ খ্রি.) ২০২৫-২৬ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন পদে আবেদনকারী প্রার্থীদের মৌখিক (ভাইবা) পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সুকান্ত বিশ্বাস স্যার, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ এবং ড. আবু সালেহ স্যার, শিক্ষক, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ। তাছাড়া-ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি, জনাব সজীব প্রধান সহ কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় পর্ষদ সদস্য জুবায়েদ মোস্তফা সহ শাখার বর্তমান সভাপতি মোঃ ইমন হোসেন এবং সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নবীন ‘সহযোগী সদস্য সংগ্রহ- ২০২৫' চলছে.....
18/10/2025

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নবীন ‘সহযোগী সদস্য সংগ্রহ- ২০২৫' চলছে.....

◾আবেদনের যোগ্যতা:-

শুধুমাত্র গোবিপ্রবির ২০২০ - ২১ শিক্ষাবর্ষ থেকে ২০২৩- ২৪ শিক্ষাবর্ষের স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

🔺[ বি.দ্র:- গোবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আগ্রহী শিক্ষার্থীদের সহযোগী সদস্য সংগ্রহ খুব শীঘ্রই শুরু হবে। এক্ষেত্রে, শিক্ষার্থীদের জন্য বিভাগভিত্তিক ক্লাস প্রমোশন এবং পরবর্তীতে প্রশিক্ষণমূলক কর্মশালার মাধ্যমে আমরা নবীনদের কাছে হাজির হবো। ]

▪️রেজিস্ট্রেশন এর সময়সীমা: ১৮ অক্টোবর ২০২৫ ইং হতে ২২ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত।
▪️পেমেন্ট মাধ্যম:
১. বিকাশ/নগদ:- 01327894793

▪️রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
ধাপ ১: প্রথমে রেজিস্ট্রেশন জন্য ১০০ টাকা সেন্ড মানি করুন।

ধাপ ২: যে নাম্বার থেকে রেজিস্ট্রেশন ফি প্রদান করেছেন উক্ত নাম্বার, মাধ্যম, ট্রানজেকশন আইডি দিন এবং Next এ ক্লিক করুন ।

ধাপ ৩: রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য ভালোভাবে পড়ে সম্পূর্ণ ফরম পূরণ করুন।

🔻অনলাইন আবেদন ফরম:- https://forms.gle/Bvi2hu9YDTX1J8Cs9

অথবা, সরাসরি এই নাম্বারে কল দিয়ে, 01703525676 ; অফলাইন ফর্ম সংগ্রহ করতে পারেন, ঠিকানা বিজয় দিবস হল।

বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন -

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার অফিসিয়াল ফেসবুক পেইজে - https://www.facebook.com/share/1AEoNKKjYs/

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ...
14/10/2025

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে আইন বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসেন কে সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতি খাতুন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।



সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।



‎নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. ইমন হোসেন বলেন,"এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়- এটি একটি দায়িত্বের প্রতিজ্ঞা। আমি বিশ্বাস করি, প্রতিটি তরুণ লেখকের কলমে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি, জাগরণের আগুন, আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমি চাই তরুণ কলাম লেখকদের কলম হোক হাতিয়ার - স্বপ্নের,সাফল্যের, প্রতিবাদেরও, যেখানে শব্দ জন্ম দেবে চিন্তার, আর চিন্তা জাগাবে মানবতা। আমাদের লক্ষ্য শুধু লেখা নয়—সমাজে আলোর বীজ বপন করা। আমার বিশ্বাস তরুণ কলাম লেখক ফোরাম হবে সেই মঞ্চ, যেখানে তরুণের ভাবনা মিলবে দেশের হৃদস্পন্দনের সাথে, আর কলম হবে পরিবর্তনের পতাকা।”

সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন বলেন, "আলহামদুলিল্লাহ, কলমের রাজ্যে আজ নতুন সূর্যের উদয়। দায়িত্ব নয়, এটি এক বিশ্বাস—চিন্তার প্রদীপ জ্বেলে ফোরামকে স্বপ্নের চূড়ায় পৌঁছে দেওয়া।আমি প্রতিশ্রুতিবদ্ধ—প্রতিটি শব্দে জাগবে সত্য, প্রতিটি লেখায় ফুটবে প্রজ্ঞার ফুল। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এখন হবে এক অগ্নিশিখা—যেখানে কলম হবে তরবারি, চিন্তা হবে বিপ্লবের অঙ্গীকার"।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার এবং কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।
#গোবিপ্রবি_সাংবাদিক_ফোরাম

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফিক্সার  #গোবিপ্রবি_সাংবাদিক_ফোরাম
14/10/2025

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফিক্সার
#গোবিপ্রবি_সাংবাদিক_ফোরাম

মধ্যেরাতে ৪৯ তম বিসিএস পরিক্ষা দিতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা গোবিপ্রবির শিক্ষার্থীদের। #গোবিপ্রবি_সাংবাদিক_ফোরাম
09/10/2025

মধ্যেরাতে ৪৯ তম বিসিএস পরিক্ষা দিতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা গোবিপ্রবির শিক্ষার্থীদের।
#গোবিপ্রবি_সাংবাদিক_ফোরাম

অর্থনীতি বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী মোঃ রাজিন আহমেদ তার একক প্রচেষ্টায় রচনা ও সম্পাদনা করেছেন সাধারণ জ্ঞানের সবচে...
09/10/2025

অর্থনীতি বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী মোঃ রাজিন আহমেদ তার একক প্রচেষ্টায় রচনা ও সম্পাদনা করেছেন সাধারণ জ্ঞানের সবচেয়ে আধুনিক সংস্করণের বই রাজিন' স GK বই। এই বইটিতে রয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক এবং সাম্প্রতিকের এক দারুন কম্বিনেশন। একই সাথে এই বইটিতে সর্বাধিক মানচিত্র তথ্য এবং গুরুত্বপূর্ণ অংশগুলো হাইলাইট ভাবে তুলে ধরা হয়েছে। এমসিকিউ অংশগুলো সাথে সাথেই প্র্যাকটিস হিসেবে রাখা হয়েছে।
বইটি পাওয়া যাচ্ছে---

বিজয় দিবস হলের 112 নম্বর রুম ও বালির মাঠের লাইব্রেরীগুলোতে।

৪৯তম বিসিএস দিতে ঢাকাতেযাওয়া আসার জন্য -ছাত্রদলের পক্ষ থেকে  বাস সার্ভিসের  জন্যআবেদনের পরিপ্রেক্ষিতে পরিবহন প্রশাসকের  ...
07/10/2025

৪৯তম বিসিএস দিতে ঢাকাতে
যাওয়া আসার জন্য -
ছাত্রদলের পক্ষ থেকে বাস সার্ভিসের জন্য
আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবহন প্রশাসকের সাথে আলোচনা হয়েছে গোবিপ্রবি ছাত্রদলের।

শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অনুরোধে করে যাওয়া-আসার জন্য ২৫০ টাকা
করে নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখিত পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে পরিবহন প্রসাশন-

১/ আসা-যাওয়া বাবদ বিসিএস এর এডমিট কার্ড দেখিয়ে ২৫০ টাকা দিয়ে টোকেন নিতে হবে।

২/১০ তারিখ রাত ৩ টার সময় ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশ্য বাস ছাড়া হবে এবং পরীক্ষা শেষ করে বিকাল ৫ টায় ফিরে আসার জন্য বাস ছাড়া হবে।

৩/ ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাস যাবে।

৪/প্রশাসনিক ভবনের ৪০৫ নং রুম থেকে আজ বিকাল ৩ টা থেকে ৫ টা এবং ৮-৯ তারিখ সকাল ১০ টা থেকে দুপুর ২ টার পর্যন্ত টোকেন পাওয়া যাবে।

৫/ শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী টোকেনপ্রাপ্ত সকলকে বাসের সীট বরাদ্দ দেওয়া হবে৷ টোকেন ব্যাতীত বাসে যাওয়ার কোন সুযোগ থাকবে না।

গোপালগঞ্জ রেলস্টেশন থেকে রাত্রে ক্যাম্পাসে আগত শিক্ষার্থীদের জন্য আগামী ০৭ , ০৮ এবং ০৯ তারিখ  মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার...
05/10/2025

গোপালগঞ্জ রেলস্টেশন থেকে রাত্রে ক্যাম্পাসে আগত শিক্ষার্থীদের জন্য আগামী ০৭ , ০৮ এবং ০৯ তারিখ মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত্রে রেলস্টেশনে বিশ্ববিদ্যালয়ের বাস থাকবে।

পরিবহন প্রশাসক, গোবিপ্রবি।
#গোবিপ্রবি_সাংবাদিক_ফোরাম

🎓🎓 সাফল্য সংবাদ 🎓🎓গোবিপ্রবি এর ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ সেশনের মেধাবী শিক্ষার্থী সাদিয়া শা...
24/09/2025

🎓🎓 সাফল্য সংবাদ 🎓🎓
গোবিপ্রবি এর ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ সেশনের মেধাবী শিক্ষার্থী সাদিয়া শারমিন সিলেটের Leading University তে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে লেকচারার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় জীবনে তিনি অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে উভয় ডিগ্রিতেই প্রথম স্থান অর্জন করেছেন (বিবিএ ৩.৮৭, এমবিএ ৩.৯৩)

তার এই সাফল্য বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের, এবং আগামীর যাত্রায় তার জন্য রইল আন্তরিক শুভকামনা।
#গোবিপ্রবি_সাংবাদিক_ফোরাম

23/09/2025

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সূত্র মতে জানা গেছে, বঙ্গমাতা হলের নতুন নাম হবে বনলতা, শেখ রেহেনা হলের নাম হবে অপরাজিতা, শেখ রাসেল হলের নাম হবে মধুমতী এবং বিএলবি ইনস্টিটিউটের নাম পরিবর্তন হয়ে নতুন নাম হয়েছে ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ। স্কুল এন্ড কলেজের নতুন নাম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ।
#গোবিপ্রবি_সাংবাদিক_ফোরাম

Address

Gopalganj Science And Technology University, Gopalganj
Gobra
8100

Alerts

Be the first to know and let us send you an email when গোবিপ্রবি সাংবাদিক ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গোবিপ্রবি সাংবাদিক ফোরাম:

Share