NUR korean language center

NUR korean language center কোরিয়ার সকল আপডেট এবং কোরিয়ার ভাষা গ্রামার রুলস জানতে আমার পেজটি লাইক &ফলো দিয়ে পাশে থাকুন।ধন্যবাদ

05/08/2024

Eid mubarok

29/04/2024

~~ মে মাস থেকে যারা EPS পরীক্ষায় 100 থেকে 75 পয়েন্ট বা তার বেশি নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে, শুধু তাদের COLOR BLINDNESS ( কালার ব্লাইন্ডনেস ) পরীক্ষা দেয়ার সুযোগ দেওয়া হবে। ~~

~~ কারণ 16 তারিখ থেকে এখন পর্যন্ত পরীক্ষার ফলাফল দেখলে এটা স্পষ্ট যে, 75 পয়েন্টের কম স্কোর করে আপাতত পাশ করলেও মূল মেরিট লিস্টে টিকতে পারার সম্ভাবনা নেই। ~~

⬜ 11 তম (উৎপাদন) UBT কোরিয়ান ভাষার দক্ষতা পরীক্ষা (মোট 24 দিন )

⚪ মোট সময়কাল: 16 এপ্রিল থেকে 23 মে, 2024 পর্যন্ত
🔴 মোট পরিক্ষার্থী: 17,439 জন
⚪ মোট কোটা: 4,800 জন কার্যকরী পরীক্ষা সাপেক্ষে
(নীচে মোট ৮ দিনের জন্য 11 তম উৎপাদন শিল্পের বিস্তারিত রয়েছে।)

⬜ 11 তম (উৎপাদন) UBT কোরিয়ান ভাষার দক্ষতা পরীক্ষা (প্রথম ৮ দিন)

⚪ সময়কাল: এপ্রিল 16 থেকে 25 এপ্রিল, 2024
⚪UBT পরীক্ষা সম্পন্নকারী: 6,000 জন
⚪ পরীক্ষা দিতে ব্যর্থ: 149 জন,
⚪ প্রার্থী: 5,851 জন
🔴 চিটিং : 3 জন ( প্রতারণা করার তারিখ থেকে আগামী 4 বছরের জন্য পরীক্ষা দিতে পারবে না)

🔴 গড় পরীক্ষার স্কোর:
71.374 পয়েন্ট।

■ যারা 100 থেকে 55 পয়েন্ট বা তার থেকে বেশি নাম্বার পেয়ে পাশ করেছে ও কালার ব্লাইন্ড টেস্ট দিয়েছে: 5,783 জন)

⚪ 100 পয়েন্ট: 26 জন
⚪ 97.5 পয়েন্ট: 73 জন
⚪ 95 পয়েন্ট: 156 জন
⚪ 92.5 পয়েন্ট: 218 জন
⚪ 90 পয়েন্ট: 303 জন
⚪ 87.5 পয়েন্ট: 398 জন
⚪ 85 পয়েন্ট: 364 জন
⚪ 82.5 পয়েন্ট: 378 জন
⚪ 80 পয়েন্ট: 400 জন
⚪ 77.5 পয়েন্ট: 360 জন
⚪ 75 পয়েন্ট: 332 জন
⚪ 72.5 পয়েন্ট বা তার কম: 2,775 জন

{■ কালার ব্লাইন্ড ব্যক্তি: 68 জন
⚪ 95 পয়েন্ট: 1 জন
⚪ 92.5 পয়েন্ট: 1 জন
⚪ 90 পয়েন্ট: 1 জন
⚪ 87.5 পয়েন্ট: 6 জন
⚪ 85 পয়েন্ট: 4 জন
⚪ 82.5 পয়েন্ট: 3 জন
⚪ 80 পয়েন্ট: 5 জন
⚪ 77.5 পয়েন্ট: 5 জন
⚪ 75 পয়েন্ট: 7 জন
⚪ 72.5 পয়েন্ট বা তার কম স্কোর: 35 জন।} সূত্র : ইপিএস সেন্টার বাংলাদেশ।
সবাইকে ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে

18/04/2024

জরুরি নোটিশ

চলমান কোরিয়ান ভাষা পরীক্ষা ও ৭ মে হতে স্কীল টেস্ট শুরু এবং অন্যান্য প্রেক্ষাপটের কারণে লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধন অনলাইনে সম্পন্ন করে প্রবেশপত্র প্রদান করা হবে। উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। এই সংক্রান্ত নোটিশ শীঘ্রই এ পেইজে প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার জন্য পরামর্শ দেওয়া হলো।
Boesl

15/04/2024

মৎস্য, নির্মাণ, শীপবিল্ডিং খাতের স্কীল টেস্ট পরীক্ষার সম্ভাব্য তারিখ।
মৎস্য: ৮ মে~ ১০ মে
নির্মাণ শিল্প: ১১ মে~ ১২ মে
শীপবিল্ডিং: ১৩ মে
পরীক্ষা চলবে প্রতিদিন সকাল ৮টা থেকে ১২টা

26/02/2024

যারা কোরিয়ান ভাষার দক্ষতা পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। নিম্নলিখিত তথ্য ভুলভাবে প্রদান করেছেন.

1) ফটো
2) নামের বানান
প্রাক্তন) মোহাম্মদ --> মো.
3) জন্ম তারিখ
4) পাসপোর্ট নম্বর

5 ই মার্চের মধ্যে, বন্ধের দিনগুলি বাদ দিয়ে (08:30 am ~ 5:30 pm) নীচে তালিকাভুক্ত নথিগুলির মূল কপি এবং একটি ফটোকপি সংশোধনের জন্য বাংলাদেশস্থ HRD KOREA EPS সেন্টারে জমা দিতে হবে৷
অন্যথায় আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না যদি আপনি সংশোধন না করেন।
নথির তালিকা
1.পাসপোর্ট
2. পাসপোর্ট সাইজের ছবি
3. NID কার্ড
4. প্রবেশপত্র

টেলিফোন: +8802222289927
ঠিকানা: রিপাবলিক অব কোরিয়া দূতাবাস, 4 মাদানী এভিনিউ, ঢাকা 1212।

29/09/2023

안녕히 주무세요
(শুভ রাত্রি)

ভর্তি চলছে!                           ভর্তি চলছে!           স্কিল টেস্ট কোর্সে ভর্তি চলছে!✅ লটারী বিজয়ী পরীক্ষার্থী যার...
09/09/2023

ভর্তি চলছে! ভর্তি চলছে!
স্কিল টেস্ট কোর্সে ভর্তি চলছে!

✅ লটারী বিজয়ী পরীক্ষার্থী যারা 65 (130) পেয়েছেন স্কিল টেস্টে ভর্তির জন্য যোগাযোগ করুন।
✅️শতভাগ পাশের নিশ্চয়তা।
যোগাযোগ: সি এন্ড বি, গোদাগাড়ী, রাজশাহী। ০১৭৪৫২৮৪৯০১
✅️প্রশিক্ষক:
নূর মোহাম্মদ
কোরিয়ায় দীর্ঘ ৫ বছর থাকার অভিজ্ঞতা
কোরিয়ান ভাষায় 5 level পর্যন্ত প্রশিক্ষণ প্রাপ্ত

গ্রাহক সেবার দিক থেকে আবারও সেরা দক্ষিণ কোরিয়ার ইনছন আন্তর্জাতিক বিমান বন্দর !এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল  (ACI)...
07/09/2023

গ্রাহক সেবার দিক থেকে আবারও সেরা দক্ষিণ কোরিয়ার ইনছন আন্তর্জাতিক বিমান বন্দর !

এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (ACI)
ইনছন আন্তর্জাতিক বিমান বন্দরকে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ সেরা গ্রাহক সার্ভিস স্বীকৃতি প্রদান করেছে ।

সংস্থাটি বিমানবন্দরের সেবার মানকে পাঁচটি ভাগে বিভক্ত করেছেন। ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর গ্রাহকদেরকে সর্বোচ্চ সার্ভিস দিয়ে পরপর দুইবার সর্বোচ্চ লেভেল ৫ অর্জন করেছে।

Address

Godagari
Godagari
6290

Alerts

Be the first to know and let us send you an email when NUR korean language center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share