Qasemi Media

Qasemi Media আলহামদুলিল্লাহ
(5)

19/09/2025

উপস্থাপিকার প্রশ্ন শুনে বিএনপি নেতা নাস্তানাবুদ।

আপনার পকেটের হাজার টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়) অর্থাৎ ...
19/09/2025

আপনার পকেটের হাজার টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে।
২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)
অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১ হাজার টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।
আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ১৮৯০০০ টাকা (প্রায়)
অর্থাৎ আজকে আপনাকে ১৮৯ টি ১ হাজার টাকার নোট লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।
এবার আসুন এই ১ হাজার টাকার মান এখন কত।

২৬০০০ ÷ ২৬ = ১০০০
২৬০০০÷১৮৯= ১৩৭
আপনার ২০০৮ সালের ১ হাজার টাকার নোট টির আজকের মূল্য ১৩৭ টাকা।
এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আপনিও সেটা ধরে নেন।
কিন্তু প্রকৃত ব্যাপার হলো আপনার পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে, যা আপনাকে বুঝতে দেওয়া হয়না। ...

।✅টাকা দিয়ে গোল্ড কিনাই শ্রেয়✅।।

19/09/2025

জুমাবারের গুরুত্বপূর্ণ আমল ---------------------------------------আবু উমামা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও...
19/09/2025

জুমাবারের গুরুত্বপূর্ণ আমল
---------------------------------------
আবু উমামা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,

أَكْثِرُوْا عَلَيَّ مِنَ الصَّلَاْةِ فِيْ كُلِّ يَوْمِ جُمُعَةٍ؛ فَإِنَّ صَلَاةَ أُمَّتِي تُعْرَضُ عَلَيَّ فِي كُلّ يَوْمِ جُمُعَةٍ، فَمَنْ كَانَ أَكْثَرَهُمْ عَلَيَّ صَلَاةً كَانَ أَقْرَبَهُمْ مِنِّي مَنْزِلَةً.

প্রতি জুমার দিন আমার উপর অধিক পরিমাণে দরূদ পাঠ কর। কারণ, জুমাবার আমার উম্মতের দরূদ আমার নিকট পেশ করা হয়।
আর যে ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দরূদ পাঠ করবে, সে (জান্নাতে) আমার অতি নিকটে অবস্থান করবে।
(আস-সুনানুল কুবরা, বাইহাকী ৫৯৯৫, সনদ নির্ভরযোগ্য। ফাতহুল বারী ১১/১৬৭)

হাদীসে বর্ণিত যে কোন দরুদ পড়া যাবে। আর স্বল্প সময়ে অধিক পরিমাণ দরুদ পড়তে হলে "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" পড়া যায়।

আল্লাহ তাআলা আমাদের আমল করার এবং ঘরের ও পরিবারের সবাইকে জানানোর তৌফিক দান করুন।

18/09/2025

এই নির্মমতার শেষ কোথায় 😓😓😓😓😓

মেক্সিকো ভ্রমণে গেছেন এক পর্যটক। ঘুরতে ঘুরতে তিনি গেলেন সমুদ্রের পাড়ে। সেখানে জেলেদের মাছ ধরা দেখে তিনি দারুণ মজা পেলেন...
18/09/2025

মেক্সিকো ভ্রমণে গেছেন এক পর্যটক। ঘুরতে ঘুরতে তিনি গেলেন সমুদ্রের পাড়ে। সেখানে জেলেদের মাছ ধরা দেখে তিনি দারুণ মজা পেলেন। তাদের কাছে গিয়ে পর্যটক বললেন, "আচ্ছা, প্রতিদিন মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”

“বেশিক্ষণ না!” জেলেদের ঝটপট জবাব।

“তাহলে আপনারা বেশি সময় ধরে আরো বেশি মাছ ধরেন না কেন?” পর্যটক প্রশ্ন করেন।

"আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়।" জেলেরা জাল টেনে তুলতে তুলতে বলেন।

“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” পর্যটক জানতে চান।

জেলেরা উত্তর দেয়, “আমরা ঘুমাই, বাচ্চাদের সাথে খেলা করি, স্ত্রীর সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই, জীবনকে উপভোগ করি।"

পর্যটক তাদেরকে থামিয়ে দিয়ে বলেন, “আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনারা আরও বেশি সময় নিয়ে মাছ ধরবেন, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনবেন।"

“তারপর?” জেলেদের প্রশ্ন।

“আপনারা বড় নৌকার সাহায্যে আগের চেয়ে অনেক বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় কয়েকটা নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর বড় কোনো শহর, আমেরিকার লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন।" পর্যটক বলতে থাকেন।

“এসব করতে আমাদের কত সময় লাগবে?” জেলেরা জানতে চায়।

“কুড়ি পঁচিশ বছর তো লাগবেই।” একটু ভেবে জবাব দেন পর্যটক।

"তারপর?" জেলেদের চোখে কৌতূহল।

লোকটা হেসে বলেন, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

পর্যটক তখন কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন।"

জেলেরা উদাসভাবে বলেন, “সেই কাজটাই তো আমরা এখন করছি! তাহলে বিশ পঁচিশ বছরের কষ্ট করতে যাব কেন?"

ছবিটা একটু ভালো করে লক্ষ করুন। ছবিটা হাসিঠাট্টার ছলে তুলেছে কিনা জানি না। তবে আমার কাছে এটা শুধুই একটা ছবি না। এটায় এদেশ...
17/09/2025

ছবিটা একটু ভালো করে লক্ষ করুন। ছবিটা হাসিঠাট্টার ছলে তুলেছে কিনা জানি না। তবে আমার কাছে এটা শুধুই একটা ছবি না। এটায় এদেশের বর্তমান প্রেক্ষাপটের একাংশ স্পষ্ট ভাবে ফুটে উঠেছে।

সবার ক্ষেত্রে না হলেও অনেকের জন্য এটা চরম সত্য। কারণ বর্তমান সময়ে শো-আপ এর একটা অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ফোন। কোন কোন উঠতি বয়সী ছেলে-মেয়ের ক্ষেত্রে বাড়ির চুলায় হাঁড়ি চড়ুক আর না চড়ুক তাদের চাকচিক্য আর লেটেস্ট মডেলের ফোন চাই-ই চাই !

অনেক বেকার ছেলে মেয়ের হাতেও ৪০/৫০ হাজার থেকে শুরু করে লাখ টাকা দামের ফোন থাকে। কিন্তু তারা কর্ম নাই বলে হাহুতাশ করে বেড়ায়। অথচ তাঁরা চাইলেই ঐ ফোনের অর্থ দিয়ে ক্ষুদ্র পরিসরে যে কোন ব্যবসা শুরু করে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।

কথায় আছে সখের তুলা ৮০। তেমনই আমাদের অবস্থাও তাই৷ লক্করঝক্কর ঘরে পুরান কাঁথা বালিশের বিছানায় শুয়ে বালিশে পাশে একটা দামি ফোন না রাখলে ঘুমই আসে না ! কেউ কেউ তো আবার এই সকল উচ্চাভিলাষী সখ পূরণের জন্য নিজেদের চরিত্র পর্যন্ত দরদামের পাল্লায় তুলে ফেলতেও দ্বিধা করে না।

কথাগুলো সবার জন্য না। যারা জন্মগত ধনীর দুলাল/দুলালী তাদের হিসাব আলাদা। কথাগুলো মূলত নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য। পারিবারিক অবস্থা বিবেচনায় ভাব ভঙ্গি নিয়ে চলা উচিত। সব কিছুরই মানানসই বলে একটা কথা আছে।

সব শেষে দুইটা কথা বলি;
১| খড়ের গাদা মণিমুক্তা রাখার জায়গা না। মণিমুক্তা রাখতে হয় সিন্দুকে।
২| ঘোড়া কেনার আগেই চাবুক কিনে চাবুক হাতে নিজেই ঘোড়ার মত না দৌড়ে; আগে ঘোড়া কিনুন। দেখবেন চাবুকের ব্যবস্থা আপনাআপনি হয়ে যাবে।

বুঝলে বোঝেন, না বুঝলে নাই।
সবার জন্য শুভ কামনা।

ছবি : ফেসবুক গ্রুপ থেকে সং*গৃহীত

প্রবাসী লোকটা বলতেছে- দেখ তুই আমার আমার তিন বাচ্চার সন্তানের মাকে ভাগিয়ে নিয়ে গেছিস, আমি তোর ১৬ বছরের বোনকে নিয়ে আসছি।
17/09/2025

প্রবাসী লোকটা বলতেছে- দেখ তুই আমার আমার তিন বাচ্চার সন্তানের মাকে ভাগিয়ে নিয়ে গেছিস, আমি তোর ১৬ বছরের বোনকে নিয়ে আসছি।

🕋🌻 ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা⏳ আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিনচলুন একসাথে জেনে নিই...💐 ১. কেউ কেউ পেটের উপ...
15/09/2025

🕋🌻 ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা
⏳ আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন
চলুন একসাথে জেনে নিই...

💐 ১. কেউ কেউ পেটের উপর ভর করে ঘুমান।
💐 ২. কেউ কেউ পিঠের উপর শুয়ে ঘুমান।
💐 ৩. কেউ কেউ বাম কাত হয়ে ঘুমান।
💐 ৪. কেউ কেউ ডান কাত হয়ে ঘুমান।

১. পেটের উপর ঘুমানো:

এই অবস্থায় ঘুমালে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কারণ দেহের ওজন এবং হাড়ের কাঠামো ফুসফুসের উপর চাপ ফেলে।
👈 তাই, পেটের উপর ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়।

৩. বাম কাত হয়ে ঘুমানো:

সাধারণভাবে খাবার হজম হতে ২ থেকে ৪ ঘণ্টা সময় লাগে।
কিন্তু বাম কাত হয়ে ঘুমালে হজম হতে লাগে ৫ থেকে ৮ ঘণ্টা, কারণ ডান ফুসফুস বড় হওয়ায় তা হৃদয় এবং যকৃৎকে চাপ দেয়।
ফলে যকৃৎ, যা শরীরের সবচেয়ে বড় অঙ্গ, সঠিকভাবে কাজ করতে পারে না এবং অস্বস্তি তৈরি হয়।
👈 অতএব, বাম কাত হয়ে ঘুমানোও স্বাস্থ্যসম্মত নয়।

৪. ডান কাত হয়ে ঘুমানো:

ডান কাত হলে, বাম ফুসফুস যেহেতু ছোট ও হালকা, তাই চাপ কম পড়ে।
আর যকৃৎ শরীরের নিচে স্থির হয়ে থাকে, ফলে হজম দ্রুত হয়।
💐 তাই, এটাই ঘুমানোর সবচেয়ে উত্তম উপায়—স্বস্তিদায়ক এবং উপকারী।

হাদীস দ্বারা প্রমাণ:

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যখন তুমি শোবার যায়, তখন নামাযের ওযু করো, তারপর ডান কাত হয়ে শুয়ে পড়ো এবং বলো:
اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ...”
📖 সহীহ বুখারী ও মুসলিম (মত:আলাইহি)

প্রাচীন বাণী:

পিঠের উপর ঘুমানো: রাজাদের ঘুম

পেটের উপর ঘুমানো: শয়তানের ঘুম

বাম কাত হয়ে ঘুমানো: ধনীদের ঘুম (অতিরিক্ত খাওয়ার কারণে)

ডান কাত হয়ে ঘুমানো: পরহেযগার ও আলেমদের ঘুম
🌟 আর এটি-ই ছিল রাসূলুল্লাহ ﷺ -এর ঘুমানোর ভঙ্গি।

📚 এই কল্যাণকর জ্ঞান ছড়িয়ে দিন, কারণ কল্যাণের দিকনির্দেশক তার কার্যসম্পাদনকারীর মতোই পুরস্কার পাবেন।

🕋🤲 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ﷺ

(কপি পোস্ট)

কালে কালে আরও কতকিছু দেখতে হবে😫
14/09/2025

কালে কালে আরও কতকিছু দেখতে হবে😫

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট,বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এক্সিডে...
12/09/2025

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য
এই ছবি টাই যথেষ্ট,বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এক্সিডেন্টে রাস্তায় স্পট ডেথ।

ইলিশ মাছ গুলো ঠিকই পড়ে আছে কিন্তু যে খাবে সে মানুষ টাই দুনিয়াতে নাই....

ইমাম শাফিয়ি (রাহি.) বলেন,
যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে। আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি,সেটি দুই ঠোঁটের মধ্যখানে থাকলেও তোমার হবে না।'

Address

Brahmon Baria
Gokarna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qasemi Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category