নিউজ গোপালদী পৌরসভা

নিউজ গোপালদী পৌরসভা সত্যের পথে সংগ্রাম করতেই হবে

আজ লন্ডনে পবিত্র ঈদুল আযহার নামাজের শেষে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও একান্ত আলাপচারিতা...
06/06/2025

আজ লন্ডনে পবিত্র ঈদুল আযহার নামাজের শেষে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও একান্ত আলাপচারিতায় দেখা যায় আড়াইহাজারের কৃতি সন্তান ও নারায়ণগঞ্জ দুই আসনের এমপি পদপ্রার্থী মাহমুদুর রহমান সুমনকে।

04/06/2025

আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১. নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।

iv). মাথাব্যথা।
v). গলা ব্যথা।

vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।

viii). ক্ষুধা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

২. এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণ বেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩. খুব অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪. তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি নাসোফ্যারিঞ্জিয়াল অঞ্চলে পাওয়া যায়নি, এবং তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫. COVID-OmicronXBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রেতে হালকা নিউমোনিয়া দেখা যায়। এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে। তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে। এটি ব্যাখ্যা করে যে কেন COVID-Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে। *

৬. যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।
* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

[বন্ধুবান্ধব বা পরিবারের সাথে এই বিভাগটি শেয়ার করতে ভুলবেন না]।
[এই বার্তাটি নিজে বুকমার্ক করবেন না]।
অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

03/06/2025

দীর্ঘ ২৭ বছর বিএনপির লড়াই-সংগ্রামে থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে, বিএনপির রাজনীতি থেকে ইতি টানলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লক্ষ্মীবরদী গ্রামের সন্তান লিয়াকত মিয়া ।

মৃত্যুবার্ষিকী পালনের নামে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দিন এবং তার কতিপয়...
31/05/2025

মৃত্যুবার্ষিকী পালনের নামে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দিন এবং তার কতিপয় অনুসারীদের নামে।

উল্লেখ্য যে, গত ৩০ই মে রোজ শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের নামে দলীয় নেতাকর্মীদের থেকে অতিরিক্ত চাঁদাদাবি করেন খাজা মাঈনুদ্দিন। এছাড়াও আওয়ামী লীগের কর্মীদের ভুয়া মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জোড় জবরদস্তি করে টাকা আদায়ের হুমকি দেন বিশনন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম, বিএনপি নেতা মোস্তফা, দাইয়ান সহ খাজা মাঈনুদ্দিনের অনুসারীরা।

এক তথ্যসূত্রের মাধ্যমে জানা যায় যে, খেটে খাওয়া দিনমজুর বিএনপি প্রিয় কর্মীদের থেকেও তিনি ১০০০০/- টাকার চাঁদা দাবি করে বসেন। স্থানীয় বিএনপি নেতৃত্বরা তাদের এই চাঁদাবাজির কারণে বিএনপির ভবিষ্যত নিয়ে আশংকায় আছেন। তাদের মতে বিএনপি একটি জনপ্রিয় দল৷ দলের কিছু অসাধু কর্মীর জন্য দলের বদনাম হোক তারা তা চায় না।এমনকি গ্রামবাসী ও তাদের অত্যাচারে অতিষ্ঠ।

ড. ইউনূসকে প্রতিনিয়ত অপমান করছেন কিছু নেতা।দেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই। ‘চুপ্পু চাচ্চু’ এখনও প্রেসিডেন্ট পদে বহাল।...
31/05/2025

ড. ইউনূসকে প্রতিনিয়ত অপমান করছেন কিছু নেতা।
দেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই। ‘চুপ্পু চাচ্চু’ এখনও প্রেসিডেন্ট পদে বহাল। ওয়াকার স্যার ও তাঁর সহযোগীরাই আছেন ক্ষমতায়।

ড. ইউনূস কি হার মানার মানুষ? তিনি কি এত অপমানের পরও সব কিছু মেনে নেবেন? চুপ থাকবেন?

একজন নেতা এক টক শো-তে বলেছেন, “ড. ইউনূস যদি ক্ষমতা থেকে যান, সারা দেশে গ্রামীণ ব্যাংকের কোনো শাখার একটি ইটও খুঁজে পাওয়া যাবে না।”

কেউ বলছেন—ড. ইউনূস আদম ব্যবসায়ী, জাপানে গেছেন আদম পাচারের জন্য।
কেউ বলছেন—ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ক্ষমতা ছাড়তেই চাননি। “তিনি কীভাবে এ ক্ষমতা ছেড়ে দেবেন?”

এই কথাগুলো কি ড. ইউনূসকে আঘাত করে না? তিনি কি সহজে মেনে নেবেন?

জামায়াত জানে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে।
এনসিপি জানে, নির্বাচনের পর বিএনপি-আওয়ামী লীগ এক হয়ে তাদের ‘আলুর ভর্তা’ বানাবে।
সেনাবাহিনী, পুলিশ জানে—তাদের অনেক কর্মকর্তা বিপদে পড়তে পারেন।

ড. ইউনূস যদি নির্বাচন দিয়ে সরে দাঁড়ান, তবুও তিনি কি নিরাপদ থাকবেন?
এই বিষয়গুলো কি ড. ইউনূসের টিম তাকে বলে না?
ড. ইউনূস কি কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা ছাড়া এগোচ্ছেন?

ড. ইউনূস কি তারেক রহমানের হুমকি হালকাভাবে নেবেন?
যদি ড. ইউনূস তারেক রহমানকে এভাবে হুমকি দিতেন, তারেক রহমান কি সেটা সহ্য করতেন?

আমার মনে হয়, দেশ এক বড় সংকটের দিকে যাচ্ছে—এমন একটি সংকট, যা কেউ এখন কল্পনাও করতে পারছেন না।

ড. ইউনূস হয়তো চাচ্ছেন, আপনারা আরও বলুন, আরও অপমান করুন।
কিন্তু তাঁর হারানোর কিছু নেই—বয়সের যে জায়গায় তিনি আছেন, মৃত্যু তাঁর জন্য খুব দূরের কিছু নয়।
তবে তিনি হার মেনে মরবেন না। পরাজয় মেনে নেবেন না।
তিনি এমন কিছু একটা করে যাবেন, যা হয়তো যারা আজ তাঁকে নিয়ে উল্টাপাল্টা বলছেন—তাদের জন্য ভালো হবে না।

ড. ইউনূস একজন আন্তর্জাতিক খেলোয়াড়। তিনি এক আন্তর্জাতিক খেলা খেলবেন। প্রস্তুত থাকুন।

হয়তো তিনি নির্বাচন দেবেন। হয়তো আপনারা পাশও করবেন। কিন্তু… ক্ষমতায় যেতে পারবেন না। আমি বলছি “হয়তো।”

এভাবে নোংরামিতে না গিয়ে, তারেক রহমান যদি নিজেই কথা বলতেন, সবাইকে থামিয়ে দিতেন—তবে পারতেন পরিস্থিতি সামাল দিতে।
কিন্তু অনেক দেরি হয়ে গেছে।
ভুল পথে হাঁটছেন সবাই, ভুল কথাই বলছেন সবাই।

তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন —এটা নিয়েও হাসি-তামাশা চলছে।বড় ভুল হচ্ছে কোথাও।

ড. ইউনূসের নাটক শেখ হাসিনা বুঝতে পারেননি—তাই আজ তিনি নিজেই এক কঠিন সংকটে।

আমার কথাগুলো হালকাভাবে না নিলে, অন্তত একটি রাজনৈতিক দলের উপকার হতে পারে।
#বাংলাদেশ

দেশে যে সঙ্কট চলছে তা নিরসনে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ নিচের ৩ জনের যেকোন একজনের পদত্যাগের গুঞ্জন উঠেছে।ড. মু...
22/05/2025

দেশে যে সঙ্কট চলছে তা নিরসনে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ নিচের ৩ জনের যেকোন একজনের পদত্যাগের গুঞ্জন উঠেছে।

ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা

জেনারেল ওয়াকার-উজ-জামান
সেনাবাহিনী প্রধান

লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও)

ড.ইউনুস পদত্যাগ করলে মেয়র নয় মেথররও পদ হারাতে হবে।এই ইশরাক কে খুঁজেও পাওয়া যাবে না এবং হাসিনা ফিরবেই ফিরবে। আর এখন যারা...
22/05/2025

ড.ইউনুস পদত্যাগ করলে মেয়র নয় মেথররও পদ হারাতে হবে।এই ইশরাক কে খুঁজেও পাওয়া যাবে না এবং হাসিনা ফিরবেই ফিরবে। আর এখন যারা দম্ভ অহংকার করে ক্ষমতা দেখাচ্ছেন তাদের কে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

উনাকে উনার মতো করে দেশ সংস্কারে সহযোগিতা করুন।
দেশপ্রেম বজায় রাখুন ❤️

22/05/2025

যেই আজকে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস পদত্যাগের কথা বলেছেন তার সাথে সাথেই বিএনপি'র আন্দোলনের নামে যত বেটা গিরি ছিল সব শেষ। কারণ বিএনপি ভালো করেই জানে এক দিকে ডঃ মুহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন অন্যদিকে সারা বাংলাদেশে আওয়ামী শাসন আমল কায়েম হয়ে যাবে আর বিএনপি'র অস্তিত্ব বিলীন হয়ে যাবে ।হ্যাঁ এটাই সত্য।
ইউনুস স্যার পদত্যাগ করে চলে গেলে আর্মির হাতে থাকবে দেশের শাসনভার।
তখন সবাই মনের সুখে আন্দোলন করার সুযোগ পাবে আর সবারই দাবি দাওয়া,চাওয়া পাওয়া আর্মি সুন্দর করে পূর্ণ করে দিবে। দেশে আরেকটা বার যদি এক এগারো নেমে আসে তখন দেখবেন খেলাটা কোন দিকে গড়ায়।

আর তখন যারা দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামতে পারবি তাহলে তোরাই হইলি একমাত্র বাপের বেটা!!

20/05/2025

গোপালদী পৌরসভার গোপালদী বাজারে আধিপত্য বিস্তার নিয়ে শুরু হয়েছে বিএনপিপন্থী নেতাকর্মীদের মাঝে কোন্দল।
গত ৫ তারিখের পর থেকে গোপালদী বাজারে সার্বিক পরিচালনা এবং সর্বক্ষেত্রে আধিপত্য বিস্তার করে আসছে লক্ষীবরদী গ্রামের বিএনপির নেতাকর্মীরা। বর্তমানে ইজারা তোলার ক্ষেত্রেও দেখা যায় লক্ষীবরদী গ্রামের বিএনপি নেতাকর্মীরাই বেশি। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও বর্তমানে গোপালদী পৌরসভার ৪নং ৫ নং ওয়ার্ডের উলুকান্দি পূর্বপাড়া ও পশ্চিমপাড়া নেতাকর্মীদের মাঝে শুরু হয়েছে মতবিরোধ। তাদের মতে বাজারের সার্বিক পরিচালনা বাজারের ইজারা এবং আধিপত্য বিস্তারে তাদের প্রাধান্য সবচেয়ে বেশি হতে হবে। সেই লক্ষ্য গোপালদী বাজারের সার্বিক পরিচালনার দায়িত্ব নেয়ার পক্ষে ৬ নং ওয়ার্ড দাইরাদি, মুরাদপুর ও ও পার্শ্ববর্তী গ্রাম রামচন্দ্রদিকে বাদ দিয়ে উলুকান্দি পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার বিএনপিপন্থী নেতাকর্মীরা একজোট হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন বেপারী পাড়ার নাজিম উদ্দিন(হোটেল নাজিম উদ্দিন),উলুকান্দির সুলমান (ভেন গাড়ি সুলমান),সাজিদুল হাজী,মহেজ,জয়নাল,জাহাঙ্গীর
ও আরো অনেক বিএনপিপন্থী নেতাকর্মী।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ আমানেরর ভাই ও আওয়ামীলীগ নেতা হওয়ার কারণে একজন ব্যবসায়ী এবং মাহাম্মদপ...
18/05/2025

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ আমানেরর ভাই ও আওয়ামীলীগ নেতা হওয়ার কারণে একজন ব্যবসায়ী এবং মাহাম্মদপুর ইউনিয়নের ক্লিন ইমেজের ব্যক্তি আদনান রুবেলকে যদি গ্রেফতার করা হয়,তাহলে বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামের ভাই গুলো বাচ্চু এবং আমান কিভাবে নির্ভয়ে নির্দ্বিধায় বিশনন্দি ইউনিয়ন এবং গোপালদী পৌরসভায় চলাফেরা করে থাকে?
বিশেষ করে ছবি চিহ্নিত ব্যক্তি আমানুল্লাহ আমান আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান সিরাজুল ইসলামের ছোট ভাই হয়ে কিভাবে এখনো নজরুল ইসলাম বাবুর জয়ধ্বনি দিয়ে গোপালদী পৌরসভায় প্রতিনিয়ত আসা-যাওয়া এবং চলাফেরা করে যাচ্ছে। তার বিরুদ্ধে তার নিজ এলাকা ও বিশনন্দী ইউনিয়নে বেশ কিছু অন্যায়ের অভিযোগ এবং সরকারি ওয়াশা থেকে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে। সেই টাকা আত্মসাৎ করে গোপালদী পৌরসভায় করেছে সম্পত্তির পাহাড়। এসব সম্পত্তি দেখভাল এবং তার শ্বশুর দায়াকান্দা নিবাসী গোপালদী বাজারের সিরাজউদ্দিন প্লাজা আর ভাড়াটিয়া হোসেন মিয়ার নামে পরিচালনা করে থাকেন।
অনেকের মনে প্রশ্ন উঠেছে তাকে বিশনন্দি ইউনিয়নের বিএনপির সভাপতি গাজী মাসুদের সুতার দোকানের সাথে সবসময় থাকতে বসতে দেখা যায়, তাহলে কি গাজী মাসুদের সাথে আঁতাত করেই তার এই প্রভাব বিস্তার হচ্ছে। আর যদি সেটা না হয় তাহলে গাজী মাসুদ যেন তা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।
গোপালদী পৌরবাসীর মনে প্রশ্ন উঠেছে যেখানে গোপালদী পৌরসভার ক্লিন ইমেজের ভালো ভালো আওয়ামীলীগ নেতা পলাতক রয়েছে সেখানে একজন অন্যায়কারী ও বিনা ভোটার চেয়ারম্যান ভাই হয়ে আমানুল্লাহ আমান কিভাবে গোপালদী পৌরসভায় অবাধ চলাফেরা করে। এর পিছনে হাত কার?
প্রশাসন কেন তাকে এখনো আইনের আওতায় এনে গ্রেফতার করছে না।

16/05/2025

বিশনন্দী ইউনিয়ন চৈতনকান্দা গ্রামের ও সরকারি সফর আলী কলেজের সাবেক এ জি এস আওয়ামীলীগ নেতা আলাউদ্দিনকে বিনা ওয়ারেন্টে গোপালদী তদন্ত কেন্দ্রের অফিসারগণ এরেস্ট করতে গেলে সেখানকার স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে পড়ে পরবর্তীতে তাকে ছেড়ে ফিরে আসতে বাধ্য হয়।

আড়াইহাজারের উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান আমানুল্লাহ আমানের ছোট ভাই ও মাহমুদপুর ইউনিয...
11/05/2025

আড়াইহাজারের উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান আমানুল্লাহ আমানের ছোট ভাই ও মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এছাড়াও বিএনপি কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের মেয়ের জামাই #আদনান_রুবেলকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।

Address

আড়াইহাজার, নারায়ণগঞ্জ
Gopaldi

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউজ গোপালদী পৌরসভা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share