Aminul Vlogs

Aminul Vlogs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aminul Vlogs, Digital creator, Gopalganj.

05/06/2025

বেসরকারি চাকরি😓

21/05/2025

আপনার পাশ দিয়ে যদি কেউ এমন ঘোরাঘুরি করে থাকে, যারা মুত কন্ট্রোল করতে পারে না বা ১৬ বছর মোতে না । দয়া করে তাদের ক্যাথেটার পরিয়ে দিন ।🐸
যেহেতু ১৬ বছর মোতে না তাই নিরাপদ আশ্রয়ে থাকুন । যেকোনো সময় তলপেট ফেটে জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারেন ।

এমন কাটাওলা গাছে বালিশের নরম তুলা জন্মায় । মহান আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, কতই না বৈচিত্র্যময়।
19/05/2025

এমন কাটাওলা গাছে বালিশের নরম তুলা জন্মায় । মহান আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, কতই না বৈচিত্র্যময়।

পাখিটির নাম পেলিকান। যখন এদের চরম খাদ্য সংকট দেখা দেয়, তখন "মা" পাখি নিজের বুক এভাবে ক্ষতবিক্ষত করে। আর সেই ক্ষতস্থান থ...
14/05/2025

পাখিটির নাম পেলিকান। যখন এদের চরম খাদ্য সংকট দেখা দেয়, তখন "মা" পাখি নিজের বুক এভাবে ক্ষতবিক্ষত করে। আর সেই ক্ষতস্থান থেকে বের হওয়া রক্ত পান করে বাচ্চারা জীবন বাঁচায়।

পৃথিবীতে মায়ের সাথে তুলনা করার মতো কোনো বস্তু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি এবং কোনদিন হবেও না। ভালো থাকুক পৃথিবীর সকল মা!

বয়সটা উত্তেজনার 🐸
14/05/2025

বয়সটা উত্তেজনার 🐸

13/05/2025

গোপালগঞ্জ কাচ্চি ডাইনে খাবার খাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল?!!!

সে অনেক খুশি ❤️
12/05/2025

সে অনেক খুশি ❤️

সূর্যমুখী একধরনের একবর্ষী ফুলগাছ। সূর্যমুখী গাছ লম্বায় ৩ মিটার হয়ে থাকে, ফুলের ব্যাস ৩০ সেন্টিমিটার পর্যন্ত হয়। এই ফু...
23/04/2025

সূর্যমুখী একধরনের একবর্ষী ফুলগাছ। সূর্যমুখী গাছ লম্বায় ৩ মিটার হয়ে থাকে, ফুলের ব্যাস ৩০ সেন্টিমিটার পর্যন্ত হয়। এই ফুল দেখতে কিছুটা সূর্যের মত এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে সূর্যমুখী নামকরণ করা হয়েছে ।
এর বীজ হাঁস মুরগির খাদ্য ও তেলের উৎস হিসেবে ব্যবহৃত হয়। এই বীজ যন্ত্রে মাড়াই করে তেল বের করা হয় ৷ তেলের উৎস হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখীর ব্যাপক চাষ হয়। সমভুমি এলাকায় শীত ও বসন্তকালে, উঁচু লালমাটি এলাকায় বর্ষাকালে ও সমুদ্র কুলবর্তী এলাকায় শীতকালীন শস্য হিসাবে চাষ করা হয়।
১৯৭৫ সাল থেকে সূর্যমুখী একটি তেল ফসল হিসেবে বাংলাদেশে আবাদ হচ্ছে। বর্তমানে রাজশাহী, যশোর, কুষ্টিয়া, নাটোর জেলা, পাবনা, দিনাজপুর, গাজীপুর, টাংগাইল প্রভৃতি জেলাতে এর ব্যাপক চাষ হচ্ছে।
সূর্যমুখীর তেল ঘিয়ের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, যা বনস্পতি তেল নামে পরিচিত। এই তেল অন্যান্য রান্নার তেল হতে ভাল এবং হৃদরোগীদের জন্য বেশ কার্যকর। এতে কোলেস্টেরলের মাত্রা অত্যন্ত কম। এছাড়া এতে ভিটামিন এ, ডি ও ই রয়েছে।

ছবিটি তুলেছেন: Ariful Ahmed Mir

23/04/2025

কোটালীপাড়ায় অবস্থিত "সেরীন এগ্রো ফার্ম" একটি শাহীওয়াল জাতের গরুর ফার্ম ।

আপনার সুনিশ্চিত মতামত দিন ।
21/04/2025

আপনার সুনিশ্চিত মতামত দিন ।

প্রিয় দেশবাসী সকলের দৃষ্টি আকর্ষণ করছি:- তরমুজের ভাব বেড়েছিল,,,আমাদের আম জনতার বয়কটে দাম হাতের নাগালে,,,এভাবে গরুর মাংস...
29/03/2024

প্রিয় দেশবাসী সকলের দৃষ্টি আকর্ষণ করছি:-

তরমুজের ভাব বেড়েছিল,,,আমাদের আম জনতার বয়কটে দাম হাতের নাগালে,,,এভাবে গরুর মাংসও খাওয়া বাদ দিন,বয়কট করুন ১ বা ২ বা ৩ মাস,,,দেখবেন,,,,সেটাও হাতের নাগালে চলে আসবে,,ক্রেতা না কিনলে,,দাম বাড়িয়ে কয়দিন কাটা গরুর মাংস রাখবে ফ্রিজে!!!!!কম দামে ক্রেতা না কিনলে,,কতদিন চড়া দাম হাকাবে!!!!!ক্রেতাই যদি না থাকে,,কিসের সিন্ডিকেট,,,,, আমরা সব চাইলেই পারি,,লাগবে শুধু একতা,,,,,চলেন, তরমুজের পরে এবারে গরুর মাংসের দাম কমাই❤️

" ঠরমুজ ইভার ঠুডের গুহার বিট্রে বরিয়া রাখ ছুডির বাঈয়েরা " - লর্ড ক্লাইভ
26/03/2024

" ঠরমুজ ইভার ঠুডের গুহার বিট্রে বরিয়া রাখ ছুডির বাঈয়েরা " - লর্ড ক্লাইভ

Address

Gopalganj

Telephone

+8801966680420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aminul Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aminul Vlogs:

Share