Freelancer Kader

Freelancer Kader Welcome to my Page. My Name is Kader. I am a Professional Ads and SEO Expert. .

05/05/2024

আহারে

30/11/2023

🥀✨Good News✨🥀
৮২৩ বছর পর সামনে ডিসেম্বর মাসে
৫ টি শুক্রবার পড়েছে
🕌 সবাই বলি আলহামদুলিল্লাহ 🕌

23/11/2023

habits☺️
কতই না আনন্দের সাথে দিনগুলো কাটত

💝🥲

15/10/2023

ফাইভার আইপি সংক্রান্ত আলোচনা (A-Z)

ফাইভারে অ্যাকাউন্ট ব্যান হওয়ার পেছনে, অন্যতম একটি কারগুলোর মধ্যে এটি একটি ধরা হয়। কিন্তু শুনলে হয়তো অবাক হবেন যে, আইপি সমস্যা দেখিয়ে ফাইবার কখনো একাউন্ট ব্লক করে না। তারা সাধারনত মাল্টিপল ফাইভার একাউন্ট ব্যবহারের অপরাধে, অ্যাকাউন্ট ব্লক করে থাকে। আর এই একাধিক একাউন্টের বিষয়টির সাথে শুধু আইপি নয়, বরং ডিভাইসের বেপারটিও জড়িত।
বিভিন্ন সময়ে অনেককে দেখা যায়, তার একাউন্ট ব্লক হয়েছে একাধিক একাউন্ট থাকার কারণে। কিন্তু সে দাবি করছে, তার একাধিক অ্যাকাউন্ট নেই। এখানে আমরা ফাইভারকে মিথ্যাবাদি ভাববো, নাকি যার একাউন্ট ব্লক হয়েছে তাঁকে মিথ্যাবাদি বলবো? আসলে কেউই মিথ্যাবাদী নয়, বোঝার ভুল রয়েছে এখানে। ভুলটা মূলত আমাদেরই, তবে কিছু কিছু সময় ফাইভারের ভুল থাকতে পারে। যেহেতু এটা তাদের সিস্টেম থেকে অটোমেটিক ধরা হয়, বিভিন্ন কারনে সিস্টেমের অ্যালগরিদম কাজ করতে গিয়ে ভুল টার্মে পড়ে একাউন্টের সমস্যা হওয়া অস্বাভাবিক নয়। তবে এটা খুবই রেয়ার। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বুঝে কিংবা না বুঝে, ভুল থাকার সম্ভাবনা রয়েছে।
আইপি সংক্রান্ত বিষয়ঃ আপনি যদি আইপি নিয়ে খুব বেশি টেনশনে থাকেন, তবে চাইলে আপনি যদি সুযোগ থাকে, ডেডিকেটেড আইপি নিয়ে নিবেন। কিন্তু যদি আপনি শেয়ারড আইপি ব্যবহার করেন তার মানে এই নয় যে, আপনার ফাইভার একাউন্ট ব্লক হবে। শেয়ার্ড আইপি এর মাধ্যমে আপনি যদি ফাইবার ব্যবহার করেন সে ক্ষেত্রে ফাইবার সাধারণত আপনার আইপি এর পাশাপাশি লোকেশন এবং ডিভাইস ম্যাক আইডি ট্রাক করে থাকে এবং এক্ষেত্রে ডিভাইসের ম্যাক আইডি এর প্রতি প্রাধান্য বেশি দেওয়া হয়। এর মানে দাঁড়াচ্ছে আইপি নিয়ে আপনাকে খুব বেশি টেনশন না করলেও চলবে। মূলত আপনি যদি একই কম্পিউটার কিংবা একই মোবাইলে একাধিক আইডি ব্যবহার না করেন, তাহলে আপনার ভয়ের তেমন কিছু নেই।
তবে কেউ যদি একই ওয়াইফাই রাউটার এর আন্ডারে দুটি আলাদা পিসিতে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের ফাইভারের সার্ভিস যেন আলাদা হয়। অন্যথায় আপনাদের দুটি অ্যাকাউন্টই ব্লক হতে পারে।

কিছু সাধারণ প্রশ্ন এবং উত্তরঃ
প্রশ্ন-০১ঃ আমার ইন্টারনেট এর আইপি কিভাবে চেক করবো?
উত্তরঃ গুগলে গিয়ে "What is my IP" লিখে সার্চ দিন। তাহলে যে আইপিটা দেখতে পাবেন, সেটাই আপনার ইন্টারনেটের আইপি। https://canyouseeme.org সহ আরো কিছু সাইট রয়েছে যেগুলো দিয়ে চেক করা যায়, কিন্তু আমি যেভাবে বলেছি এটার মাধ্যমে নিশ্চিত হতে পারবেন খুব সহজে।

প্রশ্ন-০২ঃ ডেডিকেটেড আইপি নেওয়া কি বাধ্যতামূলক?
উত্তরঃ না, ডেডিকেটেড আইপি নেওয়া মোটেও বাধ্যতামূলক নয়। তবে সুযোগ থাকলে সম্পূর্ণরূপে সেফ থাকার জন্য, আপনি চাইলে ডেডিকেটেড আইপি নিতে পারেন। এটা শুধু ফাইভার নয়, আপনার ডাটা প্রাইভেসি, ব্রাউসিং প্রাইভেসি এবং সিকিউরিটি এর জন্যেও উপকারি।

প্রশ্ন-০৩ঃ আমার ISP বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাকে ডেডিকেটেড আইপি দিয়েছে কিনা বুঝবো কিভাবে?
উত্তরঃ আপনি যদি ডেডিকেটেড আইপি নিয়ে থাকেন, তাহলে আপনাকে যে আইপিটা দেওয়া হবে সেই আইপি দিয়েই আপনার রাউটার কনফিগার করা হবে এবং ওই একই আইপি গুগলে "What is my IP" লিখে সার্চ দিলে শো করবে। যদি আপনার রাউটারের ভেতরে দেওয়া আইপি এবং গুগলে পাওয়া আইপি না মিলে যায়, তবে বুঝতে হবে এটা ডেডিকেটেড আইপি না।

প্রশ্ন-০৪ঃ আমি কি একই সাথে মোবাইল এবং কম্পিউটার এ আমার ফাইবার আইডি ব্যবহার করতে পারবো?
উত্তরঃ অবশ্যই পারবেন শুধু একটি কম্পিউটার কিংবা একটি মোবাইল না, আপনার যদি একাধিক কম্পিউটার কিংবা একাধিক মোবাইল থাকে সেগুলোতেও চাইলে আপনার ফাইবার একাউন্ট টি ব্যবহার করতে পারবেন। তাছাড়া সব ডিভাইসে একই সাথে ব্যবহার করতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে ওই সব মোবাইল কিংবা কম্পিউটারে অন্য কোন ফাইবার অ্যাকাউন্ট কখনো যেন, ব্যবহার করা না হয়।

প্রশ্ন-০৫ঃ আমি আমার ব্রডব্যান্ড ইন্টারনেটের লাইন পরিবর্তন করবো, এতে কোন সমস্যা হবে কি?
উত্তরঃ না কোনো সমস্যা হবে না। তবে, ব্রডব্যান্ড ইন্টারনেটের লাইন পরিবর্তন করলে, আপনার আইপিও পরিবর্তন হবে। সেটা হোক ডেডিকেটেড কিংবা শেয়ার আইপি। এক্ষেত্রে, আপনি নিজের সেফটির জন্য ফাইবার সাপোর্টে একটি মেসেজ দিয়ে রাখতে পারেন যে, আপনি আপনার ইন্টারনেট লাইন পরিবর্তন করছেন। যদিও এটা জরুরী নয়, কিন্তু এটা করলে আপনি ১০০% সেইফ থাকবেন। আমি নিজে ফাইবারকে এমনটা জানিয়েছিলাম লাইন পরিবর্তনের আগে এবং তারা বলেছে তাদের সিস্টেম হয়তো অ্যালগরিদম এর উপরে নির্ভর করে কখনো কখনো এমন ক্ষেত্রে একাউন্ট ব্লক করে ফেলে। কিন্তু যেহেতু আমি তাদেরকে আগেই জানিয়েছি, আমার একাউন্ট ডিজেবল হলে, তাদের সাথে পুনরায় যোগাযোগ করতে বলা হয়েছে। যাতে করে তারা ম্যানুয়ালি অ্যাকাউন্টটি ঠিক করে দিতে পারে। সুতরাং বুঝতেই পারছেন, তাদেরকে জানালে আপনি কতটা নিরাপদ।

প্রশ্ন-০৬ঃ আমি কম্পিউটারে ব্রডব্যান্ড ব্যবহার করি এবং বাসায় থাকলে মোবাইলেও ব্রডব্যান্ড ব্যবহার করি। কিন্তু বাইরে গেলে মোবাইল ডাটা ব্যবহার করি, এতে কি কোনো সমস্যা হবে?
উত্তরঃ না, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
প্রশ্ন-০৭ঃ কোন হোটেল, রেস্টুরেন্ট, মার্কেট,পাবলিকপ্লেস কিংবা বন্ধুর বাসায় গিয়ে যদি যদি ওপেন/শেয়ারড ওয়াইফাই ব্যবহার করি এবং সেই একই ওয়াইফাইতে অন্য কোন ফাইবার ব্যবহারকারী থেকে থাকে, তাহলে কি কোন সমস্যা হবে?
উত্তরঃ ফাইবার অত্যন্ত স্মার্ট, তারা একটি ইন্টারনেট আইপি থেকে আপনি কতবার লগইন করলেন, আপনি সবসময় কোনে লোকেশন থেকে ব্যবহার করেন (পাবলিক নাকি আপনার বাসার লোকেশন), এসব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে একশন নেয়। পুরো বিষয়টা এলগরিদম অনুযায়ী সিস্টেম অটোমেটিক করে। কিন্তু সমায়িক সময়ের জন্য ওপেন ওয়াইফাই কিংবা শেয়ারড ওয়াইফাইতে একাধিক ফাইভার ব্যবহারকারী থাকলেও সমস্যা হবে না। তবে যদি প্রতিনিয়ত আপনি এটা করেন তাহলে ঝামেলা হতে পারে। আর অবশ্যই সাজেশন থাকবে নিরাপত্তার স্বার্থে
এসব ওয়াইয়াইতে লগিন না করা। একবার ভুলে হয়ে গেলে ওখানেই বিষয়টা ইগনোর করুন এবং ভবিষ্যতে সতর্ক থাকুন।

প্রশ্ন-০৮ঃ আমি মোবাইল ডাটা কিংবা মডেম দিয়ে ফাইভার ব্যবহার করি। কোনো সমস্যা আছে?
উত্তরঃ যারা মোবাইলের ডাটা কিংবা মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন, তাদের ভয়ের কোন কারণ নেই। প্রতিবার ইন্টারনেট কানেকশন বন্ধ এবং অন হওয়ার সাথে সাথে আপনাদের আইপি রেনডমলি পরিবর্তন হয়। অনেকে এই আইপি পরিবর্তনের বিষয়টিও ভয়ের কারণ মনে করেন। কিন্তু কোন ভয় নেই, আপনারা নির্ভয়ে যে কোন সিমের ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এবং একাধিক সিম দিয়ে বিভিন্ন সময় ডাটা প্যাক ব্যবহার করলেও সমস্যা হবে না। শুধু খেয়াল রাখবেন, একাধিক ফাইবার একাউন্ট, ব্যবহার না করলেই হবে।

প্রশ্নঃ-০৯ঃ পাবলিক ওয়াইফাই কিংবা বন্ধুর ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করা দরকার হলে, ফাইভারের বিষয়টি সেফ রাখবো কিভাবে?
উত্তরঃ যদি সময় বিশেষে এমনটা দরকার পড়ে, তাহলে এসব ওয়াইফাই এর সাথে কানেক্ট হওয়ার আগে, ফাইভার এ্যাপ থেকে লগ-আউট করে নিন। তাহলেই আর ফাইভার নিয়ে, ভয়ের কিছু থাকবে না।

সর্বশেষে বলবো, সতর্ক থাকার জন্য জানার চেষ্টা করুন। কিন্তু ফাইভারের সাথে কোনোরকম চালাকি করার চেষ্টা করবেন না। চালাকি করলে আজ নয়তো কাল ধরা খাবেন ১০০% নিশ্চিত। এমনকি কিছুদিন কিংবা কয়েক মাস ধরা খাননি, তাতে খুশি হওয়ার কিছু নেই। ধরা একদিন পড়বেনই এবং রেজাল্ট সরাসরি ব্যান। যদি ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসাবে নিতে চান, তাহলে সৎভাবে নিয়ম মেনে কাজ করুন। আশা করি কোনো ঝামেলায় পড়বেন না।
বিঃদ্রঃ অনেকেই আছেন হয়তো এসব নিয়মের বাইরে থেকেও এখনও অনেকদিন যাবৎ টিকে আছেন। বিশেষ করে ভি.পি.এন ব্যবহারকারীরা। তারা কমেন্ট করে কাউকে কনফিউসড করবেন না। আপনাদের ভাগ্য এখনও অবধি ভালো, কিন্তু আজ হোক কিংবা কাল আপনি ঝামেলায় পড়বেনই। তাই অন্যকে বিপদে ফেলবেন না।

আলহামদুলিল্লাহ  ম্যাচ শেষে ২ সেঞ্চুরিয়ান মিরাজ ও শান্তকে অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম
04/09/2023

আলহামদুলিল্লাহ ম্যাচ শেষে ২ সেঞ্চুরিয়ান মিরাজ ও শান্তকে অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম

ধন্যবাদ প্রানপ্রিয় স্যার
04/09/2023

ধন্যবাদ প্রানপ্রিয় স্যার

পরিস্থিতি যেমনি হোক বিয়ে করা লাগবেই🤭
16/08/2023

পরিস্থিতি যেমনি হোক বিয়ে করা লাগবেই🤭

14/08/2023

Follow me...

12/08/2023

Address

Gopalganj

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Kader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Kader:

Share