Fantastic world by Afrin

Fantastic world by Afrin Student
(27)

29/03/2025

তুমি মেয়ে, তুমি মুসলিমাহ্। তুমি কেন ঈদে হাত ভর্তি মেহেদি নিবা না! পরিপাটি থাকবা না! সাজুগুজু করবা না! আনন্দ করবা না!🙂

ঈদে প্রায়ই একটা জিনিস বলতে শুনি কামলা সেজে,ফকিন্নির মতো ঘুরে বেড়াচ্ছি। কেন! এত এত ডে প্লান পৃথিবীতে, সবকিছু উপেক্ষা করে আমরা কেবলমাত্র বছরে দুটি দিনের অপেক্ষা করি। তবে নিজেদের মধ্যে কেন এমন অলসতা বোন? কেন নেই উৎসবের আমেজ যেমনটা হারাম দিবসগুলোর ভেতরে খুঁজতে যাই!

সারাদিন কাজ করো সমস্যা নেই, এরপর একটু উত্তমরূপে নিজেকে সময় দাও,সাজাও,পরিবারের সাথে গল্প করো,খাও দাও মাহরাম নিয়ে ঘুরো."!🌸🖤

উম্মাহর মায়েরা এত অল্প বয়সে নেতিয়ে যাবে কেন??

27/03/2025

আমি তো মেনে নিছি
মন তুই ও প্লিজ মেনে নে🙏

22/03/2025

সবচেয়ে সুন্দর বিযয় হলো যে আল্লাহ জানেন তুমি তাকে কি বলতে চাচ্ছো,,তবুও তিনি তা মনোযোগ দিয়ে শোনেন❤️🌸

20/03/2025

আমি তোদের ঘৃণা করি। তোদের ধ্বংস হোক। মানুষ নয়, পশু তোরা ---------
এটাই এখন সারাবিশ্বের মানুষের মুখের কথা।
এমন কথা বলা আর তোদের ধ্বংস কামনা করা এখন আমার একমাত্র ইবাদাত। অন্য কোনো ইবাদত করতে মন চাইছে না।

19/03/2025

কবরস্থানে গেলে দেখবেন আপনার চেয়ে অনেক সুন্দর এবং জ্ঞানী মানুষ ঐখানে শুয়ে আছে! কিসের এতো অহংকার⁉️
~ الّهمّ اغفرلنا ~

19/03/2025

কোনো রাস্তা নেই দোয়া ছাড়া, শুনার মতো কেউ নেই আমার 'রব' ছাড়া!🤍

16/03/2025

মানুষ তার 'পছন্দের মানুষটার' আইডি তে ঘুরতে
পছন্দ করে বেশি! আইডি ঘুরে ঘুরে সে স্ট্যাটাস, প্রত্যেকটা কমেন্ট,কমেন্ট এর রিপ্লাই ফলো করে!
কবে কখন কোথায় কে কি কমেন্ট করেছিলো.
সব তার মাথায় গেঁথে যায়!

এইভাবে চলতে চলতে একদিন সে টের পায়.
'অন্য এক্টা' আইডির সাথে তার পছন্দর মানুষটার অনেক 'খাতির' জমে গেছে কমেন্টবক্সে।

সে বুঝতে পারে এ মানুষটা বোধহয় তার পছন্দের মানুষ টার 'বিশেষ কেউ! 'তখনি সে তার পছন্দের মানুষটা আইডি তে ঘুরাঘুরি করা কমিয়ে দেয়।
না না! ভালো লাগা কমেনি..

সে এখন ওই 'নির্দিষ্ট' আইডি টায় ঘুরে বেশি।
ঘুরে ঘুরে দেখে তার প্রিয় মানুষটা ওই আইডির ছবিতে কি রিয়েক্ট দিয়েছে, কি কমেন্ট করেছে। এসব দেখে সে মন খারাপ করে!

তবুও তার 'অভ্যাস' পাল্টায় না।
সে প্রতিদিন দুটো আইডি তেই ঘুরে আর অনুভব করে "কাউকে ভালো লেগে যাওয়াটা ভয়ংকর একটা ব্যাপার! ❤️

তবুও দীর্ঘদিন তাকিয়ে ছিলাম,এইই বুঝি তোমার মন গলবে,আমায় ভালোবাসবে!!💔🥹
16/03/2025

তবুও দীর্ঘদিন তাকিয়ে ছিলাম,
এইই বুঝি তোমার মন গলবে,আমায় ভালোবাসবে!!💔🥹



Puri 😋😋😋😋
16/03/2025

Puri 😋😋😋😋

আম্বানী বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী হয়ে সবার সামনে বউকে ইমপ্রেস করার জন্য গান গাইতে ভুলে না, সে সবার সামনে প্রাউড লি বলে বউ...
16/03/2025

আম্বানী বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী হয়ে সবার সামনে বউকে ইমপ্রেস করার জন্য গান গাইতে ভুলে না, সে সবার সামনে প্রাউড লি বলে বউ এর সাথে পরামর্শ করে কাজ করি।

আর তুমি এলাকার মোকলেস তোমার হেডমের শেষ নাই, বউরে সবার সামনে এপ্রিসিয়েট করলে তোমার ইজ্জত যায় গা।

তোমারে কল দিয়ে বাসায় আইতে কইলে তোমার বন্ধু মোবারক কয় বউগো এত পাত্তা দিতে নাই মাথায় উঠে যাইবো।

তুই ফকিননি কেন তুই বুজ্জোস?
তোর কাছে ঘরের বউয়ের ইজ্জত নাই
তোর রিজিকে বরকত ও নাই

Amr soto bon r cousin mile banaise  eftarir Somoy khawyar jonno 😋😋😋😋😋
14/03/2025

Amr soto bon r cousin mile banaise eftarir Somoy khawyar jonno 😋😋😋😋😋


14/03/2025

Jumma Mubarak 🥰

Address

Gopalganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fantastic world by Afrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share