29/03/2025
তুমি মেয়ে, তুমি মুসলিমাহ্। তুমি কেন ঈদে হাত ভর্তি মেহেদি নিবা না! পরিপাটি থাকবা না! সাজুগুজু করবা না! আনন্দ করবা না!🙂
ঈদে প্রায়ই একটা জিনিস বলতে শুনি কামলা সেজে,ফকিন্নির মতো ঘুরে বেড়াচ্ছি। কেন! এত এত ডে প্লান পৃথিবীতে, সবকিছু উপেক্ষা করে আমরা কেবলমাত্র বছরে দুটি দিনের অপেক্ষা করি। তবে নিজেদের মধ্যে কেন এমন অলসতা বোন? কেন নেই উৎসবের আমেজ যেমনটা হারাম দিবসগুলোর ভেতরে খুঁজতে যাই!
সারাদিন কাজ করো সমস্যা নেই, এরপর একটু উত্তমরূপে নিজেকে সময় দাও,সাজাও,পরিবারের সাথে গল্প করো,খাও দাও মাহরাম নিয়ে ঘুরো."!🌸🖤
উম্মাহর মায়েরা এত অল্প বয়সে নেতিয়ে যাবে কেন??