Sumi's Diary

Sumi's Diary ধৈর্যের পথ যতটা কঠিন হবে গন্তব্য টাও ততটাই সুন্দর হব,ইনশাআল্লাহ্।
(2)

31/10/2025

তর্কে জড়াতে হবে ভেবে কত অযৌক্তিক কথা চুপচাপ শুনে নেই। কথা বাড়াতে চাইনা বলে কত দোষ-অপবাদ নিজের নামে তুলে রাখি, এবং মেনে নেই। কেউ দু'চার কথা বলার আগেই অনুতপ্ত হয়ে যাই, যেনো ওটুকু কথাও না হয়।

এর কারণ এখন আর কারো কথায় কিছু যায় আসেনা। কার চোখে ভালো, কিংবা কে আমাকে নিয়ে কী ভাবছে এই নিয়ে আমি কিছুই ভাবিনা। যে যা ইচ্ছা বলুক-ভাবুক, তাদের হাতে হয়তো অনেক সময়। তারা এসবে আনন্দ পায়।

কিন্তু আমি এসবের পিছনে সময় অপচয় করতে চাইনা। আমি শুধু চাই এসব নিয়ে যেনো আমার কখনো কথা বাড়াতে না হয়, তর্কে জড়াতে না হয়। এতে যদি কিছু মানুষ আমাকে অপছন্দ করে করুক, সবার পছন্দের হতেই হবে এমন তো না।

মানুষের নিত্যদিনের ঘোরপ্যাঁচযুক্ত আলাপ আলোচনার বিষয়বস্তু যদি আমি হই তবে অসুবিধে নেই। কিন্তু এসবের মাঝে আমি কখনোই যুক্ত থাকতে চাইনা। নির্ভেজাল; স্থিতিশীল, শান্তশিষ্ট একটা জীবন কাটাতে চাই।

In words - Ashraf Ahmed

19/10/2025

I got 4 reactions and 8 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

19/10/2025

I gained 6,024 followers, created 354 posts and received 193 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

19/10/2025

ডাক্তারের পরামর্শে ঘুমের ওষুধ খেলাম।
আর ওষুধ খাওয়ার পর মনে হচ্ছে, ভোর না হওয়া পর্যন্ত এ রাতে আর ঘুম ই আসবে না। কি এক যন্ত্রণা!

13/10/2025

জিবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমান এর ওয়াইফ হিসেবে থাকতে চাই,,, লোকটার পাশে বসে এক ইন্টারভিউ তে বলেছিলো আর লোকটা কাঁদতেছিলেন।
আবার উনি বলেছিলেন, তোমার কি আসলেই মনে হয় তুমি না থাকলে আমি আবার বিয়ে করবো?
লোকটা উত্তরে বলেছিলেন,, আমি তোমাকে বিশ্বাস করি,, আমি জানি তুমি সেটা করবে না এবং সন্তান দের সঠিকভাবে মানুষ করবে।
ওনার অসংখ্য ইন্টারভিউ তে উনি বলেছেন ওনার নিজের মনের উপর কন্ট্রোল আছে,, উনি আর বিয়ে করবেন না।
খুব বেশিদিন হয়নি,,

আসোলেই সময় বদলায় সাথে মানুষ ও!!🙂
(যদিও এই বিষয়ে sanvees by tony পেইজে কিছুই জানায়নি,)
Collected

13/10/2025

খারাপ সময়ে যাদের পাশে পাবো বলে ধারণা করে রেখেছিলাম তাদের কখনোই পাশে পাইনি। ডাক দিয়েছি যতবার, ততবারই সবাই উপেক্ষা করেছে কিংবা কৌশলে বুঝিয়েছে সম্ভব না।

আবার এমন কিছু মানুষকে পাশে পেয়েছি যাদের কখনো গুরুত্বপূর্ণ মনেই করিনি। নিজে থেকে কোনোদিন এক কাপ চায়ের দাওয়াতও দেইনি। অথচ তারা ঠিকই বিপদ শুনে ছুটে এসেছে।

অর্ধেক জীবন কেটে গেছে ভুল ধারণায়, আপন বা কাছের যাদের মনে করি তারা কি সত্যিই আপন? নাকি আপন সাজার মুখোশ লাগিয়ে ঘুরছে? খারাপ সময়ে তা বুঝতে পারলেও, মানুষ চিনতে পারিনা।

মানুষ চেনার ব্যর্থতা আমাকে সবসময় আপনহীনতায় ভোগায়।

In words - Ashraf Ahmed

11/10/2025

কিচ্ছু ভাল্লাগতেসেনা, মন চাইতেসে গলায় জনসন পাউডার, কপালে কালো ফোটা, চোখে সানগ্লাস লাগিয়ে দুই চোখ যেদিকে যায় চলে যাই

11/10/2025

মানুষ ভুল বুঝুক, খারাপ বলুক, সামনে বদনাম করুক কিংবা ভালো না বাসুক, ছেড়ে যাক এখন আর কিছু যায় আসে না।
দিনশেষে আমি জানি আমি প্রতারক ছিলাম না, তারা'ই এসেছিলো ভালোবাসা দেখাতে, সময় কাটাতে, সময় কাটানো শেষ তাই চলে যাচ্ছে।
নিজের কাছে আমি সব সময় ঠিক থাকতে চাই, অন্যরা করুক না বদনাম, তাদের কথায় সত্যি কি বদনাম হয়ে যাবো?

দিন শেষে অন্তত এটা ভেবে খুব ভালো লাগে আমাকে ঠকিয়ে গেলেও আমি কাউকে ঠকাইনি।🤍

11/10/2025

আমি বলছি না ভালো বাসতেই হবে। শুধু এমন বৃষ্টির সন্ধ্যায় কেউ অন্তত এক কাপ চা বানিয়ে হাতে এনে দিয়ে বলুক, "আমি রেডী হচ্ছি! তুমি চাটা শেষ করো"

------------------------------------( রবীন দ্রনাথ ঠাগুর )

11/10/2025

মাইকিং করার সময়,"প্রিয় এলাকাবাসি" ছাড়া আর কখনোও কেউ প্রিয় বলেনি!

11/10/2025

আমি মানুষকে আগলেও রাখতে পারি আবার দূরেও সড়িয়ে দিতে পারি, যে যেমনটা ডিজার্ভ করে;)🖤

11/10/2025

আমরা প্রায় চন্দ্রবিন্দুর মতো! কারো জীবনে থাকলে সুন্দর, না থাকলেও উচ্চারণে ভুল হয় নাহ।

Address

Gopalgonj, Dhaka
Gopalganj

Alerts

Be the first to know and let us send you an email when Sumi's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumi's Diary:

Share