31/10/2025
তর্কে জড়াতে হবে ভেবে কত অযৌক্তিক কথা চুপচাপ শুনে নেই। কথা বাড়াতে চাইনা বলে কত দোষ-অপবাদ নিজের নামে তুলে রাখি, এবং মেনে নেই। কেউ দু'চার কথা বলার আগেই অনুতপ্ত হয়ে যাই, যেনো ওটুকু কথাও না হয়।
এর কারণ এখন আর কারো কথায় কিছু যায় আসেনা। কার চোখে ভালো, কিংবা কে আমাকে নিয়ে কী ভাবছে এই নিয়ে আমি কিছুই ভাবিনা। যে যা ইচ্ছা বলুক-ভাবুক, তাদের হাতে হয়তো অনেক সময়। তারা এসবে আনন্দ পায়।
কিন্তু আমি এসবের পিছনে সময় অপচয় করতে চাইনা। আমি শুধু চাই এসব নিয়ে যেনো আমার কখনো কথা বাড়াতে না হয়, তর্কে জড়াতে না হয়। এতে যদি কিছু মানুষ আমাকে অপছন্দ করে করুক, সবার পছন্দের হতেই হবে এমন তো না।
মানুষের নিত্যদিনের ঘোরপ্যাঁচযুক্ত আলাপ আলোচনার বিষয়বস্তু যদি আমি হই তবে অসুবিধে নেই। কিন্তু এসবের মাঝে আমি কখনোই যুক্ত থাকতে চাইনা। নির্ভেজাল; স্থিতিশীল, শান্তশিষ্ট একটা জীবন কাটাতে চাই।
In words - Ashraf Ahmed