Tasfiya Jara - তাসফিয়া জারা

Tasfiya Jara - তাসফিয়া জারা কাকে তুমি কতটুকু পড়ো,
কতটা পড়ে কে তোমার?
মনে রেখো— সবটুকু পড়া হয়ে গেলে
কেউ 'প্রিয়' থাকে না আর।

15/07/2025

উড়ে যাওয়া একটি পাখিকে
ডেকে জিজ্ঞেস করলাম;
তোর মতো আমি কেন উড়তে পারি না?
সে উত্তরে আমাকে বলল—
‘যারা মায়া কাটাতে পারে না
তারা কখনো উড়তে পারে না!’

বই : ভালো নেই ভালোবাসা
লেখক : সবুজ আহম্মদ মুরসালিন

11/07/2025

অনিন্দিতা, যদি দেখ আমি ভালো নেই
সেদিন তুমি আমার পাশে আরেকটু থেকো
আমার চোখে চোখ রেখে, দু’চারটা কথা বেশি বলো৷

আমি যেনো বুঝতে পারি—
তোমার সঙ্গে থাকলে আমি ভালো থাকি।
তোমার কথায়—দুঃখ ভুলে হাসতে পারি।
মন খারাপ ভুলে তোমাকে বলতে পারি
তুমি পাশে থাকলে, আমার অসুখ সুখ হয়ে যায়!

অনিন্দিত, যদি দেখ আমার মন খারাপ
বাড়ি ফেরার পথে
তুমি অন্তত একবার বলো— ভালোবাসি!

— সবুজ আহম্মদ মুরসালিন

যেভাবে কোনো কারণ ছাড়াই কথা হতো,সেভাবে কোনো কারণ ছাড়াই আমাদের আর কথা হবে না। বই : মনে পড়ে মনও পোড়ে -সালমান হাবিব
10/07/2025

যেভাবে কোনো কারণ ছাড়াই কথা হতো,
সেভাবে কোনো কারণ ছাড়াই আমাদের আর কথা হবে না।

বই : মনে পড়ে মনও পোড়ে
-সালমান হাবিব

08/07/2025

১. "সময় কারও জন্য অপেক্ষা করে না।" – সময়ের মূল্য বুঝে কাজ করতে হবে।

২. "সত্য কখনো লুকানো থাকে না।" – মিথ্যা যত শক্তিশালী হোক, একদিন সত্য প্রকাশ পাবেই।

৩. "অল্পে তুষ্ট থাকাই সুখী জীবনের চাবিকাঠি।"

৪. "যে নিজেকে জয় করতে পারে, সে-ই প্রকৃত বিজয়ী।"

৫. "শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রতিটি অভিজ্ঞতা একটি পাঠ।"

৬. "নিরবতা সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো এটা বুদ্ধিমানের অস্ত্র।"

৭. "পরিশ্রম কখনো ব্যর্থ হয় না, ফল দিতে সময় লাগে মাত্র।"

৮. "ভালো মানুষ হওয়াটা কঠিন, কিন্তু তাতেই রয়েছে প্রকৃত শান্তি।"

৯. "অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর বিনয় মানুষকে শ্রেষ্ঠ করে তোলে।"

১০. "সবাই আপনার পাশে থাকবে যখন আপনি জয়ী হবেন, কিন্তু প্রকৃত আপনজনরা থাকবে যখন আপনি হারবেন।"

~সংগৃহীত

08/07/2025

কতখানি পোড়ে ঐ দগ্ধ আগুন,
কতক্ষণ পোড়ালে পুড়ে হয় ছাই,
ভীড়ের মাঝে দেখে ব্যর্থ মানুষ;
এত লোক কোলাহল– তার কেউ নাই!

সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

02/07/2025

🌸 ভালোবাসা মানে সব সময় পাশে থাকাই নয়…
💔 কখনো কখনো দূরত্বেই লুকিয়ে থাকে সবচেয়ে গভীর অনুভব।
🌙 সে থাকুক বা না থাকুক, মন যেন আজও তার ছায়াতেই হেঁটে চলে…
📝 বিরহের প্রতিটি নিঃশ্বাসে ভালোবাসার নীরব কবিতা লেখা হয়—
💌 যার পাঠ শুধু হৃদয় বোঝে…

✨ Tasfiya Jara

🔖
#ভালোবাসা ❤️
#প্রেম 💑
#বিরহ 😢
#কবিতা ✍️
#হৃদয়ের_ছোঁয়া 💫
#বাংলা_কবিতা 📖
#ভালোবাসার_শব্দ 🕊️
#ভালোবাসা_মানে 🌺
#ছন্দে_বলা_কথা 🎶

01/07/2025

তোমার আমার চিঠি„
এক পৃথিবীর সবটা লিখেও দেখি-
শূন্য পাণ্ডুলিপি!

~ সাদাত হোসাইন

30/06/2025

তোমার দিকে তাকিয়ে
বোকাবোকা হাসি হেসে
আমি যদি বলি স্যরি;
আমাকে কী ক্ষমা করে দিবে?

চলে যেতে গেলে
তোমার হাত ধরে যদি বলি
আমার সঙ্গে থেকে যাও;
আজীবন থেকে যাবে?

শুনেছি কেউ থাকে না পাশে
কেউ রাখে না কথা
তবুও আমি যদি বলি;
ভালোবেসে যেয়ো আজীবন
তুমি কী করবে? ভালোবাসবে?

যদি আজীবন থাকতেই না পারো
তবে তুমি এসোই না
মিথ্যে ভালোবেসো না!

— সবুজ আহম্মদ মুরসালিন

28/06/2025

একমাত্র তুমি ভেঙেছ ব’লেই
আমি খুচরো কাঁচের মতো ভেঙেছি
অন্য কারো কি সাধ্য ছিলো আমাকে ভাঙার?

তুমি বলেছ ব’লেই
লেখক : সবুজ আহম্মদ মুরসালিন

Address

Gopalganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasfiya Jara - তাসফিয়া জারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share