Tasfiya Jara - তাসফিয়া জারা

Tasfiya Jara - তাসফিয়া জারা কাকে তুমি কতটুকু পড়ো,
কতটা পড়ে কে তোমার?
মনে রেখো— সবটুকু পড়া হয়ে গেলে
কেউ 'প্রিয়' থাকে না আর।

03/10/2025

মানুষের মরে যাওয়া অপেক্ষা
বদলে যাওয়াটা বেশি ভয়ংকর।
মরে গেলে একবার কষ্ট পায়।
আর বেঁচে থেকেও
চোখের সামনে বদলে গেলে— প্রতিদিন।

মানুষের মৃত্যু অতটা ভয়ংকর না,
যতটা ভয়ংকর তার বদলে যাওয়া।
মৃত্যু একবারেই কষ্ট দেয়,
কিন্তু যে বেঁচে থেকেও ধীরে ধীরে বদলে যায়,
চোখের সামনে হয়ে ওঠে; অপরিচিত অচিন।
সেই কষ্টে প্রতিদিন পুড়তে থাকে ভেতর ভেতর।

মৃত্যু; মানুষকে একবার কাঁদায়,
কিন্তু বদলে যাওয়া মানুষ;
প্রতিদিন নতুন করে মৃত্যুর মতোন দুঃখ চেনায়।

Salman Habib - সালমান হাবীব

03/10/2025

"একলা লাগে তুমুল কোলাহলে,
হঠাৎ দেখি; মধ্যরাতে আকাশ কাঁদে!
হাত বাড়ালাম— বৃষ্টি ছোঁবো বলে,

কী আচানক!
গা ভিজে নাই, পা ভিজে নাই
ক্যামন করে আমার তবুও
চোখ ভিজে যায় জলে!

~সালমান_হাবীবের_কবিতা
Salman Habib

একা থাকার এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি, নিঃসঙ্গতা আমাকে আর পাবে না। ❞- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
02/10/2025

একা থাকার এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি,
নিঃসঙ্গতা আমাকে আর পাবে না। ❞

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

01/10/2025

উড়ে যাওয়া একটি পাখিকে
ডেকে জিজ্ঞেস করলাম;
তোর মতো আমি কেন উড়তে পারি না?
সে উত্তরে আমাকে বলল—
‘যারা মায়া কাটাতে পারে না
তারা কখনো উড়তে পারে না!’

বই : ভালো নেই ভালোবাসা
লেখক : সবুজ আহম্মদ মুরসালিন

30/09/2025

Lines:Ashraf Ahmed
Voice:Tasfiya Jara

তোমাকে যদি আমার মন খারাপের কথা বলি; ধরে নাও আমার মনের সবটুকু দায়দায়িত্ব তোমার। -স্বপ্নীল চক্রবর্ত্তী
26/09/2025

তোমাকে যদি আমার মন খারাপের কথা বলি;
ধরে নাও আমার মনের সবটুকু দায়দায়িত্ব তোমার।

-স্বপ্নীল চক্রবর্ত্তী

22/09/2025

তুমি তাড়াহুড়ো করো না। শেষ ট্রেন ছুঁটে যাবে এমন অবস্থায় দৌড়ে ছুঁটে গিয়ে তাকে ধরার একটা সম্ভব থাকে। কখনো বাস স্টপ মিস হয়ে গেলেও পরের স্টপে নেমে ঠিক জায়গায় ফিরে আসা যায়। যে গাছ ফুল ঝড়ে যাওয়ায় দুঃখ করে, সেই গাছই মেতে থাকে আসছে বছর নতুন ফুলের সুভাসে।

কিন্তু তুমি জীবনে তাড়াহুড়ো করো না। যে জীবন রেখে আসবে সেখানে আর ফিরে যেতে পারবে না। যাকে ফেলে রেখে এসেছ তার কাছে পৌঁছাতে পারবে না। জীবন হলো নদীর মতো, সে শুধু বয়ে যেতে জানে।

তাড়াহুড়ো করো না তুমি। যাকে ভালোবাসো ভেবে, বলতে যাবে—ভালোবাসো; খোঁজ নিয়ে দেখ সে কাউকে ভালোবাসে কী না। সে আজীবন থাকবে কী না। বোকার মতো তাড়াহুড়ো করে বলে দিয়ো না—ভালোবাসি।

যে মানুষটা আজীবন থাকতে চায়
সে যেমন হোক। তার রঙ্গ যেমন হোক।
তাকে আগলে রাখো। ভালোবাসো।
জীবনে কখনই তাড়াহুড়ো করো না!

— সবুজ আহম্মদ মুরসালিন

12/09/2025

তোমাকে আরেকটু ভালোবাসা যেত
অহেতুক বিষয়গুলোকে পাশ কাটিয়ে
কোনো এক বৃষ্টি মুখর দিনে
তোমাকে বলা যেত— চলো ভালোবাসি একে অন্যকে!

11/09/2025

আপনাকে দেখলে
আমার সকালের কথা মনে পড়ে।
কেমন নিষ্পাপ! স্নিগ্ধ! মায়াময়!
এই মনে হওয়াটা শুধু একবারের নয়।
এই মনে হওয়াটা অভ্যাসের, সব সময়ের।

এই মনে করুন,
কাউকে সকালে দেখলে তো
সকালের কথা মনে পড়বেই।
অথচ আপনার বেলায় ভিন্ন।
আপনাকে দেখলে আমার অহর্নিশ
সকাল সকাল লাগে।
সেটা সকালেই দেখি কিংবা বিকাল,
সন্ধ্যা কিংবা মধ্যরাত।

আচ্ছা,
আপনি কি আমার
সব সময়ের সকাল হবেন?

🖋️ Salman Habib

08/09/2025

আমাকে ভোরের অপেক্ষায় রেখে
যে সকাল চলে গেছে—
সে এখন পরিপক্ব দুপুর।

আমাকে ঢেউয়ের উন্মাদনা দেখাবে বলে
যে সমুদ্র তীরে আছড়ে পড়েছে—
সে এখন বালুকাবেলা।

আমাকে ভালোবাসে ভেবে
আমি যার অপেক্ষায় থেকেছি
সে এখন অন্যকারোর,
আমি তার নিদারুণ অবহেলা!

কবিতা : আমি তার নিদারুণ অবহেলা
বই : মন খারাপের মন ভালো নেই
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

Address

Gopalganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasfiya Jara - তাসফিয়া জারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share