21/06/2025
আমি কী এমনিতেই দূরে সরে যাই–দূরে থাকি?
তুমি ভালোবাসো না, কথা বলো না, দেখা দাওনা বলেই অভিমানে আমার ভীষণ শ্বাসকষ্ট হয়!
আমার তো অভিমান।
আর সেই অভিমানে তুমি তোমার ইগো নিয়ে বসে থাকো! অভিমানের আড়ালে ভালোবাসা থাকে। তবে তোমার ইগোর আড়ালে ভালোবাসা নয়, থাকে ঈর্ষা, থাকে অহংকার! আমার অভিমানে তোমার কিছু যায় আসে না৷
তোমার ভালোবাসা কমতি পড়লেই অভিমানে বুকের ভেতর হুহু করে ওঠে! শূন্যতা গ্রাস করে নেয়, একাকিত্ব পেয়ে বসে৷ কোলাহলে থেকেও নিজেকে বড্ড একা লাগে। অথচ তুমি? চারদিকে ভালোবাসার মানুষ ঘিরে থাকে বলেই তোমার ইগো হুহু করে বেড়ে যায়। আমি কথা না বললে, তোমার শ্বাসকষ্ট হয় না, খারাপ লাগে না৷ দিব্যি আমায় ছাড়া তোমার দিন ভালো যায়।
আমার অভিমান দেখো, তোমার ইগো দেখো না?
তোমার উদাসীনতায়, গুরুত্বহীন আচরণে নিজেকে গুটিয়ে নেই অভিমানে। সেই অভিমানের মেঘ সরানোর চেষ্টা করেছো কখনো? করোনি তো।
অভিমানে তোমার প্রতি আরও তীব্র ভাবে আসক্ত হই৷ আর তুমি? ইগো, দাম্ভিকতা আর অবহেলায় সেই অভিমানে আরও বিষ ঢেলে দাও। কাছে টেনে নাওনা, আদর করে “ ভালোবাসি ” বলো না, কাছে এসে মিষ্টি হাসো না। তোমার এমন বেখেয়ালি আচরণ, উদাসীনতা আমাকে আরও দূরে সরিয়ে দেয়!
তুমি ছাড়া কেউ নেই বলেই অভিমানে নিজেকে কষ্ট দেই৷ অথচ আমি ছাড়াও তোমার ভালোবাসার কমতি পড়ে না৷ ভালোবাসার কমতি পড়লে, তুমি ইগো নিয়ে বসে থাকতে না৷ মানুষ যাকে সত্যি ভালোবাসে, তার অভিমানে মানুষ স্বাভাবিক থাকে না!
ভালোবাসলে নত হতে হয়।
মানুষটার সামান্য অভিমানে নিজেকে ঠিক রাখা যায় না। দিনের পর দিন কথা না হলে, দেখা না হলে, ভালোবাসা অনুভব করতে না পারলে অভিমানে ভালোবাসা মাধুর্য হারায়!
আমার তো অভিমান।
ভেঙ্গে গেলেই আরও বেশি উন্মাদ হয়ে যাই, আরও বেশি কাছে পেতে ইচ্ছে করে৷ ভালোবাসার জন্য স্রেফ একটা মানুষ জীবনে থাকলে কেউ তার হৃদয়ে ইগো ধারণ করে না৷ ভালোবাসায় অভিমান হয়, খুনসুটি ঝগড়া হয়, সাময়িক দূরে থাকা হয়৷ তবে তোমার ভালোবাসার ধরণ আজও বুঝিনি আমি।