Story of life - জীবনের গল্প।

Story of life - জীবনের গল্প। তুমি আসবে বলে
কাউকে আসতে দেয়নি আঙিনায়।
নিজেকে পরিপাটি করে গুছানো হয়নি,
তুমি যত্ন করে গুছাইবে বলে🌹🌹

28/02/2025
10/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

10/01/2025

-পেতেই হবে এমন তো কোন কথা নেই, অনেক কিছু দূর থেকেই সুন্দর..!😅🖤

04/01/2025

- সবাই মাঝপথে হাত ছেড়ে নিজের ভালোর জন্যে চলে যায়, তুমি নাহয় আমার এই অগোছালো জীবনকে একটু মানিয়ে গুছিয়ে থেকে গেলে!'

03/01/2025

সময়ের চেয়ে বড় কোন ঔষুধ পৃথিবীতে নেই। কত ক্ষত,কত ব্যথা,কত অভিমান, কত অভি*শা*প এবং কত'টা নি:সঙ্গতা বুকে চেপে রেখে মানুষ একসময় একা বাঁচতে শিখে যায়, সে খবর কখনোই কারো কাছে পৌছায় না।

সময় একসময় জগতের সকল ক্ষ*ত মুছে ফেলে। কারো জন্যই অনেক সময় পর আর বুকের ভেতর হাসফাঁস লাগে না। কারো অবহেলায় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটি মনে হয় না। কারো অযত্নেই কিছু যায় আসে না। সময়ের বিনিয়োগ মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায়। বুঝতে শেখায়; পৃথিবীতে কোনো কিছুই তো আমি সাথে করে নিয়ে আসিনি; কোনো কিছুই আমার নয়। কোনো কিছুর প্রতিই আমার একার অধিকার নেই। যেটুকু পাচ্ছি, সেটুকুই বরং আমার পাওয়ার কথা না। যেটুকু হারাচ্ছি, সেটুকু আসলে কখনো আমার ছিলোই না।

22/12/2024

প্রেম করার চেয়ে প্রেমে পড়ার মুহূর্ত টা অনেক সুন্দর! 💖🌻

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
09/12/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়...
C P

08/12/2024

আমি হইলাম তোমার বন্ধু তুমি হইলা কার

স্বামী-স্ত্রী একসাথে থাকা অবস্থায় স্ত্রীর কাজ হলো স্বামীর প্রতি খেয়াল রাখা তার যত্ন নেওয়া। আর এটি মোটেও সহজ কাজ নয়। ...
05/12/2024

স্বামী-স্ত্রী একসাথে থাকা অবস্থায় স্ত্রীর কাজ হলো স্বামীর প্রতি খেয়াল রাখা তার যত্ন নেওয়া। আর এটি মোটেও সহজ কাজ নয়। যে নারী সংসারে তার দায়িত্ব সম্পর্কে অবগত নয় সে কখনোই তা করতে সক্ষম হবে না।
ধরুন আপনি একটি চাকরি করবেন বলে ঠিক করেছেন এখন সেই চাকরি পেতে হলে আপনার অবশ্যই যোগ্যতার প্রয়োজন হবে। সাথে ন্যূনতম দক্ষতাও দরকার। ঠিক এমনি করে একজন আদর্শ স্ত্রী হিসেবে স্বামীর মন জয় করার জন্যও যোগ্যতার প্রয়োজন।
আশেপাশে একটু তাকালেই বোঝা যায়- দু'জন মানুষ একই ছাদের নিচে পাশাপাশি থেকেও কতটা দূরে। সবাই স্বামীর মন জয় করতে পারে না। স্বামীর মনে জায়গা পেতেও ন্যূনতম যোগ্যতা প্রয়োজন। আর তা মোটেও সার্টিফিকেটের যোগ্যতা নয়। এক্ষেত্রে একজন আদর্শ স্ত্রীই পারে তার স্বামীকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে ভালো কাজের উৎসাহ দিতে তার স্বাস্থের প্রতি খেয়াল রাখতে। পুরুষকে একজন আদর্শ স্বামী কিংবা একজন আদর্শ বাবা হিসেবে গড়ে তোলার পেছনে তার স্ত্রীর ভূমিকা অনন্য ।

সত্যিকার পুরুষ তাকেই বলা উচিত; যে নিজের পরিবারকে আগলে রাখে এবং সন্তানদের সঠিক পথে পরিচালনা করে। আর পুরুষের মাঝে এমন অসাধারণ পরিবর্তন আনার ক্ষমতা মহান আল্লাহ নারীকে দিয়েছেন। একজন নারীই পারে ভালোবাসা দিয়ে একজন পুরুষের স্বভাবে পরিবর্তন আনতে। তবে পরিবারের সুখ ও সমৃদ্ধির পাশাপাশি পরিবারের দুঃখও কিন্তু তার হাতে। একজন নারী তার সংসারকে একটি স্বর্গে পরিণত করতে পারে আবার সে চাইলে তা জ্বলন্ত নরকও হতে পারে। সে তার স্বামীকে সাফল্যের শীর্ষে কিংবা দুর্ভাগ্যের চরম প্রান্তে ছুড়ে ফেলতে পারে। একজন ধৈর্যশীল বিনয়ী স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট পুরুষটিকেও বদলে দিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে। নারীরা এক বিস্ময়কর ক্ষমতার অধিকারী হয়ে জন্মায়। কেননা- তার যা ইচ্ছে তা ই সে অর্জনকরতে সক্ষম।

স্বামীর সংসার সামলানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। একে জিহাদ (আল্লাহর পথে পবিত্র যুদ্ধ) এর সমপর্যায়ে নেয়া হয়েছে। আরও বিস্তৃতভাবে বলতে গেলে; জিহাদ বলতে মূলত ইসলামের অগ্রগতি রক্ষা ও সম্মানের জন্য সংগ্রামকে বোঝানো হয়; একে পবিত্র যুদ্ধও বলা যায়। এটি আল্লাহর নিকট সর্বোচ্চ ইবাদতগুলোর একটি। আর স্বামীর খেদমত তাকে সঠিক পথে আনা খুব একটা সহজ কাজ নয়। তাই স্ত্রীর এমন কাজগুলোকে ইসলামে জিহাদের মর্যাদা দেয়া হয়।

Address

Gopalganj

Telephone

+966533397754

Website

Alerts

Be the first to know and let us send you an email when Story of life - জীবনের গল্প। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Story of life - জীবনের গল্প।:

Share