
06/08/2025
#১৮ (কবিতা)
নীরব অপেক্ষা
– জামিউল ইসলাম
যেও না… থেকে যাও না তুমি!
কোথাও না কোথাও ঠিকই
থেকেই যাবে তুমি,
জড়িয়ে যাবে তার মায়ায়।
হয়তো আমি তোমার নই,
তবুও মন বলে— "তুমি কই?"
আমি থাকি তোমারই হয়ে,
তুমি আছো অন্য কারো হয়ে।
তবুও মন যে বলে—
যেও না, থেকে যাও না তুমি আমারই হয়ে।
চলে যেও না, শোনো একবার,
তোমায় ছাড়া জীবন যে একাকার।
তুমি আছো দূরের কারো ছায়ায়,
আর আমি হারিয়ে যাই তোমার মায়ায়।
তুমি যদি না থাকো আমার পাশে,
নিরবে নিঃশব্দে কাঁদে মন নীরাশে।
তবুও মন বলে বারেবারে—
যেও না, থেকে যাও না আমারই পাশে।
থেকো না দূরে মুখ ফিরিয়ে,
আমি একা আছি তোমারই আশা নিয়ে।
তুমি আছো অন্য কারো হয়ে।
তবুও মন যে বলে—
যেও না, থেকে যাও না তুমি আমারই হয়ে।
Jamiul islam james
Md. Jamiul Islam