Safiqul Blog

Safiqul Blog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Safiqul Blog, Digital creator, Gopalganj.

এই পাত্রে পানি খেয়েছেন এমন লোক খুজে পাওয়া মুশকিল।
25/07/2025

এই পাত্রে পানি খেয়েছেন এমন লোক খুজে পাওয়া মুশকিল।

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।  এখন জেলখানায়!  চোখে পানি!  গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। ক...
24/07/2025

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।
এখন জেলখানায়! চোখে পানি!
গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!

কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই ত জীবন! কি নিদারুন অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?
গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা,ক্ষমতায় আসবেন তাদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই।

এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!


রাজনীতি বড়ই কুটিল খেলা!
বাংলাদেশের রাজনীতি নোংরা রাজনীতি।
এদেশের রাজনীতি তে যে জড়াবে তার জীবনেই নেমে আসবে অন্ধকার - হয়তবা আজ না হয় কাল।

23/07/2025

আপনি ফুটপাত দিয়ে হাঁটছেন, অপরিকল্পিত নির্মাণাধীন ভবন থেকে আপনার মাথায় ইট পড়ে আপনি প্রাণ হা'রাবেন।

রেস্টুরেন্টে পরিবারের সঙ্গে এক খুশির উপলক্ষ্য নিয়ে খেতে গেছেন, অননুমোদিত গ্যাস লাইনের বি'স্ফো'রণে আপনি প্রাণ হা'রাবেন৷

নিয়ম মেনে ড্রাইভিং বা রাইডিং করছেন, ধনীর নেশাগ্রস্ত আদুরে দুলাল গাড়িচা'পা দিয়ে আপনার প্রাণ'না'শ করবে৷

প্রভাবশালীদের সাথে দ্ব'ন্দ্বে জড়াবেন, পাথর দিয়ে পি'ষে আপনার প্রাণ'না'শ করা হবে, আপনার লা'শের উপর উঠে নৃত্য করা হবে।

মানুষের অধিকার নিয়ে সোচ্চার হবেন, আয়না ঘর আপনাকে বলবে, "আহো ভাতিজা, আহো!"

গ্রাম থেকে ঢাকা এসে একটা ফ্যাক্টরিতে কাজ করে ঘষেমেজে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবেন, ভবন ধ্ব'সে প্রাণ হা'রাবেন।

নারী হয়ে নির্বিঘ্নে লেখাপড়া, চাকরি-বাকরি করতে যাবেন, যৌ'ন হয়'রানির শিকার হবেন একশোতে একশো৷ ধ'র্ষি'তা হওয়ার সুযোগও কম না৷

শাসনযন্ত্রের অপ'শাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলবেন, আপনার পরিবার আপনার মৃ'তদেহটাও খুঁজে পাবে না৷

আপনার সন্তান বাহিরে খেলছে, সিটি কর্পোরেশনের অবহেলিত উন্মুক্ত ম্যানহোলে পড়ে প্রাণ হা'রাবে।

সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন, তার মৃ'তদেহ পাবেন বিশ্ববিদ্যালয়ের পুকুরে।

সর্বশেষ, আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, প্রশিক্ষণ বি'মান বি'ধ্ব'স্ত হয়ে আরো দুয়েকশো সন্তানের সাথে আপনার সন্তানেরও প্রাণ নিবে৷

আর হ্যাঁ, এগুলোর ন্যায় বিচার প্রত্যাশা করেন? তাহলে বলবো আপনারা বড্ড বোকা৷

জি, এটাই এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর মাছে ভাতে বাঙালির বাংলাদেশ।

© মূল লেখকের নাম পাওয়া যায়নি

কি হবে😊
17/07/2025

কি হবে😊

আমার দৃষ্টিতে এরাই প্রকৃত স্মার্ট 🤔মুখে লম্বা দাঁড়ি টাখনুর উপরে ----প্যান্ট,  মাশাআল্লাহ 💝
15/07/2025

আমার দৃষ্টিতে এরাই প্রকৃত স্মার্ট 🤔

মুখে লম্বা দাঁড়ি টাখনুর উপরে ----

প্যান্ট, মাশাআল্লাহ 💝

জাতীয়তাবাদী জাহেলিয়াত থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখুন। আমিন।
11/07/2025

জাতীয়তাবাদী জাহেলিয়াত থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখুন। আমিন।

কোনো সম্পর্ক নেই😊
24/05/2025

কোনো সম্পর্ক নেই😊

এই ঘুম সহজে ভাঙ্গবে না।
18/05/2025

এই ঘুম সহজে ভাঙ্গবে না।

02/05/2025

কুমিল্লা সদর দক্ষিণে বিম্পির নেতার কাছে যায়গা বিক্রি না করায় রাতের অন্ধকারে স*ন্ত্রা*সী হা*মলা করে দোকান লুটপাট ও বাড়িঘর ভা*ঙচুর করে!😭

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড চোদাও! লীগ ধ্বংস হতে সময় লেগেছে ১৬ বছর! তোদের ধ্বংস হতে সময় লাগবে ১৬ মাস! খেটে খাওয়া মাজলুম মানুষের অভিসাপে তোরা হারিয়ে যাবি! তোদের নাম নেয়ারও কোন লোক থাকবেনা।।

সাবাশ!
01/05/2025

সাবাশ!

01/05/2025

শ্রমিকদের বেতন মেরে দেয়া এবং সঠিক সময়ে বেতন না দেয়া সকল কোম্পানির মালিকদের জানাই শ্রমিক দিবসের শুভেচ্ছা!

Address

Gopalganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safiqul Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share