
08/08/2025
যারা ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ ‘দাদীমা’ দেখেনি— তারা এই প্রজন্মের হতে পারে, কিন্তু ঢালিউডের সোনালি দিনের দর্শক না।
ওগুলো শুধু সিনেমা না, ছিল আবেগ, পরিবারে একসাথে বসে দেখার আনন্দ, আর অপু বিশ্বাসের সেরা সময়ের সাক্ষী। 🎬