21/07/2025
রাজধানী ঢাকার উত্তারার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষন বিমান বিধস্ত হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। কালো ধোয়ায় আচ্ছন্ন গোটা এলাকা। হতাহত শিক্ষার্থীদের সংখ্যা অনেক, স্বজনদের গগনবিদারী আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। এ হৃদয়বিদারক দৃশ্য মেনে নেওয়া খুবই কষ্টদায়ক। মহান আল্লাহ উত্তম হেফাজত,🥲😭😥কারী আমিন।