29/11/2025
দক্ষিণ বনশ্রীর মিস ইউনিভার্স আপু!🤤🔥
২০/১১/২০২৫ দুপুর ২:৩৩ মিনিটে বনশ্রী মেইন রোড থেকে ডেমরার উদ্দেশ্যে বাসে উঠার জন্য হেঁটে যাচ্ছিলাম। মাঝ পথে দেখি Academia বনশ্রী ক্যাম্পাস থেকে এই আপু হয়তো তার বাচ্চাকে স্কুলে পৌঁছে দিয়ে বের হইছে। তারপরে ওনাকে দেখলাম হঠাৎ খুব তাড়াহুড় করে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে ওই মুহূর্ত্বে মেইন রোডে আমি আর উনি বাদে অন্য কোনো পথচারী ছিলো না আপু হটাৎ পেছনে ফিরে আমাকে আস্তে করে বললো…
আপু: যাবেন নাকি?
আমি: কই? (কিছুটা অবাক হয়ে)
আপু: আমার বাসা খালি আছে কাজ করতে চাইলে
আসতে পারেন!
আমি: কত টাকা?
আপু: আমি নাইট করি না যদি ২ ঘণ্টা থাকেন তাহলে ৬ হাজার আর শট হিসেবে হলে ২,৫০০।
আমি: বাসা কি safe? মাঝে মাঝে তো ফালতু পোলাপান থাকে ধরে সব টাকা পয়সা মোবাইল নিয়ে যায়।
আপু: আরে না ভাইয়া একদমই safe আপনি চলেন গেলে বুঝতে পারবেন।
আমি: কিছুক্ষন চুপ করে হাঁটতে থাকলাম ওনার পেছনে পেছনে আর ২ টা ছবি তুললাম।
আপু: হটাৎ পেছনে ফিরে আবার বললো, যাবেন আপনি?
আমি: না আপু থাক বাজেট বেশি হয়ে যায় আপনি আপনার নাম্বারটা দেন আমার বাজেট হলে নক দিবো।
আপু: নাম্বার নিলে ৩০০ টাকা দিতে হবে।
আমি: আচ্ছা এমনিতে আপনি কি ২টা ৩০ এর সময়ই এখানে থাকেন?
আপু: হ্যাঁ, আমার ছোট ছেলে এখানে পড়ে ওকে দিয়ে আসলাম মাত্র।
আমি: ঠিক আছে আপু তাহলে আমি আসলে আপনাকে অন্য একদিন জানাবো, আমিও এই রাস্তায় নিয়মিত চলাচল করি কিন্তু আপনাকে এই প্রথম দেখলাম। বাসা কোথায় আপনার?
আপু: দক্ষিণ বনশ্রী, ১০ তলার দিকে। আপনি এখন গেলে বলেন একটা অটো নেই।
আমি: না আপু আজকে একটু কাজ আছে আমি অন্য কোনদিন আসবো।
আপু: কিছু না বলেই দ্রুত হেঁটে যেতে থাকলো।
এরপর আমিও কৌতূহলবসত ওনার পেছনে পেছনে হেঁটে যেতে থাকলাম কিন্তু এবার উনি আর পেছনে ফিরে তাকায় নাই। হটাৎ ফরাজী হাসপাতাল ভবন-২ এর মোড় এ এসে একটা অটো নিয়ে উনি স্থান ত্যাগ করলেন। তারপর আমি আবার আমার মতো করে আমার গন্তব্যে রওনা দিলাম। মহিলার বয়স হয়তো আনুমানিক ২৫-৩০ বছরের মতো কিন্তু খুব স্মার্ট ভাবে চলে আর কথা বলে। বোঝার কোনো সুযোগ নেই যে সে এসব কাজ করে। মূলত ওনার অঙ্গ ভঙ্গি দেখে বুঝলাম উনি এক প্রকার ভয়ংকর অপরাধী চক্র। ইয়াং ২০-২৫ বছর বয়সী ছেলেদের টার্গেট করে নিজের দেহের লোভ দেখিয়ে আকৃষ্ট করে কোনো একটা জায়গায় ডেকে নিয়ে আটকে রেখে অস্র ঠেকিয়ে ভয় দিয়ে সাথে থাকা মোবাইল, মানি ব্যাগ সব রেখে দেয় এবং অন্য অনেকভাবে ব্ল্যাক মেইল করতে পারে। এই কারণে এরকম মহিলাদের থেকে দূরে থাকুন, এদের কথায় পাত্তা দিলেই বিপদে পড়ে যাবেন। একটা মানুষের নুন্ন্যতম জ্ঞান থাকা উচিত যে, একটা প্রাপ্ত বয়স্ক অপরিচিত মহিলা এভাবে খারাপ ইঙ্গিত দিয়ে তার বাসায় ডেকে নিয়ে যাচ্ছে সেটা কিভাবে নিরাপদ হতে পারে? তাও আবার ফ্যামিলি বাসা!মনে করেন কেউ ওনার কথায় বা শরীরে আকৃষ্ট হয়ে ওনার সাথে গেলো তাহলে তার কি অবস্থা হতে পারে? সে যে কারো কাছে বিচার চাইবে সেটাও তো লজ্জায় পারবে না। তাহলে অবশ্যই তো এটা একটা মারাত্মক ফাঁদ? আর যদি উনি সত্যিই দেহ ব্যবসা করে তাহলেই বা এভাবে পাবলিক প্লেসে কেনো মানুষকে ডেকে বেড়াবে? এটাও তো খুব বিব্রতকর ব্যাপার। পোস্টটি বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অন্য কেউ সতর্ক হতে পারে।
ধন্যবাদ।
লিখেছেন: রাইসুল ইসলাম সাফী
©কপি পোস্ট