Arian Sheikh

Arian Sheikh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arian Sheikh, Digital creator, Gopalganj.

এই দেশে এক ইস্যু শেষ না হতেই আরেকটি শুরু হয়, ঝামেলার শেষ নেই। আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বানানো আইন দিয়ে শাসন করলেই,...
22/07/2025

এই দেশে এক ইস্যু শেষ না হতেই আরেকটি শুরু হয়, ঝামেলার শেষ নেই। আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বানানো আইন দিয়ে শাসন করলেই, এভাবে বিশৃঙ্খলা চলতেই থাকবে। তাই আমাদের উচিৎ, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে কাজ করা। দ্বীন প্রতিষ্ঠিত হলে– সব সমস্যার সমাধান মিলবে, কোনো বিশৃঙ্খলা থাকবে না; কারণ একমাত্র শ'রীয়াহই সকল সমস্যার চূড়ান্ত সমাধান!

লেখা : মাহমুদুল হাছান

21/07/2025

যাত্রী সাধারনকে অনুরোধ করছি, বিকাল পর্যন্ত উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেলের স্টেশন ও আশে পাশের রাস্তা ব্যাবহার পরিহার করুন।

ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স চলাচলের সুযোগ করে দিন।

He is n∆o more.ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি র-জিঊন!ফুলের মতো নিষ্পাপ এ বাচ্চাটাও একটু আগে মা*রা গিয়েছে। মাত্র ক্লাস থ...
21/07/2025

He is n∆o more.
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি র-জিঊন!

ফুলের মতো নিষ্পাপ এ বাচ্চাটাও একটু আগে মা*রা গিয়েছে। মাত্র ক্লাস থ্রীতে পড়ে, বয়স আর কত হবে?

বাচ্চাটার মা--বাবা জানতে পারলে স**হ্য করবে কিভাবে!

এখনো তার পরিবারের কোন খোঁজ পাওয়া যায়নি। তার পরিবারের কেউ পোস্ট টা দেখতে পেলে ঢাকা মেডি*কেলের ম**র্গে এসে বাচ্চটার লা**শ নিয়ে যাবেন।

দয়া করে সহযোগিতা করুন
21/07/2025

দয়া করে সহযোগিতা করুন

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

কেউ চিনে থাকলে বাচ্চাটির বাবা-মায়ের সাথে যোগাযোগ করুন। বর্তমানে বাংলাদেশ মেডিকেল এ চিকিৎসাধীন আছে বাচ্চাটি
21/07/2025

কেউ চিনে থাকলে বাচ্চাটির বাবা-মায়ের সাথে যোগাযোগ করুন। বর্তমানে বাংলাদেশ মেডিকেল এ চিকিৎসাধীন আছে বাচ্চাটি

৮০ লক্ষ ই'হু'দী'র জন্য দুইশত কোটি মুসলমান আজ আবাবিলের অপেক্ষা করছে। আবাবিল যদি আসেও তাহলে ই'হু'দী'দে'র উপর নয়,  আগে মুস...
19/03/2025

৮০ লক্ষ ই'হু'দী'র জন্য দুইশত কোটি মুসলমান আজ আবাবিলের অপেক্ষা করছে। আবাবিল যদি আসেও তাহলে ই'হু'দী'দে'র উপর নয়, আগে মুসলিমদের উপর পাথর নিক্ষেপ করবে ।

- তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজিমুদ্দিন এরবাকান🥲

18/11/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

18/11/2024

Winter Emotions!🇧🇩😌

ফেসবুক, টেলিগ্রাম, মোবাইল নেটওয়ার্ক আবারও বন্ধ।
02/08/2024

ফেসবুক, টেলিগ্রাম, মোবাইল নেটওয়ার্ক আবারও বন্ধ।

Address

Gopalganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arian Sheikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arian Sheikh:

Share