04/11/2025
২০২৫-২৬ শিক্ষাবর্ষের সহচরদের ওয়ারিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৫ উপলক্ষে সহচরদের রোভার প্রোগ্রাম বই, মাই প্রোগ্রেস, সহচর স্তরের বই, লগ বইর ডিজাইন, বিভিন্ন বিষয় নিয়ে সেশন, দুপুরের খাবার এবং প্রকৃতি পর্যবেক্ষণ ( চন্দ্রীমা উদ্দান, মাচারতারা,ধারাবাসাইল, কোটালীপাড়া) ইত্যাদি প্রোগ্রাম আয়োজন করা হয় রোভার-ইন কাউন্সিলের পক্ষ থেকে।