নেকির মেসেজ

নেকির মেসেজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নেকির মেসেজ, Gopalganj.
(2)

নেকির মেসেজ —
এটি কেবল একটি পেজ বা চ্যানেল নয়,
এটি এক ডাকে সাড়া দেওয়া
আল্লাহর নিকট ফিরে যাওয়ার পথে।

📩 এখানে আমরা শেয়ার করি—
কুরআনের আলো থেকে প্রেরণা,
রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহর সুগন্ধ,
হৃদয় ছুঁয়ে যাওয়া দাওয়াহ বার্তা।

01/07/2025

নাকের নরম জায়গায় পানি পৌঁছানোর সহজ পদ্ধতি |সুন্নাহ ভিত্তিক অজুর বাস্তব প্রশিক্ষণ।। সব বয়সীদের জন্য গুরুত্বপূর্ণ ওযু শিক্ষা।।

#প্রশিক্ষণ #নেকির_মেসেজ #ইসলামিক_অনুভব

28/06/2025

মেসওয়াক ও কুলি করার সুন্নত | সুন্নাহ ভিত্তিক অজুর বাস্তব প্রশিক্ষণ।
মাওলানা শরীফ আনিসুর রহমান

#নেকির_মেসেজ #ওজু #মেসওয়াক #প্রশিক্ষণ

আব্দুল্লাহ ইবনে সাবা (عبد الله بن سبأ) ইসলামী ইতিহাসে একটি বিতর্কিত নাম। তাকে নিয়ে মুসলিম ঐতিহাসিক, বিশেষ করে সুন্নি ও শ...
25/06/2025

আব্দুল্লাহ ইবনে সাবা (عبد الله بن سبأ) ইসলামী ইতিহাসে একটি বিতর্কিত নাম। তাকে নিয়ে মুসলিম ঐতিহাসিক, বিশেষ করে সুন্নি ও শিয়া আলেমদের মধ্যে ভিন্নমত রয়েছে। নিচে তার সম্পর্কে প্রধান তথ্যগুলো তুলে ধরা হলো:

🧾 পরিচয়:
নাম: আব্দুল্লাহ ইবনে সাবা
উপনাম: ইবনে আসওয়াদ (ابن السوداء)
আশ্রয়স্থল: ইয়েমেন

ধর্মান্তর: বলা হয়, তিনি মূলত একজন ইহুদি, পরে ইসলাম গ্রহণ করেন।

🕰 ঐতিহাসিক ভূমিকা ও বিতর্ক:

ষড়যন্ত্রকারী: ইবনে সাবা ছিল ইসলামি সমাজে ফিতনা সৃষ্টিকারী একজন ব্যক্তি।

তিনি খলিফা উসমান (রাঃ)-এর বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

আলী (রাঃ)-কে অতিমাত্রায় মহিমান্বিত করে তাকে আল্লাহর অবতার বা অবিচ্ছেদ্য সত্য হিসেবে প্রচার করেন।

এই ধরণের বিশ্বাস থেকেই কিছু দল ‘ঘুলু’ বা চরমপন্থী শিয়াতে পরিণত হয়।

সাবাইয়্যাহ দল: তার অনুসারীরা ‘সাবাইয়্যাহ’ নামে পরিচিত ছিল, যারা আলী (রাঃ)-কে আল্লাহর অবতার মনে করত। আলী (রাঃ) নিজেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন।

📌 শিয়া মতে: সন্দেহ বা অস্বীকার:
অনেক শিয়া ঐতিহাসিক ইবনে সাবার অস্তিত্ব নিয়েই সন্দেহ প্রকাশ করে। তাদের মতে, এই চরিত্রটি সুন্নিদের তৈরি করা বলে বিষয়টি ধামাচাপার দেওয়ার চেষ্টা করে।

প্রমাণের অভাব: শিয়া সূত্রগুলোতে ইবনে সাবা সম্পর্কে খুব কম তথ্য দিয়ে থাকে, অনেক সময় তাকে কেবল একটি কাল্পনিক চরিত্র বলেই গণ্য করে।

📚 ঐতিহাসিক সূত্র:

তাবারী, ইবনে আসাকির, ইবনে কাসীর প্রমুখ ইতিহাসবিদেরা তার নাম উল্লেখ করেছেন।

তার সম্পর্কে বেশিরভাগ তথ্য এসেছে "সাঈফ ইবনে উমর" নামক এক বিতর্কিত বর্ণনাকারীর সূত্রে—যার উপর অনেক মুসলিম ঐতিহাসিকই সন্দেহ প্রকাশ করেছেন।

📌 সংক্ষিপ্ত মূল্যায়ন:

আব্দুল্লাহ ইবনে সাবা একটি বিতর্কিত এবং রহস্যময় চরিত্র।

অনেক মুসলিম তাকে প্রথম শিয়াপন্থীদের উৎস হিসেবে মনে করেন, আবার অনেকে তাকে মিথ্যা ইতিহাসের অংশ বলেও দাবি করেন।

তবে সব থেকে বড় বিষয় হচ্ছে তিনি একজন ইহুদি ছিলেন, ছদ্মবেশী মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য মুসলমানদের মধ্যে ভাগ করার জন্য প্রতিনিয়তই দ্বন্দ্বের সৃষ্টি করে যেতেন। যেমনটা বর্তমান ইতিহাসে ইরানে এক কয়েক বছর ধরে মুসলিম সেজে এক নারী ইরানের বাঘা বাঘা নেতাদের এবং ইরানের বহু গোপনীয় তথ্য ফাঁস করেছে, তাই ইহুদিদের ছদ্মবেশী বা ওদের পরিকল্পনা বোঝা অনেক কঠিন।

21/06/2025

কালিমা শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন

#নেকির_মেসেজ #ইসলামিক_অনুভব #আল্ললাহর_ভালোবাসা

20/06/2025

ওযুর ফজিলত ও বিশেষ আলোচনা 🤷

মাওলানা শরীফ আনিসুর রহমান
নায়েবে আমির : দাওয়াতুল হক গোপালগঞ্জ

#নেকির_মেসেজ #ওজু #নামাজ

19/06/2025

মাসায়েল এলেন কি..?
মাসায়েল এলেম কিভাবে শিখবেন.?
মাওলানা শরীফ আনিসুর রহমান
নায়েবে আমির:- দাওয়াতুল হক গোপালগঞ্জ

18/06/2025
16/06/2025

এলেম থেকে অহংকার কিভাবে আসে..? | মাওলানা শরীফ আনিসুর রহমান

#নেকির_মেসেজ

15/06/2025

আরবি যুক্ত হরফ চেনার সহজ পদ্ধতি | ২য় ক্লাস

প্রথম ক্লাসের ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে।।

14/06/2025

সাপ্তাহিক ইসলাহী ও তালিমী মজলিস

Address

Gopalganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when নেকির মেসেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share