18/04/2025
এইটাও নাকি আবার মানুষের Dream হয়! টিকটকের এক মেয়ে বিয়ে করলো। বরকে নিয়ে গাড়িতে উঠে গান গাইলো, নাচলো, সেইসব জঘন্য নির্লজ্জ মুহূর্তের ভিডিও বানিয়ে ছড়িয়ে দিল সোশ্যাল মিডিয়ায়। আর আমাদের ছেলেমেয়েরা? চোখ বন্ধ করে সেই ভিডিও নিজেদের টাইমলাইনে ঢেলে দিল — সাথে আবেগে ভেজা ক্যাপশন বলতেছে:
Dream
One day, me and my...
ভালোবাসা পূর্ণতা পেল
কবে আমি এভাবে বিয়ে করবো?
গোপন ভালোবাসাই নাকি সত্যিকারের সুন্দর
হায়রে! বিয়ে কি নাচ-গান ছবি তোলা আর রিলস বানানোর নাম হয়ে গেল? এটাই কীভাবে কারো স্বপ্ন হতে পারে, কতটা আত্মশূন্য আর বিভ্রান্ত হলে, অন্যের নাচা-কুঁদার ভিডিও, চুম্বনের ভিডিও, কবুল বলার মুহূর্তের ভিডিও নিজের জীবনের স্বপ্ন ভেবে টাইমলাইনে ঢেলে দেওয়া যায়?
আর সেই মেয়েটি — কী সীমাহীন নির্লজ্জতা! সবার সামনে নিজের বিয়ের নাম করে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মুখে বেহায়ারূপি হাসি নিয়ে নাচতেছে, আর তার বর গর্বে গদগদ! কী ভয়ানক রুচিহীনতা! কোথায় গেল লজ্জা, কোথায় গেল পর্দার মর্যাদা? এই স্বামী কখনো এর স্ত্রীকে পরিপূর্ণ সন্মান করবে? মনো তো হয়না। স্ত্রীও কি কখনো এর স্বামীর আদেশ মানার চেস্টা করবে? কি মনে হয়? যেই মেয়েটা এভাবে নির্লজ্জের মত নাচতে পারে তাকে কিভাবে তার স্বামী পরিপূর্ণ সন্মান দিবে? এখানে জেনাকেও অনেক বেশি রিপ্রেজেন্ট করা হইছে। এই দিকগুলো বললে শেষ হবে না তাই জেনা বা হারাম সম্পর্ক নিয়ে বলতেছি না শুধুমাত্র বাহ্যিক সমস্যা গুলো বলতেছি।
আজকাল বিয়ে যেন শুধুই ফটোশুট, রিলস, আর ইউটিউব ব্লগের সমষ্টি!
দায়িত্বের নামগন্ধও নেই।
এজন্যই তো সংসার টেকে না, ভালোবাসা মরে যায় জন্মাবার আগেই।
বিয়েকে আমরা বন্দি করে ফেলেছি ক্যামেরার ফ্রেমে, মোবাইল স্ক্রিনের আলোকছায়ায়।
বাস্তবের গভীর দায়িত্বের ভার নিতে কেউ প্রস্তুত নয়, কেউ চায়ও না।
এখনকার বিয়ের আরেক নাম — ভিউ ব্যবসা।
যারা এসব আয়োজন করে, তারা জানে কোন দৃশ্যে তোমরা হৃদয়হারা হবে, কোন ভিডিওতে তোমরা নিজেদের হারিয়ে ফেলবে।
তারা নিখুঁতভাবে সাজিয়ে নেয় নিজেদের — আর তোমরা?
তোমরা চোখ-মুখ বন্ধ করে ভেসে যাও আবেগের স্রোতে।
বিয়ে মানে দায়িত্ব।
বিয়ে মানে একে অপরের উপর ছায়া হয়ে দাঁড়ানো, একে অপরের জন্য জীবন গড়ে তোলা।
দায়িত্বের এই সেতু নির্মাণের আগে নিজেদের শক্ত, ব্যক্তিত্ববান করে গড়ে তোলো।
না হলে, বিয়ে থাকবে ফেসবুকের পাতায় — আর বাস্তবে থাকবে শুধু ফাঁকা মোহভঙ্গের দুঃখগাথা।
লেখা : Tanjima Rahman (ক্ষুদ্র লেখিকা)