MI Creator

MI Creator Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MI Creator, Video Creator, Gopalganj.

বয়স বাড়ছে, বিদায়ের সময় ঘনিয়ে আসছে, নিজের শরীর থেকে তারকা তকমাও ছিনিয়ে নিয়ে যাচ্ছেন অন্যরা, জামাল ভূঁইয়া নিজেও বুঝতে পারছ...
04/06/2025

বয়স বাড়ছে, বিদায়ের সময় ঘনিয়ে আসছে, নিজের শরীর থেকে তারকা তকমাও ছিনিয়ে নিয়ে যাচ্ছেন অন্যরা, জামাল ভূঁইয়া নিজেও বুঝতে পারছেন হয়তো, তাই আগের মতো আর চাঞ্চল্যতা নেই, তবুও সিংহাসন ছেড়ে দেওয়ার আগে রাজার মাথা উঁচু থাকবে, যে অনিশ্চয়তা নিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছিলেন৷ যে দেশে ফুটবল হয়ে গিয়েছিল আউট অব টপিক, বিদায়ের আগে দেখে যাচ্ছেন, তার সিদ্ধান্ত মোটেও ভুল ছিল না, এদেশের মানুষের মাঝেও ফুটবলের বিপ্লব চলে এসেছে।

দেশের এই ফুটবল জাগরণের ভাস্কো দ্য গা মা আমাদের ক্যাপ্টেন, আমাদের এই প্রজন্মের সুপারস্টার৷ Jamal Bhuyan দ্য গ্রেট।

✍🏻 কালেক্টেড

পিনাকী দালাল সেইটা জানাই ছিল। কার দালাল সেইটা নিয়া কনফিউশনে ছিলাম। ৮০% শিওর ছিলাম সে পশ্চিমা ডিপস্টেটের দালাল, ২০% সম্ভা...
25/05/2025

পিনাকী দালাল সেইটা জানাই ছিল। কার দালাল সেইটা নিয়া কনফিউশনে ছিলাম। ৮০% শিওর ছিলাম সে পশ্চিমা ডিপস্টেটের দালাল, ২০% সম্ভাবনা ছিল সে ইন্ডিয়ার দালাল। তবে এখন তার নিজের জবানিতেই নিশ্চিত হওয়া গেল, সে আসলে পশ্চিমা ডিপস্টেটের দালাল।

যে এফআইডিএইচ তাকে ফ্রান্স নিয়ে গেছে সেটা ফান্ড করে জর্জ সরোসের ফাউন্ডেশন। এম্নিতেও জর্জ সরোসের পোলার সাথে এনসিপির নেতাদের ছবি দেখেছেন, শহীদুল হক সেই লবি কোঅর্ডিনেট করে। ছোটনদের পুরা গ্রুপটাই এই মুহুর্তে পশ্চিমা ডিপস্টেটকে সার্ভ করছে। সেজন্যই এরা সকলে মিলে এখন বিদেশীদের করিডর দেয়ার জন্য উতলা হয়ে গেছে। ওয়াকারের পেছনে লেগেছে।

পিনাকী যে হুজুরের ভাব ধরেছে সেইটারও একই কারন। ডিপস্টেটের এজেন্ডা হচ্ছে দেশে দেশে ইসলামিজম উস্কে দেয়া, সর্প হইয়া দংশন করা, পরে উঝা হইয়া ঝাড়া! ভেবে দেখুন- সাদ্দাম, গাদ্দাফি, বাশার এরা সবাই ছিল সেক্যুলার। এদের সরায়া আই ..স ঢুকাইছে ডিপস্টেটই।

যেকোন জাতিকে ইয়ে মারার সবচেয়ে ভাল উপায় হচ্ছে ধর্মীয় আবেগ উস্কে দেয়া। তারপরে সামনে ইঁদুর আটকাতে গিয়ে লোকে পরে টের পায় পেছন দিয়ে হাতি চলে গেছে!

বাংলাদেশেও কিন্তু হাতি চলে যাচ্ছে। কিন্তু মূর্খ হওয়ায় টের পাচ্ছেনা..

(কালেক্টেড)

27/04/2025
22/04/2025

প্রচন্ড ঝড়ো বাতাস বইতে শুরু করলো নদীর তীরে

22/04/2025

প্রচন্ড ঝড়ো বাতাস

Send a message to learn more

22/04/2025

Big week incoming ⏳

18/04/2025

এইটাও নাকি আবার মানুষের Dream হয়! টিকটকের এক মেয়ে বিয়ে করলো। বরকে নিয়ে গাড়িতে উঠে গান গাইলো, নাচলো, সেইসব জঘন্য নির্লজ্জ মুহূর্তের ভিডিও বানিয়ে ছড়িয়ে দিল সোশ্যাল মিডিয়ায়। আর আমাদের ছেলেমেয়েরা? চোখ বন্ধ করে সেই ভিডিও নিজেদের টাইমলাইনে ঢেলে দিল — সাথে আবেগে ভেজা ক্যাপশন বলতেছে:

Dream

One day, me and my...

ভালোবাসা পূর্ণতা পেল

কবে আমি এভাবে বিয়ে করবো?

গোপন ভালোবাসাই নাকি সত্যিকারের সুন্দর

হায়রে! বিয়ে কি নাচ-গান ছবি তোলা আর রিলস বানানোর নাম হয়ে গেল? এটাই কীভাবে কারো স্বপ্ন হতে পারে, কতটা আত্মশূন্য আর বিভ্রান্ত হলে, অন্যের নাচা-কুঁদার ভিডিও, চুম্বনের ভিডিও, কবুল বলার মুহূর্তের ভিডিও নিজের জীবনের স্বপ্ন ভেবে টাইমলাইনে ঢেলে দেওয়া যায়?

আর সেই মেয়েটি — কী সীমাহীন নির্লজ্জতা! সবার সামনে নিজের বিয়ের নাম করে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মুখে বেহায়ারূপি হাসি নিয়ে নাচতেছে, আর তার বর গর্বে গদগদ! কী ভয়ানক রুচিহীনতা! কোথায় গেল লজ্জা, কোথায় গেল পর্দার মর্যাদা? এই স্বামী কখনো এর স্ত্রীকে পরিপূর্ণ সন্মান করবে? মনো তো হয়না। স্ত্রীও কি কখনো এর স্বামীর আদেশ মানার চেস্টা করবে? কি মনে হয়? যেই মেয়েটা এভাবে নির্লজ্জের মত নাচতে পারে তাকে কিভাবে তার স্বামী পরিপূর্ণ সন্মান দিবে? এখানে জেনাকেও অনেক বেশি রিপ্রেজেন্ট করা হইছে। এই দিকগুলো বললে শেষ হবে না তাই জেনা বা হারাম সম্পর্ক নিয়ে বলতেছি না শুধুমাত্র বাহ্যিক সমস্যা গুলো বলতেছি।

আজকাল বিয়ে যেন শুধুই ফটোশুট, রিলস, আর ইউটিউব ব্লগের সমষ্টি!
দায়িত্বের নামগন্ধও নেই।
এজন্যই তো সংসার টেকে না, ভালোবাসা মরে যায় জন্মাবার আগেই।
বিয়েকে আমরা বন্দি করে ফেলেছি ক্যামেরার ফ্রেমে, মোবাইল স্ক্রিনের আলোকছায়ায়।
বাস্তবের গভীর দায়িত্বের ভার নিতে কেউ প্রস্তুত নয়, কেউ চায়ও না।

এখনকার বিয়ের আরেক নাম — ভিউ ব্যবসা।
যারা এসব আয়োজন করে, তারা জানে কোন দৃশ্যে তোমরা হৃদয়হারা হবে, কোন ভিডিওতে তোমরা নিজেদের হারিয়ে ফেলবে।
তারা নিখুঁতভাবে সাজিয়ে নেয় নিজেদের — আর তোমরা?
তোমরা চোখ-মুখ বন্ধ করে ভেসে যাও আবেগের স্রোতে।

বিয়ে মানে দায়িত্ব।
বিয়ে মানে একে অপরের উপর ছায়া হয়ে দাঁড়ানো, একে অপরের জন্য জীবন গড়ে তোলা।
দায়িত্বের এই সেতু নির্মাণের আগে নিজেদের শক্ত, ব্যক্তিত্ববান করে গড়ে তোলো।
না হলে, বিয়ে থাকবে ফেসবুকের পাতায় — আর বাস্তবে থাকবে শুধু ফাঁকা মোহভঙ্গের দুঃখগাথা।

লেখা : Tanjima Rahman (ক্ষুদ্র লেখিকা)

18/04/2025

আকাশ টা কালো মেঘে ছেয়ে যাচ্ছে,

বয়স্ক এবং বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা প্রাপ্তির লক্ষ্যে   অনলাইনে ০৯/০৪/২০২৫ থেকে ১৭/০৪/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন আহবান ...
09/04/2025

বয়স্ক এবং বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা প্রাপ্তির লক্ষ্যে অনলাইনে ০৯/০৪/২০২৫ থেকে ১৭/০৪/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন আহবান করা হয়েছে।
আবেদনের ক্ষেত্রে পুরুষ বয়স্ক আবেদনকারীর বয়স ৬৫ বছর, মহিলাদের ক্ষেত্রে ৬২ বছর হতে হবে।
যা যা লাগবে
১. NID কার্ড
২. বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যু সনদ/ স্বামী পরিত্যাক্তার প্রত্যয়ন
৩. সক্রিয় নগদ নাম্বার
আমাদের উপযুক্ত ও আগ্রহী জনশক্তিদের আবেদনের জন্য উদ্ভুদ্ধ করুন।

Address

Gopalganj

Telephone

+8801946866625

Website

Alerts

Be the first to know and let us send you an email when MI Creator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MI Creator:

Share

Category