
10/06/2025
সবকিছুই পুরাতন কিন্তু নতুন রূপে অচেনা হয়েই ধরা দেয় আমাদের জীবনে। এই যেমন বৃষ্টিভেজা রাতের এই সৌন্দর্য!
এই সুন্দর রাতে সবাইকে জানাই শুভ রাত্রি!
"সবকিছু সেই আগের মতই আছে চিন্তাধারা চেঞ্জ করলেই হয়"- আসলেই কি তাই? তাহলে এতো দিন পরে তাও কেনো কথা হলো না? কথা বলতে কিসের এতো বাধা ছিল? সবার সাথেই সবার কথা হলো,কিন্তু...!
কোন অভিযোগ, কোন অনুযোগ, কোন দাবী বা কোন রাগ, অভিমান কিচ্ছুটিই নেই। এগুলো থাকার অধিকারও নেই,আগ্রহও নেই। এগুলোর অনেক উর্ধ্বে জীবন!
তাও জানতে ইচ্ছে হলো আর কি!
নো মেনশন প্লিজ।
#দুরত্বvsযোগাযোগ