03/08/2025
••• শব্দের আবেগময় ব্যবহার !•••
*** রওজা / রওধা ! ( روضة ) যেহেতু আরবী ভাষার শব্দ এবং ض অক্ষর দ্বারা গঠিত । বাংলায় ভুল উচ্চারণ করার কারণে রওজা পড়া হয়ে থাকে । নামাজের মধ্যে য/জ ’র উচ্চারণ করা হলে অর্থের পরিবর্তন ঘটে যাবে । এ শব্দটি পবিত্র কুরআনে এসেছে । বহুবচন رياض / روضات . অর্থ বাগান / বাগ- বাগিচা / উদ্যান ।
*** প্রিয় নবী করিম সাঃ’র কবর সংক্রান্ত যতোগুলো হাদিস পাওয়া যায়, সবগুলোতেই “ কবর” শব্দের ব্যবহার রয়েছে । একটি হাদিসেও “ রওজা” শব্দ খুঁজে পাওয়া যায়নি ।
*** বান্দার কবর হয়ত জান্নাতের রওজা সমূহের একটি অথবা জাহান্নামের গর্ত সমূহের একটি !” এ হাদিসটিতে রওজা শব্দের ব্যবহার দেখা গেছে ! কিন্তু সমস্যা হলো যে, হাদিসটি অত্যন্ত দূর্বল ও অগ্রহণযোগ্য । ফলে কবরকে রওজা বলার আর কোন সুযোগ থাকলোনা ।
*** প্রিয় নবী করিম সাঃ বলেছেন “ আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের রওজা সমূহের একটি ।”
ছহীহুল বোখারি ১১৯৬
ছহীহ মুসলিম ১৩৯১
*** ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থানটিকে জান্নাতের রওজা বা বাগান বলার অর্থ এই নয় যে, এ জায়গাটি জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে কিংবা পরকালে জান্নাতে নিয়ে যাওয়া হবে । বরং এ হাদিসের অর্থ হলো ……
১. এ স্থানটি জান্নাতের ন্যায় প্রশান্তময় এবং উত্তম ।
২. এ স্থানটিতে সালাত আদায় করা জান্নাত লাভের অন্যতম কারণ হতে পারে ।
কেউ কেউ এ স্থানটি পরকালে জান্নাতে স্থানান্তর হওয়ার অর্থও নিয়েছেন ।
*** মহানবী সাঃ কখনোই নিজের কবরকে রওজা বলেননি এবং সাহাবীগণও রাঃ বলেননি । বরং কবরকে কবর বলেছিলেন । তাঁরা যখন রওজা ব্যবহার করেননি , আমরা এ শব্দের ব্যবহার করবো কেন ?
*** অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া বেদাতির আলামত ! সালফে সালেহীনদের অনুসরণ করুন । মনগড়া আবেগ ও সূফীযম হুজুরদের বানোয়াট বয়ান ডাস্টবিনে নিক্ষেপ করুন । এটাই উত্তম পথ ।
MQM Saifullah Mehruzzaman