
21/07/2025
গোপালগঞ্জ জেলা সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে
সম্প্রতি একজন আলেম ও বক্তার বক্তব্যে গোপালগঞ্জ জেলা ও এর জনসাধারণ সম্পর্কে অশালীন, অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি ওই জেলাকে 'অভিশপ্ত' আখ্যা দিয়ে, জেলার অস্তিত্ব বিলুপ্ত করার মতো অযৌক্তিক ও কটূ মন্তব্য করেছেন যা একজন ভদ্র, বিবেকবান ও দায়িত্বশীল নাগরিকের কাছ থেকে কখনোই প্রত্যাশিত নয়।
আমরা মনে করি, ইসলাম শান্তি, ভ্রাতৃত্ব এবং সুবিচারের ধর্ম। ইসলাম কখনোই কোনও জনগোষ্ঠী বা অঞ্চলকে ঢালাওভাবে অবমাননা করার শিক্ষা দেয় না। অতএব, কোনও বক্তার পক্ষ থেকে এ ধরনের উগ্র, ঢালাও এবং অপমানজনক বক্তব্য ইসলামি শিক্ষা, শালীনতা কিংবা সামাজিক দায়বদ্ধতার কোনো মাপকাঠিতেই গ্রহণযোগ্য নয়।
যিনি এ ধরনের মন্তব্য করেছেন, তিনি বাস্তবে গোপালগঞ্জ জেলা বা জেলার জনগণকে অপমান করেননি; বরং তিনি নিজের বর্ণনায় নিজের সীমাবদ্ধতা, অপশিক্ষা ও অশালীন মনোভাবকেই প্রকাশ করেছেন। এই বক্তব্য একজন মর্যাদাসম্পন্ন আলেম বা একজন ভদ্র মানুষের নয়, বরং একজন দায়িত্বহীন ও অবিবেচক ব্যক্তির পরিচায়ক।
এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে, এই বিতর্কের সুযোগে কিছু ব্যক্তি ‘গোপালগঞ্জ’ নামটি নিয়ে আভিধানিক ব্যাখ্যা দিচ্ছেন এবং নামটি পরিবর্তনের প্রস্তাব তুলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। মূলত অর্থের দিক লক্ষ্য করে আমাদের গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে অনেক দিন যাবত সুন্দর একটি নামের প্রস্তাব রয়েছে কিন্তু এই মুহূর্তে এ নিয়ে আলোচনা করা মূলত বিদ্বেষমূলক ভাষ্যকে উৎসাহ দেওয়ার নামান্তর। এ ধরনের আচরণ সভ্যতাবিরুদ্ধ এবং যারা তা করছেন, তারা অনিচ্ছাকৃতভাবে হলেও বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়ানোর কাজে শরিক হচ্ছেন। তাই এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানাই।
এ ধরনের বক্তব্য দেশের ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থী। আমরা আশা করি, সংশ্লিষ্ট বক্তা তাঁর বক্তব্যের জন্য অনুতপ্ত হবেন এবং স্পষ্টভাবে দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করবেন। একইসাথে, ভবিষ্যতে সকল আলেম ও বক্তার প্রতি আহ্বান জানাই তারা যেন ভাষা ও আচরণে আরও সংযত ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন।
বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি নাগরিক সম্মানের অধিকার রাখে কারো প্রতি অবমাননাকর আচরণ কোনো অবস্থাতেই বরদাস্তযোগ্য নয়।
আল্লাহ তা'আলা আমাদের আকাবিরদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও তাঁদের গভীর জ্ঞানের উত্তরাধিকার হিসেবে আমাদের কবুল করুন।