Deen Network

Deen Network লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ!

বিচার দিনে গাজা অভিযোগ করলে আমি আপনি বা সমস্ত মুসলিম জাহান পার পাবেন তো. ?🥲😭
19/03/2025

বিচার দিনে গাজা অভিযোগ করলে আমি আপনি বা সমস্ত মুসলিম জাহান পার পাবেন তো. ?

🥲😭

19/03/2025

গাজার শহীদী মৃত্যুর কামনা করে এমন আনসার মুজাহিদ সহ আধুনিক অস্ত্র ও গোলাবারুদ দরকার!

সমবেদনা বা কোন অর্থ সহায়তা না।

01/02/2025

و الذین كفروا و كذبوا بایتنا اولٓئك اصحب الجحیم ﴿۱۰﴾
আর যারা কুফরী করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই প্রজ্বলিত আগুনের অধিবাসী।

____ (সূরাঃ আল-মায়েদা, আয়াতঃ ১০)

01/02/2025
‘নিশ্চিত জেনো, এই তোমাদের উম্মাহ, এক উম্মাহ এবং আমি তোমাদের রব। সুতরাং আমাকে ভয় করো। এরপর তারা নিজেদের দ্বীনের মধ্যে বি...
01/02/2025

‘নিশ্চিত জেনো, এই তোমাদের উম্মাহ, এক উম্মাহ এবং আমি তোমাদের রব। সুতরাং আমাকে ভয় করো। এরপর তারা নিজেদের দ্বীনের মধ্যে বিভেদ করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল। প্রতিটি দল যে পথ গ্রহণ করল, তাতেই মত্ত রইল।’ (সুরা- মুমিনূন, ৫২-৫৩)

’আল্লাহর কাছে উম্মত একটিই।’
(সুরা- ইউনুস,: ১৯)

01/02/2025

‘হে আমার রব! আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবেন, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী।’
কাসাস-২৪

27/01/2025

⁨📷⁩ ⁨ইসলাম ধর্মে শবে মেরাজের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং এ রাতেই প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.)।

সবাইকে জানাই পবিত্র শবে মেরাজের আন্তরিক মোবারকবাদ।

শান্তিরবার্তা ছড়িয়ে পড়ুক সকলের অন্তরে, দেশ থেকে বিদায় হোক সহিংস উগ্রবাদ!⁩

27/01/2025

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম।

আমাকে এটাই দিও , প্লিজ । না পেলে অভিমান করতাম।

ইদানিং শুধু বলি ' যেটা ভালো মাবুদ, সেটাই করো। আত্মা প্রশমিত হোক আমার। '

আল্লাহ কোনোদিনও আমায় নিরাশ করেন নি। আল্লাহর হিসাব দীর্ঘমেয়াদী , স্বল্পমেয়াদী নয়। মানব মস্তিষ্ক তাঁর হিসাব রিড করতে পারবেনা, অসম্ভব।

তাঁর উপর সব ছেড়ে দিয়ে পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে.....✨🤍🍁

পাষাণ পৃথিবীর নিষ্ঠুর মানুষ,র্স্বাথের বিনিময়ে সবাই বেহুশ,দূরে গেলে অভিমান, কাছে এলে অভিনয়।মানুষ যে রহস্যময়, চিনতে বড়...
26/01/2025

পাষাণ পৃথিবীর নিষ্ঠুর মানুষ,
র্স্বাথের বিনিময়ে সবাই বেহুশ,
দূরে গেলে অভিমান,
কাছে এলে অভিনয়।
মানুষ যে রহস্যময়,
চিনতে বড় কষ্ট হয়..!!

Deen Network

26/01/2025

দুনিয়ার মোহ যদি আপনাকে খুব বেশি আচ্ছন্ন করে ফেলে, একটু সময় নিয়ে ক'বরস্থান ও হাসপাতাল থেকে ঘুরে আসুন। ক'বরস্থান আপনাকে মৃ*ত্যুর সত্যতা স্মরণ করিয়ে দেবে, আর হাসপাতালের বিছানায় কাতরানো মানুষগুলো আপনাকে দেখাবে জীবনের অসহায়তা। এ দুটি স্থানে গেলে দুনিয়ার মোহ অনেকটাই ম্লান হয়ে যায়।

— মাহমুদুল হাছান

Deen Network

আকাশ থেকে নেমে আসা বৃষ্টির পানিতে জমি উর্বর হয়, ফসল উৎপন্ন হয়, শস্যক্ষেত সজীব হয়।আর কুরআন তো অবতীর্ণ হয়েছে মেঘেরও উপ...
26/01/2025

আকাশ থেকে নেমে আসা বৃষ্টির পানিতে জমি উর্বর হয়, ফসল উৎপন্ন হয়, শস্যক্ষেত সজীব হয়।

আর কুরআন তো অবতীর্ণ হয়েছে মেঘেরও উপর থেকে, আকশেরও আরো বহু উপরে আরশে আজিম হতে মহান রবের কালাম হয়ে।

সেই কালাম যদি আমাদের হৃদয়কে সজীব না করে, তবে কি তা প্রাণহীন মাটি থেকেও আরও মৃত নয়?

Address

Gopalganj

Alerts

Be the first to know and let us send you an email when Deen Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share